মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনটি?
A
CBI
B
FBI
C
FSB
D
SIS
উত্তরের বিবরণ
FBI (Federal Bureau of Investigation) হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা, যা অপরাধ তদন্ত ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ২৬ জুলাই, ১৯০৮
-
প্রতিষ্ঠাতা: মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি
-
ডিরেক্টর (ডিসেম্বর ২০২৪): কাশ প্যাটেল, নির্বাচিত মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা
অন্যান্য উল্লেখযোগ্য গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA (Central Intelligence Agency) – বিদেশী গোয়েন্দাগিরি ও সিক্রেট অপারেশন
-
ভারত: CBI (Central Bureau of Investigation) – প্রধান তদন্ত সংস্থা, RAW (Research and Analysis Wing) – বিদেশি গোয়েন্দা
-
রাশিয়া: FSB (Federal Security Service) – অভ্যন্তরীণ নিরাপত্তা
-
বাংলাদেশ: NSI (National Security Intelligence)
-
পাকিস্তান: ISI (Inter-Services Intelligence)
-
যুক্তরাজ্য: SIS/MI6 (Secret Intelligence Service / Military Intelligence Section 6)
-
ইসরায়েল: MOSSAD (Institute for Intelligence and Special Operations)
উৎস:
0
Updated: 1 month ago
ইন্টারপোলের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?[সেপ্টেম্বর,২০২৫]
Created: 1 month ago
A
১৯৫টি
B
১৯৬টি
C
১৯৪টি
D
১৯৭টি
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এর বর্তমান সদস্য ১৯৬টি দেশ। [সেপ্টেম্বর,২০২৫]
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ-
Created: 1 month ago
A
টাঙ্গানিকা হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
বৈকাল হ্রদ
D
ভিক্টোরিয়া হ্রদ
বৈকাল হ্রদ দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ হিসেবে খ্যাত।
-
আয়তন অনুযায়ী বিশ্বে প্রথম, যদিও আয়তনের দিক থেকে নয়
-
পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ২২% বৈকাল হ্রদে সংরক্ষিত
-
উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও বৈকাল হ্রদ পূর্ণ করতে সক্ষম নয়
-
বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
-
অত্যন্ত স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবে পরিচিত
অন্য উল্লেখযোগ্য হ্রদসমূহ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
টাঙ্গানিকা হ্রদ: বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
0
Updated: 1 month ago
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
আরব সাগর
B
বঙ্গোপসাগর
C
পারস্য উপসাগর
D
লোহিত সাগর
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
অবস্থান: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ
-
শাসনব্যবস্থা: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
-
উপাদান: দুটি প্রধান দ্বীপগুচ্ছ
-
উত্তর: আন্দামান দ্বীপপুঞ্জ
-
দক্ষিণ: নিকোবর দ্বীপপুঞ্জ
-
-
ভৌগোলিক সাপেক্ষ: থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে
উৎস: ওয়ার্ল্ড এটলাস
0
Updated: 2 months ago