মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনটি?
A
CBI
B
FBI
C
FSB
D
SIS
উত্তরের বিবরণ
FBI (Federal Bureau of Investigation) হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা, যা অপরাধ তদন্ত ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ২৬ জুলাই, ১৯০৮
-
প্রতিষ্ঠাতা: মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি
-
ডিরেক্টর (ডিসেম্বর ২০২৪): কাশ প্যাটেল, নির্বাচিত মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা
অন্যান্য উল্লেখযোগ্য গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA (Central Intelligence Agency) – বিদেশী গোয়েন্দাগিরি ও সিক্রেট অপারেশন
-
ভারত: CBI (Central Bureau of Investigation) – প্রধান তদন্ত সংস্থা, RAW (Research and Analysis Wing) – বিদেশি গোয়েন্দা
-
রাশিয়া: FSB (Federal Security Service) – অভ্যন্তরীণ নিরাপত্তা
-
বাংলাদেশ: NSI (National Security Intelligence)
-
পাকিস্তান: ISI (Inter-Services Intelligence)
-
যুক্তরাজ্য: SIS/MI6 (Secret Intelligence Service / Military Intelligence Section 6)
-
ইসরায়েল: MOSSAD (Institute for Intelligence and Special Operations)
উৎস:

0
Updated: 1 day ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 1 month ago
প্যারিস চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে?
Created: 3 weeks ago
A
২৫%
B
৩৫%
C
৪৩%
D
৫০%
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
প্যারিস শান্তি চুক্তি
সাম্রাজ্যের পতন
প্যারিস জলবায়ু চুক্তি (Paris Climate Agreement)
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরের সাল: ২০১৫ (COP-21 সম্মেলন)
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স
-
কার্যকর হওয়ার তারিখ: ৪ নভেম্বর, ২০১৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৫টি দেশ
মূল উদ্দেশ্য
-
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা।
-
২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ৪৩% হ্রাস করা।
-
২০৫০–২১০০ সালের মধ্যে নিঃসৃত গ্রিনহাউস গ্যাস প্রাকৃতিকভাবে গাছ, মাটি ও সমুদ্র যতটা শোষণ করতে পারে, সেই পর্যায়ে নামিয়ে আনা।
-
প্রতি ৫ বছর অন্তর প্রত্যেক দেশের অবদান (Nationally Determined Contributions – NDCs) পর্যালোচনা করা।
-
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে গরিব দেশগুলোকে সহায়তা করার জন্য ধনী দেশগুলোর জলবায়ু তহবিল গঠন।
জলবায়ু তহবিল
-
উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
-
এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন (adaptation) ও প্রশমন (mitigation) কার্যক্রমে ব্যয় হওয়ার কথা।
-
COP-29 (নভেম্বর, ২০২৪)-এ এই প্রতিশ্রুতি বাড়ানো হয়:
-
২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
লক্ষ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা।
-
উৎস:
i) UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ওয়েবসাইট
ii) UNTC (United Nations Treaty Collection) ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
শ্রীলংকা
D
ব্রুনাই
ASEAN (Association of Southeast Asian Nations)
-
প্রকার ও অঞ্চল:
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
-
লক্ষ্য: আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭
-
স্থান: ব্যাংকক, থাইল্যান্ড (Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি — থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ১০টি (আগস্ট, ২০২৫)
-
নতুন সদস্য দেশ: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)
-
উল্লেখ্য: শ্রীলঙ্কা ASEAN-এর সদস্য নয়
-
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 1 month ago