কোন দেশে 'ভেলভেট বিপ্লব' (Velvet Revolution) সংঘটিত হয়েছিল?
A
তিউনিশিয়া
B
স্লোভারিয়া
C
জর্জিয়া
D
স্লোভাকিয়া
উত্তরের বিবরণ
ভেলভেট বিপ্লব (Velvet Revolution) সংঘটিত হয় ১৯৮৯ সালের নভেম্বর-ডিসেম্বরে চেকোস্লোভাকিয়ায় (বর্তমানে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া) এবং এটি ৪০ বছরের বেশি সময় ধরে চলা কমিউনিস্ট শাসনের অবসান ঘটায়। এই বিপ্লবকে Gentle Revolution ও বলা হয়।
মূল তথ্য:
-
১৬ নভেম্বর: ব্রাটিস্লাভায় ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়
-
১৭ নভেম্বর: প্রাগে ছাত্র মিছিল, যা ৫০ বছর আগে জার্মান অধিকৃত প্রাগের ছাত্র বিক্ষোভকে স্মরণে অনুষ্ঠিত হয়; পুলিশ ছাত্রদের নৃশংসভাবে দমন করে
-
আন্দোলনের নেতৃত্ব দেয় "সিভিক ফোরাম"
-
২৭ নভেম্বর: সাধারণ ধর্মঘটের মাধ্যমে জনগণ মুক্ত নির্বাচন এবং একদলীয় শাসনের অবসান দাবি করে
-
১০ ডিসেম্বর ১৯৮৯: প্রেসিডেন্ট গুস্তাভ হুসাক পদত্যাগ করেন
-
২৯ ডিসেম্বর ১৯৮৯: ভ্যাক্লাভ হাভেল (Václav Havel) অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন
-
জুলাই ১৯৯০: হাভেল চেকোস্লোভাকিয়ার প্রথম noncommunist নেতা হন
অন্যান্য শান্তিপূর্ণ বা জনপ্রতিবাদী বিপ্লবের উদাহরণ:
-
রোজ বিপ্লব: জর্জিয়া, ২০০৩, নির্বাচনী কারচুপির প্রতিবাদে
-
জেসমিন বিপ্লব: তিউনিশিয়া, ২০১১, স্বৈরশাসনের বিরুদ্ধে
-
টিউলিপ বিপ্লব: কিরগিজস্তান, ২০০৫, নির্বাচনী কারচুপির প্রতিবাদে
উৎস:

0
Updated: 1 day ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
Created: 1 day ago
A
আরব-রাশিয়া
B
চীন-জাপান
C
যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
D
আরব-ইসরাইল
ইয়োম কিপুর যুদ্ধ হলো চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ, যা সংঘটিত হয় ১৯৭৩ সালে।
মূল তথ্য:
-
যুদ্ধের সময়: ইহুদিদের পবিত্র ইয়োম কিপুর দিবসে, এবং মুসলিমদের রমজান মাসে
-
আরব দেশসমূহ তেল অবরোধের মাধ্যমে পাশ্চাত্যকে চাপ দেয়
-
আরব জোটের মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেঙে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে প্রবেশ করে
-
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ মিত্রদের সমর্থন প্রদান করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে
-
যুদ্ধকে এছাড়াও অক্টোবর যুদ্ধ বা রমজান যুদ্ধ নামেও ডাকা হয়
উৎস:

0
Updated: 1 day ago
IUCN নিচের কোন বিষয়ে কাজ করে?
Created: 1 month ago
A
জীববৈচিত্র্য সংরক্ষণ
B
আন্তর্জাতিক বাণিজ্য
C
চিকিৎসা গবেষণা
D
টেলিযোগাযোগ
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
-
প্রকৃতি: আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় কাজ করে
প্রধান কাজসমূহ:
-
প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ প্রদান
-
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি
-
বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব নীতি গ্রহণে সহায়তা
-
জলবায়ু পরিবর্তন, বন রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া
উৎস: IUCN ওয়েবসাইট

0
Updated: 1 month ago