কোন দেশে 'ভেলভেট বিপ্লব' (Velvet Revolution) সংঘটিত হয়েছিল?
A
তিউনিশিয়া
B
স্লোভারিয়া
C
জর্জিয়া
D
স্লোভাকিয়া
উত্তরের বিবরণ
ভেলভেট বিপ্লব (Velvet Revolution) সংঘটিত হয় ১৯৮৯ সালের নভেম্বর-ডিসেম্বরে চেকোস্লোভাকিয়ায় (বর্তমানে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া) এবং এটি ৪০ বছরের বেশি সময় ধরে চলা কমিউনিস্ট শাসনের অবসান ঘটায়। এই বিপ্লবকে Gentle Revolution ও বলা হয়।
মূল তথ্য:
-
১৬ নভেম্বর: ব্রাটিস্লাভায় ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়
-
১৭ নভেম্বর: প্রাগে ছাত্র মিছিল, যা ৫০ বছর আগে জার্মান অধিকৃত প্রাগের ছাত্র বিক্ষোভকে স্মরণে অনুষ্ঠিত হয়; পুলিশ ছাত্রদের নৃশংসভাবে দমন করে
-
আন্দোলনের নেতৃত্ব দেয় "সিভিক ফোরাম"
-
২৭ নভেম্বর: সাধারণ ধর্মঘটের মাধ্যমে জনগণ মুক্ত নির্বাচন এবং একদলীয় শাসনের অবসান দাবি করে
-
১০ ডিসেম্বর ১৯৮৯: প্রেসিডেন্ট গুস্তাভ হুসাক পদত্যাগ করেন
-
২৯ ডিসেম্বর ১৯৮৯: ভ্যাক্লাভ হাভেল (Václav Havel) অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন
-
জুলাই ১৯৯০: হাভেল চেকোস্লোভাকিয়ার প্রথম noncommunist নেতা হন
অন্যান্য শান্তিপূর্ণ বা জনপ্রতিবাদী বিপ্লবের উদাহরণ:
-
রোজ বিপ্লব: জর্জিয়া, ২০০৩, নির্বাচনী কারচুপির প্রতিবাদে
-
জেসমিন বিপ্লব: তিউনিশিয়া, ২০১১, স্বৈরশাসনের বিরুদ্ধে
-
টিউলিপ বিপ্লব: কিরগিজস্তান, ২০০৫, নির্বাচনী কারচুপির প্রতিবাদে
উৎস:
0
Updated: 1 month ago
Federal Security Service (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
জার্মানি
D
ফ্রান্স
রাশিয়ার FSB হলো দেশের প্রধান জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, যা অভ্যন্তরীণ নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
পূর্ণরূপ: Federal Security Service (FSB)
-
প্রতিষ্ঠার পূর্ব নাম: KGB
-
নাম পরিবর্তনের প্রক্রিয়া: রাশিয়ান রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন FSB নামকরণ করেন
-
প্রতিষ্ঠা: ১৯৯৪
-
সদরদপ্তর: মস্কো, রাশিয়া
0
Updated: 1 month ago
বার্ট্রান্ড রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
Created: 1 month ago
A
১৯৫০ সালে
B
১৯৬৪ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫২ সালে
বার্ট্রান্ড রাসেল ছিলেন একাধারে দার্শনিক, গণিতবিদ, সমাজবিজ্ঞানী এবং সামাজিক আন্দোলনের নেতা, যিনি যুক্তি, নৈতিকতা ও সমাজ বিষয়ে গভীর বিশ্লেষণ করেছেন। তিনি সাম্রাজ্যবাদের বিরোধী ও শান্তিকামী দৃষ্টিভঙ্গির জন্য সুপরিচিত।
-
পূর্ণ নাম: Bertrand Arthur William Russell
-
তিনি একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী এবং সমাজ সমালোচক।
-
যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদের বিরোধী হিসেবে খ্যাত।
-
১৯৫০ সালে নোবেল পুরস্কার (সাহিত্য) অর্জন করেন।
-
তাঁর প্রখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে Political Ideals।
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
The Elements of Ethics
-
Human Society in Ethics and Politics
-
Moral and Others
-
Power: A New Social Analysis
-
Political Ideals
-
Introduction to Mathematical Philosophy
উৎস:
0
Updated: 1 month ago
Arms Trade Treaty (ATT)-এর মূল উদ্যোক্তা কে?
Created: 1 month ago
A
অস্কার অ্যারিয়াস
B
মেনাচেম বেগিন
C
রিচার্ড নিক্সন
D
বর্ণিত সবাই
Arms Trade Treaty (ATT) হলো প্রচলিত আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি, যা প্রচলিত অস্ত্রের অবৈধ বাণিজ্য রোধ ও মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে গৃহীত। চুক্তির প্রস্তাবক ছিল জাতিসংঘ, এবং এটি ২ এপ্রিল, ২০১৩ সালে স্বাক্ষরিত হয় (জাতিসংঘ সাধারণ পরিষদে), কার্যকর হয় ২৪ ডিসেম্বর, ২০১৪। বর্তমানে ১১৬টি দেশ চুক্তি অনুমোদন করেছে, আর ২৬টি দেশ স্বাক্ষর করেছে কিন্তু এখনও অনুমোদন দেয়নি।
-
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কোস্টারিকার প্রাক্তন রাষ্ট্রপতি অস্কার অ্যারিয়াস (Oscar Arias) ছিলেন ATT ধারণার মূল প্রবক্তা
-
যুক্তরাজ্য ২০০৬ সালে ATT প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করে
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম ATT-এর পক্ষে ব্যাপক প্রচারণা চালায়
-
চূড়ান্তভাবে ATT ২০১৩ সালে স্বাক্ষরিত হয়
উৎস:
0
Updated: 1 month ago