রুশ বিপ্লব (১৯১৭) মূলত দুটি পর্যায়ে সংঘটিত হয়: ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক (অক্টোবর) বিপ্লব। এই দুটি বিপ্লবকে একত্রে ‘১৯১৭ সালের রুশ বিপ্লব’ বলা হয়।
ফেব্রুয়ারি বিপ্লব:
-
রুশ বিপ্লবের প্রথম পর্যায়
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উৎখাত ও বন্দি হন
-
নেতৃত্ব: আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)
বলশেভিক বিপ্লব / অক্টোবর বিপ্লব:
-
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়
-
এর ফলে লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
-
নেতৃত্ব: ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
উৎস: