কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল?
A
১৭৮৬ সালে
B
১৭৮৭ সালে
C
১৭৮৮ সালে
D
১৭৮৯ সালে
উত্তরের বিবরণ
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে। এর মূল স্লোগান ছিল ‘স্বাধীনতা, সাম্য, মৈত্রী’।
প্রধান তথ্য:
-
শুরু: ১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে
-
স্থায়ীত্ব: প্রায় ১০ বছর
-
মূল ঘটনার স্থান: প্যারিস, যেখানে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে
-
ফ্রান্সের রাজা: ষোড়শ লুই
-
ফরাসি বিপ্লবের শিশু বা উজ্জীবক ব্যক্তি: নেপোলিয়ন বোনাপার্ট
-
বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন দার্শনিকরা: রুশো ও ভলতেয়ার
উৎস:
0
Updated: 1 month ago
পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে?
Created: 2 months ago
A
দাক্ষিণাত্য মালভূমি
B
ডেকান মালভূমি
C
আনাতোলিয়া মালভূমি
D
পামীর মালভূমি
পামির মালভূমি
-
অবস্থান: মধ্য এশিয়ার উচ্চভূমি
-
বিশেষণ: "পৃথিবীর ছাদ"
-
কারণ: বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি
-
ভূগোল: হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুনলুন ও তিয়ান শান পর্বতমালার সংযোগস্থল
-
বিস্তার: প্রধানত তাজিকিস্তান, আফগানিস্তান, চীন ও পাকিস্তানের কিছু অংশে
উৎস: ওয়ার্ল্ড এটলাস
0
Updated: 2 months ago
ভিয়েনা কনভেনশন-১৯৬১ এর প্রধান উদ্দেশ্য কী
Created: 2 months ago
A
কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা
B
যুদ্ধবিরতি চুক্তি গঠন
C
সামরিক সহযোগিতা বৃদ্ধি
D
বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা
আন্তর্জাতিক বিষয়াবলি
ILO-International Labour Organisation
আন্তর্জাতিক বিষয়াবলী
কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা
ভিয়েনা কনভেনশন-১৯৬১
-
চুক্তির নাম: Vienna Convention on Diplomatic Relations
-
উদ্দেশ্য: স্বাগতিক দেশকে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা প্রদান।
-
গৃহীত হয়: ১৮ এপ্রিল ১৯৬১
-
কার্যকর হয়: ২৪ এপ্রিল ১৯৬৪
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
ধারা: ভিয়েনা কনভেনশনে মোট ৫৩টি ধারা রয়েছে।
-
চুক্তি লঙ্ঘন: কোনো দেশ যদি এই ধারার বিরুদ্ধে কাজ করে, তবে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়।
-
সাক্ষর: ১৯৬৫ সালে ভারত, এবং ১৯৭৮ সালে বাংলাদেশ এই চুক্তিতে সই করে।
মূল উদ্দেশ্য:
-
রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ করা।
-
কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা।
-
কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 2 months ago
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে-
Created: 1 month ago
A
WHO
B
ILO
C
FAO
D
WMO
আইএলও (ILO) – International Labour Organization
-
প্রতিষ্ঠা: ১৯১৯ সালে, ভার্সাই চুক্তির পর।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
সদস্য রাষ্ট্র: ১৮৭টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
জাতিসংঘের সঙ্গে সম্পর্ক: ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
-
বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো) – ২০২২ থেকে দায়িত্বে, প্রথম আফ্রিকান।
-
পুরস্কার: ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
মূল লক্ষ্য: আন্তর্জাতিক শ্রমনীতি ও কর্মসংস্থানের উন্নয়ন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা।
0
Updated: 1 month ago