কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল?
A
১৭৮৬ সালে
B
১৭৮৭ সালে
C
১৭৮৮ সালে
D
১৭৮৯ সালে
উত্তরের বিবরণ
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে। এর মূল স্লোগান ছিল ‘স্বাধীনতা, সাম্য, মৈত্রী’।
প্রধান তথ্য:
-
শুরু: ১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে
-
স্থায়ীত্ব: প্রায় ১০ বছর
-
মূল ঘটনার স্থান: প্যারিস, যেখানে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে
-
ফ্রান্সের রাজা: ষোড়শ লুই
-
ফরাসি বিপ্লবের শিশু বা উজ্জীবক ব্যক্তি: নেপোলিয়ন বোনাপার্ট
-
বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন দার্শনিকরা: রুশো ও ভলতেয়ার
উৎস:

0
Updated: 1 day ago
'ডেজার্ট ফক্স' নামে পরিচিত ছিলেন কে?
Created: 1 day ago
A
ফিল্ড মার্শাল রোমেল
B
ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল
C
ফিল্ড মার্শাল বার্নার্ড রোমেল
D
ফিল্ড মার্শাল ভন লিস্ট
ডেজার্ট ফক্স (Desert Fox)
-
নাম: ফিল্ড মার্শাল এরউইন রোমেল
-
উপাধি: ডেজার্ট ফক্স বা মরুভূমির শিয়াল
-
জাতীয়তা: জার্মান
-
বিশেষত্ব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকা কর্পস (Afrika Korps) এর নেতৃত্ব দেন
-
কৃতিত্ব: দ্রুত গতিতে আফ্রিকার বিভিন্ন অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর নিয়ন্ত্রণে আনার জন্য পরিচিত
-
সূত্র:

0
Updated: 1 day ago
ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'আরব বসন্ত' এর সূচনা হয় কোথায়?
Created: 1 day ago
A
ইয়েমেন
B
তিউনিশিয়া
C
মিশর
D
সিরিয়া
আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত ধারাবাহিক গণঅভ্যুত্থান।
মূল তথ্য:
-
সূত্রপাত: ২০১০ সালের ডিসেম্বর মাসে তিউনেশিয়ায়, যেখানে বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়
-
ফলাফল: ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী পতিত হন
-
বিস্তার: মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে আন্দোলন ছড়িয়ে পড়ে
-
গৃহযুদ্ধ: লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয় এবং এখনো সংঘাত চলমান
সূত্র:

0
Updated: 1 day ago