ন্যাটোর সর্বশেষ সদস্য পদ লাভ করে কোন দেশ? [আগস্ট , ২০২৫]
A
ফিনল্যান্ড
B
উত্তর মেসিডোনিয়া
C
সুইডেন
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ১২টি
-
বর্তমান সদস্য দেশ: ৩২টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
-
সর্বশেষ সদস্য দেশ: সুইডেন, ২০২৪ সালে যোগদান
-
ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে গঠিত আন্তঃসরকারি সামরিক জোট
-
লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা
-
মূলমন্ত্র: "A mind unfettered in deliberation"
-
ন্যাটোর গঠনতন্ত্র ও চুক্তি শুধুমাত্র সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য
উৎস:
0
Updated: 1 month ago
অপারেশন বারবারোসা কার নেতৃত্বে শুরু হয়?
Created: 1 month ago
A
হিটলার
B
হিরোহিতো
C
স্টালিন
D
মুসোলিনি
অপারেশন বারবারোসা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বিশাল ও গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে জার্মানি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আক্রমণ চালায়। হিটলারের নেতৃত্বে এই অভিযান পূর্ব ফ্রন্টে যুদ্ধের সূচনা করে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।
-
অপারেশন বারবারোসা হিটলারের নেতৃত্বে শুরু হয়।
-
এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব ফ্রন্টের যুদ্ধ বা জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ।
-
২২ জুন ১৯৪১ সালে হিটলার ‘অপারেশন বারবারোসা’ নামে এই অভিযান শুরু করেন।
-
অভিযানে অংশ নেয় ১৯টি প্যানযার ডিভিশন, প্রায় ৩ হাজার ট্যাংক, ২৫০০ বিমান এবং ৭০০০ কামান।
-
মোট ত্রিশ লক্ষ সৈনিক, প্রায় ৬ লক্ষ মোটরযান এবং ৬–৭ লক্ষ ঘোড়া ব্যবহৃত হয়েছিল।
0
Updated: 1 month ago
হুতি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
ইবনে তৌহিদ আল-হুথি
B
আবদুল মালিক আল-হুথি
C
আলি বিন-হুথি
D
হুসেন বদর আল-দিন আল-হুথি
হুতি আন্দোলন হলো উত্তর ইয়েমেনের একটি ইসলামী মৌলবাদী আন্দোলন, যা ইয়েমেনের গৃহযুদ্ধের অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে।
-
আন্দোলনটি শুরু হয় ১৯৯০-এর দশকের শেষের দিকে, নেতা হুসেন বদর আল-দিন আল-হুথি শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন হিসেবে।
-
জাইদিরা শতাব্দীকাল ধরে ইয়েমেন শাসন করলেও, ১৯৬২ সালের গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
-
এরপর জাইদিরা ক্রমে কোণঠাসা হয়ে পড়ে।
-
সুন্নি মৌলবাদ, বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ওয়াহাবি মতবাদ, মোকাবিলায় আল-হুতি আন্দোলন গড়ে ওঠে।
-
শুরুতে ধর্মীয় আন্দোলন হলেও, এটি ক্রমে সশস্ত্র রূপে পরিণত হয়।
0
Updated: 1 month ago
কত সালে 'Central Treaty Organization' চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
Created: 1 month ago
A
২০২৫ সালে
B
১৯৮৯ সালে
C
২০২৪ সালে
D
১৯৭৯ সালে
Central Treaty Organization:
- CENTO এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, যা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।
- এই চুক্তি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট প্রভাব থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াকে সুরক্ষা প্রদান করা।
- CENTO-এর সদস্য দেশগুলো ছিল: ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য।
- সদরদপ্তর: আঙ্কারা, তুরস্ক।
এছাড়াও,
- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থার সদরদপ্তর ছিল ইরাকের বাগদাদে।
- ইরাক ১৯৫৯ সাল সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ফলে সদরদপ্তর বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় স্থানান্তর করা হয়।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং শাহ-এর পতনের পর দেশটি এই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
- CENTO আনুষ্ঠানিকভাবে ১৯৭৯ সালে বিলুপ্ত হয়।
0
Updated: 1 month ago