প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল?
A
১৯১৪-১৯১৭
B
১৯১৫-১৯১৯
C
১৯১৫-১৯১৮
D
১৯১৪-১৯১৮
উত্তরের বিবরণ
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ২৮ জুলাই, ১৯১৪ সালে, যখন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হন। যুদ্ধ শেষ হয় ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
মূল তথ্য:
-
কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরি, বুলগেরিয়া
-
মিত্রশক্তি জোট: রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র
-
যুদ্ধের ফলাফল: মিত্রশক্তির বিজয়
-
চুক্তি: দ্বিতীয় ভার্সাই চুক্তি যুদ্ধের অবসান ঘটায়
-
মানবিক ক্ষতি: চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ নিহত
উৎস:

0
Updated: 1 day ago
মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
Created: 1 week ago
A
অটোয়া, কানাডা
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
হেগ, নেদারল্যান্ড
D
প্যারিস, ফ্রান্স
অটোয়া কনভেনশন মূলত একটি আন্তর্জাতিক চুক্তি যা স্থলমাইন নিষিদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ব্যবহার এবং বিস্তার রোধে গৃহীত হয়।
-
অটোয়া কনভেনশন বা "স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি" নামে পরিচিত।
-
এটি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
১৯৯৯ সালের মার্চ থেকে এটি কার্যকর হয়েছে।
-
এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্থলমাইন অস্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা।
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।
-
মার্শাল দ্বীপপুঞ্জ এটি স্বাক্ষর করলেও এখনো অনুমোদন করেনি।
-
৩৪টি দেশ এখনো এই চুক্তি স্বাক্ষর করেনি, যার মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন উল্লেখযোগ্য।
উৎস:

0
Updated: 1 week ago
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
Created: 3 weeks ago
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 3 weeks ago
WMO এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
World Maritime Organization
B
World Marine Life Organization
C
World Meteorological Organization
D
World Meteorologic Organization
• WMO:
- পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।(সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 1 week ago