অপলাপ শব্দের অর্থ কি?
A
অস্বীকার
B
মিথ্যা
C
প্রলাপ
D
অসদালাপ
উত্তরের বিবরণ
অপলাপ (বিশেষ্য পদ)
-
এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থসমূহ:
-
অবজ্ঞা বা অবমাননা।
-
গোপনীয়তা বা রহস্য।
-
মিথ্যা বলা বা সত্যের প্রতি বৈপরীত্য (যেমন: সত্যের অপলাপ)।
-
অস্বীকার বা প্রত্যাখ্যান (উদাহরণ: “তুমি সম্পূর্ণ পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ” — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
'Disputant' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
হামলাকারী
B
বিশৃঙ্খলাকারী
C
বিবাদী
D
মীমাংসা
Disputant শব্দের সঠিক বাংলা পারিভাষিক রূপ হলো বিবাদী।
অন্যদিকে কিছু সম্পর্কিত পরিভাষা হলো—
-
হামলাকারী = Attacker
-
বিশৃঙ্খলাকারী = Disturber / Agitator
-
মীমাংসা = Settlement / Resolution
0
Updated: 1 month ago
'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
Created: 2 months ago
A
একাগ্রতায়
B
সমান ব্যবহারে
C
সম ভাবনায়
D
একযোগে
‘সমভিব্যাহারে’ শব্দটি হলো একটি ক্রিয়াবিশেষণ। এটি সংস্কৃত ও বাংলা মিলিতভাবে গঠিত। অর্থাৎ, শব্দটি গঠনের দিক থেকে দুই ভাষার সংমিশ্রণ।
শব্দটির অর্থ:
-
সঙ্গে
-
একসঙ্গে বা সংঘবদ্ধভাবে
অপরদিকে, ‘একযোগে’ শব্দের অর্থও হলো:
-
একত্রে
-
একসঙ্গে
-
যুগপৎ বা সম্মিলিতভাবে
সুতরাং, ‘সমভিব্যাহারে’ শব্দটির ব্যবহার মূলত ‘একযোগে’ অর্থে হয়।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী?
Created: 2 months ago
A
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
B
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
C
কোনটি চরাচরের, আর কোনটি নয়
D
কোনটি আচার্যের, আর কোনটি নয়
চর্যাপদ
চর্যাপদের মূল নাম ‘চর্যাচর্যবিনিশ্চয়’।
-
এটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন।
-
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এই পুথি আবিষ্কার করেন।
শব্দ বিশ্লেষণ:
-
চর্যাচর্য (বিশেষ্য): অর্থ হলো – “আচরণযোগ্য ও অনাচরণীয়”, অর্থাৎ কী পালনযোগ্য এবং কী বর্জনীয়।
-
বিনিশ্চয় (বিশেষ্য): অর্থ হলো – “স্থির সিদ্ধান্ত” বা “নিঃসন্দেহে নির্ধারিত বিষয়”।
পূর্ণ ব্যাখ্যা:
-
সুতরাং, চর্যাচর্যবিনিশ্চয় অর্থ হলো: “কোনটি আচরণযোগ্য আর কোনটি অনাচরণীয়, তা যে গ্রন্থে বা গীতিকবিতায় স্থিরভাবে নির্ধারিত হয়েছে”।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
0
Updated: 2 months ago