বাংলা ভাষায় রচিত মধ্যযুগের কোনো লেখকের প্রথম এককগ্রন্থ কোনটি?


A

মনসামঙ্গল 


B

শ্রীকৃষ্ণকীর্তন


C

বৈষ্ণব পদাবলী 


D

সেক শুভোদয়া 


উত্তরের বিবরণ

img

'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে স্বীকৃত এবং এর লেখক হলো বড়ু চণ্ডীদাস। এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ। যেহেতু পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায়নি, তাই নাম ও কবির পরিচয় স্পষ্ট ছিল না; তবে কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে 'বড়ু চণ্ডীদাস' লেখা থাকার কারণে তাঁকে এই গ্রন্থের কবি হিসেবে গৃহীত করা হয়েছে।

  • ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে পুথিটি আবিষ্কার করেন।

  • ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থাকারে প্রকাশিত হয়।

  • কাব্যটি গীতি-আলেখ্য এবং রাধা-কৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু।

  • প্রধান তিনটি চরিত্র: কৃষ্ণ, রাধা, বড়ায়ি। চরিত্রের মধ্যে ঘাত-প্রতিঘাত, বাক-বিতণ্ডা, রাগ-দ্বেষ ইত্যাদি থাকায় কাব্যটি গতিশীল ও নাট্যরসসমৃদ্ধ

  • এতে গীতিরসের উপস্থিতি লক্ষ্যণীয়। কাব্যটি শৃঙ্গাররসপ্রধান এবং ঝুমুর গানের বৈশিষ্ট্যযুক্ত। এটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত।

  • কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে: জন্ম খণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বাণ খণ্ড, বংশী খণ্ড ও বিরহ খণ্ড।

অন্যদিকে, বাংলা সাহিত্যে:

  • হলায়ুধ মিশ্র রচিত পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য 'সেক শুভোদয়া', যা অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। এতে ২৫টি অধ্যায় রয়েছে। ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ 'কায়স্থ' পত্রিকায় প্রকাশ করেন। সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয় ১৩৩৪ বঙ্গাব্দে।

  • মনসামঙ্গলবৈষ্ণব পদাবলী কোনো একক লেখকের রচনা নয়; এগুলোতে একাধিক কবি ও ভণিতার পদ রয়েছে।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

 ’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যগ্রন্থের প্রথম খণ্ডের নাম কী?

Created: 1 month ago

A

নৌকাখণ্ড

B

বৃন্দাবন খণ্ড

C

জন্মখণ্ড

D

বংশী খণ্ড

Unfavorite

0

Updated: 1 month ago

'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রথম খণ্ডের নাম কী? 

Created: 3 months ago

A

জন্মখন্ড 

B

তাম্বুলখণ্ড 

C

দানখণ্ড 

D

রাধাবিরহ

Unfavorite

0

Updated: 3 months ago

কত সালে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি আবিষ্কৃত হয়?


Created: 2 months ago

A

১৯০৯ সালে


B

১৯০৭ সালে


C

১৯১১ সালে


D

১৯১৭ সালে


Unfavorite

0

Updated: 2 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD