বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুভাবে ফুটে উঠেছে কোন উপন্যাসে?
A
আঁখিজল
B
কুসুমাঞ্জলি
C
আবদুল্লাহ
D
লালসালু
উত্তরের বিবরণ
'আবদুল্লাহ' উপন্যাসটি কাজী ইমদাদুল হক রচিত এবং এটি মূলত মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাস রচনার সময় কাজী ইমদাদুল হকের মৃত্যু হলে, কাজী আনোয়ারুল কাদির তাঁর খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন। উপন্যাসটিতে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ ফুটে উঠেছে। শিল্পের বিচারে এটি উৎকৃষ্ট উপন্যাস নয়, তবে বাংলার সামাজিক বিবর্তনের, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুন্দরভাবে তুলে ধরেছে, ফলে গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আছে।
-
কাজী ইমদাদুল হকের অন্যান্য কাব্যগ্রন্থ: আঁখিজল
-
মোহাম্মদ মোজাম্মেল হকের প্রকাশিত কাব্যগ্রন্থ: কুসুমাঞ্জলি
-
'লালসালু' উপন্যাস: সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত, সর্বপ্রথম ১৯৪৮ সালে প্রকাশিত
-
উপন্যাসে গ্রামবাংলার এক চতুর ধর্মব্যবসায়ী ও ধর্মপ্রবণ মুসলিম সমাজে কল্পিত মাযারের মাধ্যমে ক্ষমতা প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে
-
শেষে তার কিশোরী স্ত্রী জমিলা কীভাবে তাকে চ্যালেঞ্জ করে, তা চিত্রিত হয়েছে
-
স্বল্প পরিসরে গ্রামীণ পটভূমিকায় ধর্মান্ধতার প্রকৃতি লেখক উন্মোচন করতে সক্ষম হন
-
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যবরণ করেন?
Created: 1 month ago
A
১৮৬১ সালে
B
১৯৬১ সালে
C
১৯৪১ সালে
D
১৯৬০ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক, যিনি বাংলা ও বিশ্বসাহিত্যে অমর অবদান রেখেছেন।
তাঁর জীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো:
-
জন্মগ্রহণ করেন ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কার অর্জন করেন।
-
১৯১৫ সালে তিনি ইংরেজি কর্তৃক প্রদত্ত ‘নাইট’ উপাধি পান, যা ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ফিরিয়ে দেন।
-
১৯৪০ সালে তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি প্রদান করা হয়।
-
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উৎস:
0
Updated: 1 month ago
জ্ঞানদাস রচিত বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ -
Created: 1 month ago
A
প্রেমসাগর ও গোপাললীলা
B
মাথুর ও মুরলীশিক্ষা
C
বৃন্দাবনলীলা ও রাধামাধব
D
পদাবলী ও গীতগোবিন্দ
জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বৈষ্ণব সাধকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
জ্ঞানদাসের সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ দিকগুলো—
-
প্রথম ব্যক্তি যিনি ‘ষোড়শ-গোপাল’ রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
-
বাংলা ও ব্রজভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেছেন।
-
তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ।
-
পদরচনায় তিনি বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো সরল সুরে পদ রচনা করেছেন, যা পাঠককে সহজে আকৃষ্ট করে।
-
প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা জ্ঞানদাসের রচনার মূল বিষয়। বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'পদ্মাবতী' কোন ধরনের রচনা?
Created: 1 month ago
A
কবিতা
B
সনেট
C
নাটক
D
কাব্যগ্রন্থ
'পদ্মাবতী' হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটক।
-
পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে) তিনি প্রথমবার অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন।
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম
-
পরিচিতি: মহাকবি ও নাট্যকার
-
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম কাব্যগ্রন্থ: The Captive Lady (ইংরেজিতে রচিত)
রচিত নাটকসমূহ:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
প্রহসনসমূহ:
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় সালিকের ঘাড়ে রোঁ
0
Updated: 1 month ago