কোন বাহিনী মুক্তিযুদ্ধের সময়ে 'অপারেশন কিলো ফ্লাইট' পরিচালনা করে?
A
বিমান বাহিনী
B
নৌ-বাহিনী
C
মিত্র বাহিনী
D
গেরিলা বাহিনী
উত্তরের বিবরণ
অপারেশন কিলো ফ্লাইট
-
এই অপারেশনের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম ও গোড়াপত্তরের ইতিহাস।
-
অপারেশন কিলো ফ্লাইট মূলত মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম।
-
এই অপারেশনের মাধ্যমে দুঃসাহসিক বিমান যোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করেছিলেন।
-
এর ফলে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে হারায়।

0
Updated: 1 day ago