মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার কোথায় ছিল?
A
হরিনাতে
B
কলকাতায়
C
কালুরঘাটে
D
বক্সগঞ্জে
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর
-
ভৌগোলিক এলাকা: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা।
-
সেক্টর কমান্ডার: প্রথমে মেজর জিয়াউর রহমান (১০ এপ্রিল–২৫ জুন), পরে দায়িত্ব গ্রহণ করেন মেজর রফিকুল ইসলাম (২৮ জুন–১৪ ফেব্রুয়ারি ১৯৭২)।
-
হেডকোয়ার্টার: হরিনাতে।
-
মুক্তিযোদ্ধার সংখ্যা: প্রায় ১০,০০০, যার মধ্যে:
-
নিয়মিত সৈন্য (ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী) প্রায় ২,০০০ জন
-
গণবাহিনী প্রায় ৮,০০০ জন
-
-
গেরিলা কার্যক্রম: এই সেক্টরের গেরিলা দলগুলো ১৩৭টি গ্রুপে বিভক্ত করে দেশের অভ্যন্তরে পাঠানো হয়েছিল।

0
Updated: 1 day ago
স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে?
Created: 3 weeks ago
A
হুসেইন মুহাম্মদ এরশাদ
B
এ. এম. সয়েম
C
আ. এফ. মোসাদ্দেক
D
খন্দকার মোশতাক আহমদ
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
স্বাধীন বিচার বিভাগ
বাংলাদেশের প্রথম সামরিক শাসন
-
ঘটনা: ১৯৭৫ সালের ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করার পর খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রক্ষমতা দখল করেন।
-
শাসনকাল: প্রায় তিন মাসের জন্য ক্ষমতায় ছিলেন।
-
প্রভাব:
-
মোশতাকের স্বল্পকালীন শাসন বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে।
-
মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয় এবং পাকিস্তানের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়।
-
-
সামরিক আইন: ক্ষমতা দখলের মাত্র পাঁচ দিনের মাথায় মোশতাক স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
Created: 2 months ago
A
আট
B
দশ
C
এগার
D
পনের
মুক্তিযুদ্ধ: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
⇒ সেক্টরগুলো:
- ১নং সেক্টর: চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রাম,
- ২নং সেক্টর: ঢাকা, নোয়াখালী, ফরিদপুর ও কুমিল্লার অংশবিশেষ,
- ৩নং সেক্টর: কুমিল্লা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ,
- ৪ নং সেক্টর: মৌলভীবাজার ও সিলেটের পূর্বাংশ,
- ৫নং সেক্টর: সিলেট ও সুনামগঞ্জ,
- ৬নং সেক্টর: রংপুর, দিনাজপুর,
- ৭নং সেক্টর: রাজশাহী, বগুড়া, পাবনা,
- ৮নং সেক্টর: কুষ্টিয়া, যশোর, ফরিদপুর,
- ৯নং সেক্টর: খুলনা, বরিশাল,
- ১০নং সেক্টর: সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল,
- ১১নং সেক্টর: টাঙ্গাইল, ময়মনসিংহ।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 2 months ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Created: 3 days ago
A
৭ নং
B
১০ নং
C
৬ নং
D
৪ নং
বীরশ্রেষ্ঠ হলো বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক, যা যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস, ত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদকে ভূষিত করা হয়েছে।
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
সেক্টর: ৭ নং
-
মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে শেষ শহীদ)
-
সমাধিস্থল: চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ
-
-
সিপাহী হামিদুর রহমান
-
সেক্টর: ৪ নং
-
মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১
-
সমাধিস্থল: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
-
-
মোহাম্মদ রুহুল আমিন
-
সেক্টর: ১০ নং
-
মৃত্যু: ১০ ডিসেম্বর, ১৯৭১
-
সমাধিস্থল: রূপসা ফেরিঘাটের লুকপুর
-
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
-
সেক্টর: ১ নং
-
মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ)
-
সমাধিস্থল: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে, কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে
-

0
Updated: 3 days ago