কাজী নজরুল ইসলাম রচিত 'বাঁধনহারা' পত্রোপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে?
A
১১টি
B
১৩টি
C
১৫টি
D
১৮টি
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের ‘বাঁধনহারা’ তাঁর প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯২৭ সালে। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস এবং এতে মোট ১৮টি পত্র অন্তর্ভুক্ত রয়েছে।
উপন্যাস সংক্রান্ত তথ্য:
-
কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে এই উপন্যাস রচনা শুরু করেন।
-
এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা ইত্যাদি
কাজী নজরুল ইসলামের অন্যান্য উপন্যাস:
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
উৎস:

0
Updated: 1 day ago
রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলা হয়?
Created: 2 days ago
A
নৈশরণ
B
সৌপ্তিক
C
ভুজঙ্গ
D
জুগুপ্সা
প্রশ্নে বলা হয়েছে: “রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কী বলা হয়?”
এর উত্তর হলো—রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় “সৌপ্তিক” বলা হয়।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
-
যার উপস্থিত বুদ্ধি আছে → প্রত্যুৎপন্নমতি
-
যার কোনো কিছু থেকেই ভয় নেই → অকুতোভয়
-
লাভ করার ইচ্ছা → লিপ্সা
-
প্রবেশ করার ইচ্ছা → বিবিক্ষা
-
বলার ইচ্ছা → বিবক্ষা
-
বমন করার ইচ্ছা → বিবমিষা
-
বাস করার ইচ্ছা → বিবৎসা
উৎস:

0
Updated: 2 days ago
রবীন্দ্রনাথ ঠাকুরের 'পূরবী' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে?
Created: 1 day ago
A
জগদীশচন্দ্র বসু
B
কাজী নজরুল ইসলাম
C
নেতাজি সুভাষচন্দ্র বসু
D
ভিক্টোরিয়া ওকাম্পো
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিভিন্ন গ্রন্থ বিশেষ ব্যক্তিদের প্রতি উৎসর্গ করেছেন। উল্লেখযোগ্য কিছু উৎসর্গকৃত গ্রন্থ:
-
তাসের দেশ – উৎসর্গকৃত ব্যক্তি: নেতাজি সুভাষচন্দ্র বসু
-
পুরবী – উৎসর্গকৃত ব্যক্তি: ভিক্টোরিয়া ওকাম্পো
-
বসন্ত – উৎসর্গকৃত ব্যক্তি: কাজী নজরুল ইসলাম
-
খেয়া – উৎসর্গকৃত ব্যক্তি: জগদীশচন্দ্র বসু
উৎস:

0
Updated: 1 day ago
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতির কয়টি স্তর নির্দেশ করেছেন?
Created: 1 month ago
A
দুটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
ড. সুকুমার সেনের বাংলা গদ্যরীতির চারটি স্তর
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতিকে চারটি স্তরে ভাগ করেছেন:
-
প্রথম স্তর: সূচনা
-
সময়কাল: ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত
-
-
দ্বিতীয় স্তর: উন্মেষ
-
সময়কাল: ১৮০০ (শ্রীরামপুর মিশন) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) পূর্ব পর্যন্ত
-
-
তৃতীয় স্তর: অভ্যুদয়
-
সময়কাল: ১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) পূর্ব পর্যন্ত
-
-
চতুর্থ স্তর: পরিণতি
-
সময়কাল: ১৮৬৫ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) থেকে বর্তমান কাল পর্যন্ত
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago