কাজী নজরুল ইসলাম রচিত 'বাঁধনহারা' পত্রোপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে?
A
১১টি
B
১৩টি
C
১৫টি
D
১৮টি
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের ‘বাঁধনহারা’ তাঁর প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯২৭ সালে। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস এবং এতে মোট ১৮টি পত্র অন্তর্ভুক্ত রয়েছে।
উপন্যাস সংক্রান্ত তথ্য:
-
কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে এই উপন্যাস রচনা শুরু করেন।
-
এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা ইত্যাদি
কাজী নজরুল ইসলামের অন্যান্য উপন্যাস:
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
উৎস:
0
Updated: 1 month ago
সুনীল গঙ্গোপাধ্যায়ের দেশবিভাগের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
নীলকণ্ঠ পাখির খোঁজে
B
কালো বরফ
C
কেয়াপাতার নৌকো
D
পূর্ব-পশ্চিম
পূর্ব-পশ্চিম উপন্যাস সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
-
রচনা: সুনীল গঙ্গোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৮৯; ধারাবাহিকভাবে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত
-
পটভূমি: ১৯৪৭ সালের ভারতবর্ষের দেশবিভাগ
-
কাহিনি সংক্ষেপ:
-
দেশভাগের ফলে দুই বাংলার হাজার হাজার পরিবার তাদের ভিটে ছেড়ে ভিনদেশে পাড়ি দেয়।
-
উপন্যাসটি দুই খণ্ডে বিভক্ত, যেখানে দেশবিভাগের বিচ্ছেদবেদনা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট চিত্রিত।
-
কাহিনি বিস্তৃতভাবে বাংলাদেশের বিক্রমপুর থেকে আমেরিকার নিউইয়র্ক পর্যন্ত চলে।
-
-
ধরন: ঐতিহাসিক প্রেক্ষাপটভিত্তিক উপন্যাস; দুই বাংলার পরিবারের জীবন ও সংগ্রাম কেন্দ্র করে।
অন্যান্য দেশবিভাগভিত্তিক উপন্যাস:
-
অতীন বন্দ্যোপাধ্যায় – নীলকণ্ঠ পাখির খোঁজে
-
মাহমুদুল হক – কালো বরফ
-
প্রফুল্ল রায় – কেয়াপাতার নৌকো
0
Updated: 1 month ago
“আবে হায়াত ও জীবন ক্ষুধা” এ দুটি উপন্যাসের লেখক কে?
Created: 1 month ago
A
আলাউদ্দিন আল আজাদ
B
আবুল মনসুর আহমদ
C
আহমদ শরীফ
D
ড. লুৎফর রহমান
আবুল মনসুর আহমদ
-
জীবন ও পরিচিতি:
-
জন্ম: ১৮৯৮, ময়মনসিংহ
-
পেশা: সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক
-
রাজনীতি: বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়
-
সাহিত্য: বিদ্রুপাত্মক রচনার জন্য বিশেষ পরিচিত
-
-
গল্পগ্রন্থ:
-
ফুড কনফারেন্স
-
আয়না
-
আসমানী পর্দা
-
-
উপন্যাস:
-
সত্য মিথ্যা
-
জীবনক্ষুধা
-
আবে হায়াত
-
-
আত্মচরিত:
-
আত্মকথা
-
0
Updated: 1 month ago
'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
Created: 3 months ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
আনন্দমোহন বাগচী
‘আনন্দমঠ’ উপন্যাস
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘আনন্দমঠ’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে।
-
এই উপন্যাসের পটভূমি ১৭৭০ সালের ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ।
-
মূল বিষয়: দেশভক্তি, জাতিপ্রেম ও হিন্দুধর্মে বিশ্বাস।
-
এখানে ‘স্বদেশ’ বলতে বোঝানো হয়েছে বঙ্গভূমিকে এবং ‘ধর্ম’ বলতে বোঝানো হয়েছে হিন্দু ধর্মকে।
-
উপন্যাসে উল্লেখিত ‘বন্দে মাতরম্’ গানটি ইংরেজবিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে।
-
এটি ঐতিহাসিক উপন্যাস নয়, তবে এর ঘটনা কল্পিত হলেও বিশ্বাসযোগ্য এবং চরিত্রগুলো আদর্শায়িত।
-
গ্রামীণ জীবনের চিত্র ও মন্বন্তরের বর্ণনা বাস্তবধর্মী।
-
কাহিনিতে প্রেম ও আদর্শের সংঘাত উপন্যাসকে গভীরতা দিয়েছে।
-
‘বন্দে মাতরম্’ গানটি পরে became একটি উদ্দীপক দেশাত্মবোধক স্লোগান।
-
উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন:
-
নরেশচন্দ্র সেনগুপ্ত (The Abbey of Bliss, 1907)
-
শ্রী অরবিন্দ (Ananda Math, 1910)
-
-
এটি একটি বাস্তবধর্মী রোমান্টিক উপন্যাস।
-
এই রচনায় বঙ্কিমচন্দ্রের স্বসম্প্রদায়প্রীতি বা নিজের ধর্ম ও জাতির প্রতি পক্ষপাত লক্ষ্য করা যায়।
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের পথিকৃৎ।
-
জন্ম: ১৮৩৮ সাল, চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর প্রথম উপন্যাস: Rajmohan’s Wife (ইংরেজিতে লেখা)।
-
প্রথম সার্থক বাংলা উপন্যাস: দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস (১৮৫৬)।
-
দ্বিতীয় বাংলা উপন্যাস: কপালকুণ্ডলা (১৮৬৬)।
-
তাঁর রচিত বিখ্যাত ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, ও সীতারাম।
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ
-
দুর্গেশনন্দিনী
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago