'বুড় সালিকের ঘাড়ে রোঁ' কোন ধরনের সাহিত্য?
A
কাব্য
B
প্রহসন
C
মহাকাব্য
D
উপন্যাস
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্তের ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ একটি প্রহসন। প্রথমে এ প্রহসনের নাম ছিল ‘ভগ্ন-শিবমন্দির’। কাহিনীর মূল বিষয় হলো এক লম্পট জমিদারের আচার-ব্যবহার ও দরিদ্র প্রজাদের দ্বারা তাকে উচিত শিক্ষা প্রদান।
উল্লেখযোগ্য চরিত্র:
-
ভক্তপ্রসাদ বাবু
-
পঞ্চানন বাচস্পতি
-
গদাধর
-
পুঁটি
-
ফতেমা
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য প্রহসন:
-
একেই কি বলে সভ্যতা
উৎস:
0
Updated: 1 month ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র: সতীশ, সাবিত্রী, কিরণময়ী?
Created: 1 month ago
A
চরিত্রহীন
B
পল্লীসমাজ
C
শ্রীকান্ত
D
পথের দাবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'চরিত্রহীন' উপন্যাসে বিভিন্ন চরিত্রের সম্পর্ক ও তাদের বৈশিষ্ট্য গল্পের মূল উপজীব্য। উপন্যাসটি প্রথা-বিরুদ্ধ প্রেম ও নারীপুরুষের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে গঠিত।
'চরিত্রহীন' উপন্যাস:
-
রচিত: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রথম প্রকাশ: ১৯১৭
-
মূল বিষয়: প্রথা-বহির্ভূত প্রেম ও নারীপুরুষ সম্পর্ক
-
প্রধান চরিত্র: সতীশ, সাবিত্রী, কিরণময়ী
-
অন্যান্য নারী চরিত্র: সুরবালা, সরোজিনী
-
চরিত্রের বৈচিত্র্য: প্রতিটি নারী চরিত্রের আলাদা ব্যক্তিত্ব ও জীবনধারা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসের চরিত্রসমূহ:
-
'দেবদাস': দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, চুনিলাল, ধর্মদাস
-
'পল্লীসমাজ': রমা, রমেশ, বললাম, বেণী
-
'দত্তা': বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী
-
'শ্রীকান্ত': ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অভয়া, গহর
-
'গৃহদাহ': সুরেশ, মহিম, অচলা
-
'পথের দাবী': ভারতী, সব্যসাচী ওরফে ডাক্তার সাহেব
0
Updated: 1 month ago
বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
Created: 2 months ago
A
রাজা প্রতাপাদিত্য চরিত্র
B
নরোত্তম দাসের দেহকড়চা
C
চর্যাপদ
D
কোচবিহারের রাজার পত্র
বাংলা গদ্যের উৎপত্তি
-
বাংলা সাহিত্যের আধুনিক যুগের পূর্বে সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্যরচনার অস্তিত্ব পাওয়া যায় না।
-
প্রাচীনতম নিদর্শন হিসেবে মনে করা হয় ১৫৫৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্র।
-
গদ্যরীতির সূচনা হয়েছিল ষোল শতকে, কিন্তু উনিশ শতকের পূর্ব পর্যন্ত এটি নিতান্ত প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
-
ফলস্বরূপ, ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষ সাধন সম্ভব হয়নি।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago
মহিম, অচলা, সুরেশ - কোন উপন্যাসের চরিত্র ?
Created: 1 month ago
A
দেবদাস
B
চরিত্রহীন
C
পল্লীসমাজ
D
গৃহদাহ
‘গৃহদাহ’ উপন্যাস – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৯২০, মাসিক ভারতবর্ষে প্রকাশিত।
-
প্রধান চরিত্র:
-
মহিম
-
সুরেশ
-
অচলা (উপন্যাসের নায়িকা)
-
-
কাহিনির মূল বিষয়: অচলার প্রতি মহিম ও সুরেশের আকর্ষণ ও বিকর্ষণ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস ও চরিত্রসমূহ:
-
চরিত্রহীন: সতীশ, কিরণময়ী
-
দেবদাস: দেবদাস, পার্বতী, চন্দ্রমূখী, চুনিলাল, ধর্মদাস
-
পল্লীসমাজ: রমেশ, রমা
0
Updated: 1 month ago