"গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।" পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্গত?
A
সোনার তরী
B
প্রাণ
C
নির্ঝরের স্বপ্নভঙ্গ
D
বর্ষাযাপন
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নামকবিতা ‘সোনার তরী’। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যেখানে অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত। কবি এই কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশ করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই গ্রন্থের কিছু কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে কার বিশেষ পরিচিতি ছিল?
Created: 1 month ago
A
বুদ্ধদেব বসু
B
বিষ্ণু দে
C
বিহারীলাল চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে বিহারীলাল চক্রবর্তী বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথ তাঁকে ‘ভোরের পাখি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
বিহারীলাল চক্রবর্তীর জীবনী ও কাব্যসংক্রান্ত তথ্যসমূহ:
-
তিনি ১৮৩৫ সালে নিমতলা, কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা হিসেবে বিহারীলাল চক্রবর্তীকে স্বীকৃতি দেওয়া হয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ বলে সম্বোধন করেন।
-
তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদা মঙ্গল’, এবং শেষ কাব্যগ্রন্থ ‘সাধের আসন’, যা ‘সারদা মঙ্গল’ কাব্যের পরিশিষ্ট হিসেবে গণ্য।
-
তিনি ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।
বিহারীলাল চক্রবর্তীর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীত শতক
-
বন্ধু-বিয়োগ
-
প্রেম প্রবাহিণী
-
নিসর্গ সন্দর্শন
-
বঙ্গসুন্দরী
-
সারদা মঙ্গল
-
নিসর্গ সঙ্গীত
-
মায়াদেবী
-
দেবরাণী
-
বাউল বিংশতি
-
সাধের আসন
0
Updated: 1 month ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 2 months ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
’বৈকুণ্ঠের উইল’ কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
প্রবন্ধ
B
উপন্যাস
C
গল্প
D
নাটক
‘বৈকুণ্ঠের উইল’ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর একটি চিরায়ত উপন্যাস, যা পরিবার, সম্পদ ও মানুষের মনস্তত্ত্বের জটিলতা তুলে ধরে।
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বৈকুন্ঠ মজুমদার, একজন ব্যবসায়ী ব্যক্তি। তিনি সৎ পরিশ্রমের মাধ্যমে ধ্বংসপ্রায় মুদি দোকানকে বড় আড়তে পরিণত করেন।
-
বৈকুন্ঠের দুই ছেলে: গোকুল (প্রথম স্ত্রীর সন্তান) এবং বিনোদ (দ্বিতীয় স্ত্রীর সন্তান)।
-
গোকুল বোকা স্বভাবের হলেও বাবা, মা ও ভাইয়ের প্রতি তার ভালোবাসা গভীর। পড়াশোনায় মনোযোগ না থাকায় ছোটবেলাতেই বাবার আড়তের কাজে লেগে যায়।
-
বিনোদ পড়াশোনায় ভালো হলেও তার স্বভাব ও চালচলন পিতাকে সন্তুষ্ট করে না। বৈকুণ্ঠ মনে করেন, এত কষ্ট করে গড়ে তোলা তাঁর সম্পদ বিনোদ শুধুমাত্র আরাম-আয়েসের জন্য নষ্ট করবে।
-
এই আশঙ্কার কারণে, বৈকুণ্ঠ মৃত্যুর আগে স্ত্রীর সম্মতি নিয়ে সকল সম্পত্তি গোকুলের নামে উইল করেন।
-
উপন্যাসের মূল কাহিনী ঘুরে থাকে উইল সংক্রান্ত দুই ভাইয়ের মনোভাব, সম্পর্ক ও মানসিক দ্বন্দ্বের উপর।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
-
চরিত্রহীন
-
পণ্ডিতমশাই
-
পল্লীসমাজ
-
দেবদাস
-
শ্রীকান্ত
-
পরিণীতা
-
বিরাজবৌ
-
দত্তা
-
বামুনের মেয়ে
-
শেষ প্রশ্ন
-
দেনাপাওনা
-
পথের দাবী
-
বিপ্রদাস
-
উপন্যাসগুলিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই সমাজ, পরিবার ও নৈতিকতা নিয়ে গভীরভাবে আলোকপাত করেছেন।
-
‘বৈকুণ্ঠের উইল’-এ সম্পত্তি ও পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক ও নৈতিক দিক ফুটে ওঠে।
0
Updated: 1 month ago