'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
A
পর্তুগিজ ভাষা হতে
B
আরবি ভাষা হতে
C
দেশী ভাষা হতে
D
ওলন্দাজ ভাষা হতে
উত্তরের বিবরণ
• আনারস ও চাবি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
• পর্তুগিজ ভাষার আরোকিছু শব্দ হলো:
কামরা, গির্জা, গুদাম, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 5 months ago
‘লেনদেন’ - কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
হিন্দি
B
ফারসি
C
সংস্কৃত
D
পর্তুগিজ
লেনদেন হিন্দি ভাষার একটি শব্দ, যা বিশেষ্য পদ।
-
অর্থ: আদান-প্রদান, দেওয়া-নেওয়া; দান ও প্রতিদান
-
অন্যান্য হিন্দি শব্দের উদাহরণ:
-
কাচারি
-
দুলকি
-
দিলরুবা
-
দাবা
-
দাঙ্গা
-
দহলা
-
দশেরা
-
রোকড়
-
লড়াকু
-
লেনদেন
-
0
Updated: 1 month ago
'বাব-এল-মান্দেব' কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
ফারসি
B
তুর্কি
C
আরবি
D
ইয়েমেনি
বাব-এল-মান্দেব (Bab el-Mandeb) প্রণালী শব্দটি আরবি ভাষা থেকে আগত, যার অর্থ “Gate of Tears” বা “Gate of Grief”। এর নামকরণের পেছনে কারণ হলো অতীতে এ প্রণালী দিয়ে নৌযাত্রা অত্যন্ত বিপজ্জনক ছিল।
-
শব্দগঠন (Arabic Breakdown):
• Bab (باب) = Gate (দ্বার/ফটক)
• Mandeb (مندب / منداب) = Lamentation বা Grief (শোক/দুঃখ) -
Britannica অনুসারে:
প্রণালীটির আরবি নামের অর্থ "the gate of tears", কারণ একসময় এখানে নৌযাত্রা ছিল বিপদসংকুল। -
National Geographic ও Collins Dictionary অনুসারে:
শব্দটির আক্ষরিক অর্থ — “Gate of Tears” বা “Gate of Grief”। -
ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব:
• বাব-এল-মান্দেব প্রণালী এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে।
• এটি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল।
• প্রণালীটি আরব উপদ্বীপের উত্তরপূর্বাংশ ও আফ্রিকার দক্ষিণ-পশ্চিমাংশের মধ্যে অবস্থিত।
• এর মাধ্যমে এডেন উপসাগর ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে।
0
Updated: 1 month ago
'ডিপো' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
পর্তুগিজ
B
ফরাসি
C
ইংরেজি
D
ওলন্দাজ
ডিপো (Depot)
-
উৎস: ফরাসি ভাষা থেকে আগত
-
পদ: বিশেষ্য
-
অর্থ:
-
পণ্যদ্রব্য রাখার স্থান
-
গুদাম
-
আড়ত
-
উদাহরণ:
-
পণ্যগুলো ডিপোতে রাখা হয়েছে।
-
কৃষকের ধান ডিপোতে পৌঁছে দেওয়া হলো।
0
Updated: 2 months ago