A
কার্ল মার্কস
B
জেন অস্টিন
C
মন্টেস্কু
D
লিও টলস্টয়
উত্তরের বিবরণ
‘War and Peace’ উপন্যাসটি রচনা করেছেন রুশ সাহিত্যিক লিও টলস্টয় (Leo Tolstoy)।
- ‘War and Peace’ প্রকাশিত হয় ১৮৬৯ সালে এবং এটি ১৯শ শতাব্দীর রাশিয়ার সমাজ, রাজনীতি ও ইতিহাসকে কেন্দ্র করে রচিত এক মহাকাব্যিক উপন্যাস।
- উপন্যাসটির মূল পটভূমি নেপোলিয়ন যুদ্ধকালীন সময় (Napoleonic Wars, 1805–1812)।
বিকল্পগুলোর বিশ্লেষণ:
- কার্ল মার্কস: ছিলেন সমাজতাত্ত্বিক ও অর্থনীতিবিদ; ‘দাস ক্যাপিটাল’ তাঁর রচিত।
- জেন অস্টিন: ইংরেজ ঔপন্যাসিক; ‘Pride and Prejudice’ তাঁর বিখ্যাত উপন্যাস।
- মন্টেস্কু: ফরাসি দার্শনিক; ‘The Spirit of the Laws’ নামক রাজনৈতিক গ্রন্থের লেখক।

0
Updated: 2 months ago