কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?
A
সঞ্চিতা
B
দোলনচাঁপা
C
বিষের বাশিঁ
D
সর্বহারা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ একটি কবিতা সংকলন, যা প্রকাশিত হয় ১৯২৮ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। সংকলনে মোট ৭৮টি কবিতা ও গান অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
‘সঞ্চয়িতা’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।
উৎস:

0
Updated: 1 day ago
হাসানের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩.৫। এটি দিয়ে সে ২৮ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?
Created: 2 days ago
A
৮৬ নিউটন
B
১০৬ নিউটন
C
১১৮ নিউটন
D
৯৮ নিউটন
প্রশ্ন: “হাসানের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩.৫। এটি দিয়ে সে ২৮ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?”
সমাধান:
আমরা জানি, লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage) নির্ধারণ হয়—
প্রদত্ত:
-
যান্ত্রিক সুবিধা = ৩.৫
-
প্রযুক্ত বল = ২৮ নিউটন
প্রশ্নমতে:
∴ ২৮ নিউটন বল প্রয়োগ করে লিভার যন্ত্র ৯৮ নিউটন ভার তুলতে পারবে।

0
Updated: 2 days ago
বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য হিসেবে কোনটি পরিচিত?
Created: 4 hours ago
A
গীতাঞ্জলি
B
বৈষ্ণব পদাবলি
C
মঙ্গলকাব্য
D
চর্যাপদ
মঙ্গলকাব্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা, যা দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক কাহিনীর মাধ্যমে গঠিত। এটি বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য হিসেবে পরিচিত। বিশ্বাস করা হতো যে, এই কাব্য পাঠ বা শ্রবণ করলে সকল প্রকার অকল্যাণ দূর হয় এবং সর্ববিধ মঙ্গল লাভ হয়। সেই ধারণা থেকেই এ কাব্যের নামকরণ হয়েছে মঙ্গলকাব্য।
মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হলেন—
-
মনসা
-
চণ্ডী
-
ধর্মঠাকুর
এদের মধ্যে বিশেষভাবে মনসা ও চণ্ডী দেবীর প্রাধান্য বেশি। এই দেবতাদের কেন্দ্র করে মঙ্গলকাব্যের তিনটি প্রধান ধারা গড়ে উঠেছে—
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
ধর্মমঙ্গল
উৎস:

0
Updated: 4 hours ago
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
Created: 1 month ago
A
দিলারা হাশেম
B
রাজিয়া খান
C
রিজিয়া রহমান
D
সেলিনা হোসেন
রাজিয়া খান
- রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপক ছিলেন।
- অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'বটতলার উপন্যাস' এবং বিবিসি নিউজ বাংলা।

0
Updated: 1 month ago