কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?
A
সঞ্চিতা
B
দোলনচাঁপা
C
বিষের বাশিঁ
D
সর্বহারা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ একটি কবিতা সংকলন, যা প্রকাশিত হয় ১৯২৮ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। সংকলনে মোট ৭৮টি কবিতা ও গান অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
‘সঞ্চয়িতা’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি কায়কোবাদ রচিত কাব্যগ্রন্থ নয়?
Created: 1 month ago
A
শ্মশান-ভস্ম
B
অশ্রুমালা
C
কুসুম-কোমল
D
অমিয়ধারা
কায়কোবাদ ছিলেন আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান অসামান্য। তিনি কবিতা রচনায় তরুণ বয়স থেকেই সৃজনশীলতা প্রদর্শন করেছিলেন।
-
জন্ম ও পরিচয়: ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ; পিতা শাহামতউল্লাহ আল কোরেশী, ঢাকার জেলা-জজ আদালতের উকিল। প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী; সাহিত্যিক ছদ্মনাম ‘কায়কোবাদ’।
-
প্রথম প্রকাশিত কাব্য: মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য 'বিরহবিলাপ' প্রকাশিত হয়।
-
সঠিক কাব্যগ্রন্থের নাম: কুসুম-কোমল নয়, সঠিক নাম 'কুসুম-কানন'।
রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
-
কুসুম-কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ ১৭৬১ অবলম্বনে রচিত)
-
শিব-মন্দির
-
অমিয়ধারা
-
শ্মশান-ভস্ম
-
মহরম শরীফ
মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ:
-
প্রেমের ফুল
-
প্রেমের বাণী
-
প্রেম-পারিজাত
-
মন্দাকিনী-ধারা
-
গওছ পাকের প্রেমের কুঞ্জ
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 3 months ago
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস
- ১৯৩০ সালে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের রাজনৈতিক উপন্যাস মৃত্যুক্ষুধা।
- কাজী নজরুল ইসলাম 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।
- ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন।
- এ কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।
----------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
• উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।
• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
- মধুমালা (গীতিনাট্য)
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
' চুনিয়া আমার আর্কেডিয়া' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
বিষ্ণু দে
C
অমিয় চক্রবর্তী
D
আবুল মনসুর আহমদ
• ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কাব্যগ্রন্থ:
- রফিক আজাদের তৃতীয় কাব্যগ্রন্থ ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কম্পমান অভিজ্ঞতাময় লোকপ্রিয় একটি গ্রন্থ।
- ১৯৭৭ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
- এ কাব্যে পরীলক্ষিত হয় রফিক আজাদের সমকালীন চিন্তা, স্বদেশ ও সমাজকে অতিক্রম করে বিশ্ব মানবসভ্যতার বৃহত্তর চেতায় বিস্তৃতি লাভ করেছে।
- কাব্যে বর্ণিত ‘চুনিয়া' মধুপুরগড়ের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামকেই কবি কল্পনা করেছেন তাঁর স্বপ্নময় অভিযাত্রার স্বর্গীয় স্থান 'আর্কেডিয়া' হিসাবে।
রফিক আজাদ:
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল- জীবন।
- কর্মজীবনে তিনি সাংবাদিকতা, শিক্ষকতা ও সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।
- তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
তাঁর বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- প্রিয় শাড়িগুলো,
- অপর অরণ্যে,
- হৃদয়ের কি বা দোষ,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।
0
Updated: 1 month ago