'মেঘনাদ বধ' কাব্য কোন ছন্দে রচিত?
A
অমিত্রাক্ষর ছন্দে
B
পয়ার ছন্দে
C
মাত্রাবৃত্ত ছন্দে
D
অক্ষরবৃত্ত ছন্দে
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য। এটি রচিত হয় ১৮৬১ সালের জুন মাসে এবং মূলত সংস্কৃত মহাকাব্য ‘রামায়ণ’ এর ক্ষুদ্র অংশের ওপর ভিত্তি করে।
কাব্যের প্রধান বৈশিষ্ট্য:
-
নয়টি সর্গে বিভক্ত এবং এতে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে।
-
প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।
-
সর্গসমূহ: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।
-
কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
উৎস:

0
Updated: 1 day ago
জ্ঞানদাস রচিত বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ -
Created: 4 hours ago
A
প্রেমসাগর ও গোপাললীলা
B
মাথুর ও মুরলীশিক্ষা
C
বৃন্দাবনলীলা ও রাধামাধব
D
পদাবলী ও গীতগোবিন্দ
জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বৈষ্ণব সাধকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
জ্ঞানদাসের সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ দিকগুলো—
-
প্রথম ব্যক্তি যিনি ‘ষোড়শ-গোপাল’ রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
-
বাংলা ও ব্রজভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেছেন।
-
তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ।
-
পদরচনায় তিনি বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো সরল সুরে পদ রচনা করেছেন, যা পাঠককে সহজে আকৃষ্ট করে।
-
প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা জ্ঞানদাসের রচনার মূল বিষয়। বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
উৎস:

0
Updated: 4 hours ago
বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটে কোন গ্রন্থে?
Created: 3 days ago
A
কৃষ্ণকুমারী নাটকে
B
তিলোত্তমাসম্ভব কাব্যে
C
পদ্মাবতী নাটকে
D
মেঘনাদবধ কাব্যে
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা, কপোতাক্ষ নদ তীর
-
পদবি: মহাকবি, নাট্যকার
-
উপাদান ও প্রবর্তনা:
-
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক; প্রথম প্রয়োগ ‘পদ্মাবতী’ নাটকে
-
-
প্রথম কাব্যগ্রন্থ:
-
ইংরেজিতে: The Captive Lady
-
অমিত্রাক্ষর ছন্দে: তিলোত্তমাসম্ভব কাব্য
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
-

0
Updated: 3 days ago
তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
অক্টোপাস
B
কালো বরফ
C
ক্রীতদাসের হাসি
D
নাঢ়াই
‘নাঢ়াই’ শওকত আলীর লেখা একটি উপন্যাস। এখানে তেভাগা আন্দোলনের পটভূমি তুলে ধরা হয়েছে।
-
‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের প্রসিদ্ধ উপন্যাস (প্রকাশকাল: ১৯৬২)। তাঁর আসল নাম ছিল শেখ আজিজুর রহমান। এই উপন্যাসে প্রতীকী ভঙ্গিতে তৎকালীন পাকিস্তানি শাসকদের অন্যায়-অবিচার ও শোষণের সমালোচনা করা হয়েছে। এটিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি হিসেবে স্বীকৃত।
-
‘কালো বরফ’ উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। এ গ্রন্থে দেশভাগের ঘটনাবলি গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
‘অক্টোপাস’ উপন্যাসটি লিখেছেন কবি শামসুর রহমান।
শওকত আলী
-
জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬, মৃত্যু: ২৫ জানুয়ারি। জন্মস্থান: দিনাজপুর জেলার রায়গঞ্জ।
-
তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হলো ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ’ (১৯৬৪)। পরে তিনি আরও বহু ছোটগল্প ও উপন্যাস লিখেছেন।
-
শিশু-কিশোরদের জন্যও তিনি লিখেছেন।
-
পুরস্কারসমূহ:
-
বাংলা ছোটগল্পে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮)
-
হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (বাংলাদেশ লেখক শিবির, ১৯৭৭)
-
শওকত আলীর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
পিঙ্গল আকাশ
-
প্রদোষে প্রাকৃতজন
-
দক্ষিণায়নের দিন
-
কুলায় কালস্রোত
-
পূর্বরাত্রি পূর্বদিন
-
যেতে চাই
-
ওয়ারিশ
-
বাসর মধুচন্দ্রিমা
-
উত্তরের খেপ
-
বসত
-
হিসাবনিকাশ
-
দলিল
-
উত্তরের ছাপ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago