'মেঘনাদ বধ' কাব্য কোন ছন্দে রচিত?
A
অমিত্রাক্ষর ছন্দে
B
পয়ার ছন্দে
C
মাত্রাবৃত্ত ছন্দে
D
অক্ষরবৃত্ত ছন্দে
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য। এটি রচিত হয় ১৮৬১ সালের জুন মাসে এবং মূলত সংস্কৃত মহাকাব্য ‘রামায়ণ’ এর ক্ষুদ্র অংশের ওপর ভিত্তি করে।
কাব্যের প্রধান বৈশিষ্ট্য:
-
নয়টি সর্গে বিভক্ত এবং এতে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে।
-
প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।
-
সর্গসমূহ: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।
-
কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।
উৎস:
0
Updated: 1 month ago
'ধূমকেতু' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিষের বাঁশি
B
অগ্নিবীণা
C
সাম্যবাদী
D
জিঞ্জির
‘ধূমকেতু’ কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-এর অন্তর্গত।
-
অগ্নিবীণা হলো নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
তিনি এটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করেন।
-
কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’।
-
সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’, যার জন্য নজরুলকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি লাভ করে।
-
অগ্নিবীণা কাব্যের মোট ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
-
উৎস:
0
Updated: 1 month ago
'মহাশ্মশান' কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত?
Created: 1 month ago
A
পলাশীর যুদ্ধ
B
পানিপথের তৃতীয় যুদ্ধ
C
বক্সারের যুদ্ধ
D
রাজমহলের যুদ্ধ
'মহাশ্মশান' কায়কোবাদ রচিত একটি শ্রেষ্ঠ মহাকাব্য, যা ১৯০৪ সালে প্রকাশিত হয়। এই কাব্যটি পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) কে কেন্দ্র করে রচিত এবং এতে ঐতিহাসিক ঘটনার সঙ্গে কাব্যিক চিত্রায়ন সমন্বিতভাবে ফুটে উঠেছে।
-
প্রকাশ ও প্রকাশনা মাধ্যম: কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
-
গঠন: কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে ২৯টি সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ, এবং তৃতীয় খণ্ডে ৭টি সর্গ রয়েছে।
মহাকাব্যের প্রধান চরিত্র:
-
এব্রাহিম কার্দি
-
জোহরা বেগম
-
হিরণ বালা
-
আতা খাঁ
-
লঙ্গ
-
রত্নজি
-
সুজাউদ্দৌলা
-
সেলিনা
-
আহমদ শাহ্ আব্দালী
0
Updated: 1 month ago
কোনটি 'মহুয়া' পালা'র চরিত্র?
Created: 1 month ago
A
হুমরা বেদে
B
নদের চাঁদ
C
সাধু
D
সবগুলোই
'মহুয়া' পালা হলো ময়মনসিংহ গীতিকার অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য, যা নমশূদ্রের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই প্রায় ১৬৫০ খৃষ্টাব্দে রচনা করেছিলেন বলে অধ্যাপক দীনেশচন্দ্র ধারণা করেন। পালার রচনায় কবির উদার নৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে, যা তার ব্যক্তিজীবনের সংস্কারমুক্ত মানবিক বোধের প্রতিফলন। মৈমনসিংহ গীতিকায় মোট ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে, যার মধ্যে 'মহুয়া' পালা বিশেষভাবে ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। পালার কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্যও লক্ষ্য করা যায়।
মহুয়ার পালার প্রধান চরিত্র:
-
মহুয়া
-
নদের চাঁদ
-
হুমরা বেদে
-
সাধু
0
Updated: 1 month ago