কাজী নজরুল ইসলাম নিচের কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
A
কল্লোল
B
বিজলী
C
দৈনিক নবযুগ
D
মোসলেম ভারত
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম সাংবাদিকতাতেও সক্রিয় ছিলেন এবং কিছু পত্রিকার সম্পাদক ও পরিচালকের ভূমিকায় ছিলেন। তিনি কমরেড মুজাফ্ফর আহমদ এর সঙ্গে যৌথভাবে ‘দৈনিক নবযুগ’ পত্রিকা সম্পাদনা করেছেন।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা:
-
ধূমকেতু – ১৯২২ সালে প্রকাশিত।
-
লাঙ্গল – ১৯২৫ সালে প্রকাশিত; পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।
অন্য পত্রিকাগুলো ও তাদের সম্পাদক:
-
বিজলী – সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ।
-
মোসলেম – ১৯২৮ সালে প্রকাশিত; সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
-
কল্লোল – সম্পাদনা করেছেন দীনেশ রঞ্জন দাশ।
উৎস:

0
Updated: 1 day ago
বাংলা ভাষায় শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ কোনটি
Created: 6 hours ago
A
শ্রীচৈতন্য-লীলা
B
চৈতন্য-চরিত্রামৃত
C
চৈতন্য-ভাগবত
D
চৈতন্য-মঙ্গল
শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন ১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি শনিবার, নবদ্বীপে। তাঁর প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র, তবে তিনি কৃষ্ণ চৈতন্য নামেও পরিচিত এবং ডাক নাম রাখা হয় নিমাই।
শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মাধ্যমে বাংলায় জীবনীসাহিত্য শুরু হয়। গুরুত্বপূর্ণ জীবনীগ্রন্থসমূহ—
-
‘চৈতন্য-ভাগবত’: রচয়িতা বৃদ্ধাবন দাস, বাংলা ভাষায় প্রথম শ্রীচৈতন্যদেবের জীবনী।
-
‘চৈতন্য-মঙ্গল’: রচয়িতা লোচন দাস, দ্বিতীয় জীবনীগ্রন্থ।
-
‘চৈতন্য-চরিত্রামৃত’: রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্যজীবনী।
উৎস:

0
Updated: 6 hours ago
'চণ্ডীমঙ্গল' কাব্যের কোন কবিকে 'স্বভাব কবি' বলা হয়?
Created: 6 hours ago
A
দ্বিজমাধব
B
ভবানীশঙ্কর দাস
C
হরিরাম
D
মুকুন্দরাম
‘চণ্ডীমঙ্গল’ কাব্য চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত। এর আদি কবি মানিক দত্ত, তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া এই কাব্যের কবি দ্বিজমাধবকে ‘স্বভাব কবি’ বলা হয়।
চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ—
-
কালকেতু
-
ফুল্লরা
-
ধনপতি
-
ভাঁড়ুদত্ত
-
মুরারি শীল প্রমুখ
চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ—
-
ষোল শতক: মানিক দত্ত, বলরাম, দ্বিজমাধব, মুকুন্দরাম
-
সতের শতক: হরিরাম, দ্বিজরাম দেব
-
আঠার শতক: মুক্তারাম সেন, ভারতচন্দ্র রায়, অকিঞ্চন চক্রবর্তী, জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস
উৎস:

0
Updated: 6 hours ago
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 day ago
A
সাম্যবাদী
B
বিষের বাঁশী
C
সিন্দু হিন্দোল
D
অগ্নিবীণা
কাজী নজরুল ইসলামের ‘দারিদ্র্য’ কবিতা তাঁর কাব্যগ্রন্থ ‘সিন্ধু হিন্দোল’-এর অন্তর্গত। উক্ত কবিতার দুটি লাইন হলো—
“হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান।”
সিন্ধু হিন্দোল হলো নজরুলের প্রেমমুখী কাব্যগ্রন্থ। এতে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য কিছু কবিতা হলো:
-
গোপন প্রিয়া
-
অনামিকা
-
বিদায়-স্মরণে
-
পথের স্মৃতি
-
উন্মনা
-
দারিদ্র্য
-
বাসন্তী
-
ফাল্গুনী
-
বধূ-বরণ
-
রাখী-বন্ধন
-
চাঁদনী রাতে
-
মাধবী-প্রলাপ
উৎস:

0
Updated: 1 day ago