'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
সাম্যবাদী
B
বিষের বাঁশী
C
সিন্দু হিন্দোল
D
অগ্নিবীণা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের ‘দারিদ্র্য’ কবিতা তাঁর কাব্যগ্রন্থ ‘সিন্ধু হিন্দোল’-এর অন্তর্গত। উক্ত কবিতার দুটি লাইন হলো—
“হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান।”
সিন্ধু হিন্দোল হলো নজরুলের প্রেমমুখী কাব্যগ্রন্থ। এতে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য কিছু কবিতা হলো:
-
গোপন প্রিয়া
-
অনামিকা
-
বিদায়-স্মরণে
-
পথের স্মৃতি
-
উন্মনা
-
দারিদ্র্য
-
বাসন্তী
-
ফাল্গুনী
-
বধূ-বরণ
-
রাখী-বন্ধন
-
চাঁদনী রাতে
-
মাধবী-প্রলাপ
উৎস:

0
Updated: 1 day ago
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতির কয়টি স্তর নির্দেশ করেছেন?
Created: 1 month ago
A
দুটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
ড. সুকুমার সেনের বাংলা গদ্যরীতির চারটি স্তর
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতিকে চারটি স্তরে ভাগ করেছেন:
-
প্রথম স্তর: সূচনা
-
সময়কাল: ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত
-
-
দ্বিতীয় স্তর: উন্মেষ
-
সময়কাল: ১৮০০ (শ্রীরামপুর মিশন) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) পূর্ব পর্যন্ত
-
-
তৃতীয় স্তর: অভ্যুদয়
-
সময়কাল: ১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) পূর্ব পর্যন্ত
-
-
চতুর্থ স্তর: পরিণতি
-
সময়কাল: ১৮৬৫ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) থেকে বর্তমান কাল পর্যন্ত
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'সাবিত্রী ও কিরণময়ী' - চরিত্র দুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের?
Created: 1 month ago
A
বড়দিদি
B
শেষের পরিচয়
C
চরিত্রহীন
D
শ্রীকান্ত
‘চরিত্রহীন’ উপন্যাস
-
‘চরিত্রহীন’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
-
এটি রচিত হয়েছে প্রথা বহির্ভূত প্রেম ও নারী-পুরুষ সম্পর্ক নিয়ে, তাই উপন্যাসের নামকরণ করা হয়েছে ‘চরিত্রহীন’।
-
গল্পে মোট চারটি নারী চরিত্র রয়েছে, যার মধ্যে প্রধান দুটি চরিত্র: সাবিত্রী ও কিরণময়ী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসসমূহ
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) শরৎ রচনাবলী

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
Created: 1 month ago
A
পদ্মরাগ
B
পদ্মগোখরা
C
পদ্মাপুরাণ
D
পদ্মাবতী
পদ্মগোখরা:
-
এটি কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্প।
-
‘পদ্মগোখরা’ গল্পটি তাঁর গল্পগ্রন্থ ‘শিউলিমালা’-এর অন্তর্ভুক্ত।
গল্পগ্রন্থ ‘শিউলিমালা’:
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রথম প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিক (১৯৩১ খ্রি.)
-
এতে অন্তর্ভুক্ত গল্পসমূহ:
-
পদ্মগোখরা
-
জিনের বাদশা
-
অগ্নিগিরি
-
শিউলিমালা
-
কাজী নজরুল ইসলাম:
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
ডাকনাম: দুখু মিয়া
-
বাংলাদেশের জাতীয় কবি ও অবিভক্ত বাংলার সাহিত্য ও সংস্কৃতির একজন বিশিষ্ট ব্যক্তি
-
বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’ নামে
তিনি রচিত অন্যান্য গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
শিউলিমালা
-
রিক্তের বেদন
অন্যান্য পদ্ম-শিরোনামের সাহিত্যকর্ম:
-
পদ্মাবতী: মহাকবি সৈয়দ আলাওলের কাব্যগ্রন্থ
-
পদ্মাবতী নাটক: মাইকেল মধুসূদন দত্তের রচনা
-
পদ্মরাগ: বেগম রোকেয়া রচিত উপন্যাস
-
পদ্মাপুরাণ: মনসামঙ্গল কাব্যের অপর নাম
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago