সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
মোহাম্মদ নাসিরউদ্দীন
B
আবুল কালাম শামসুদ্দীন
C
কাজী আব্দুল ওদুদ
D
সিকান্দার আবু জাফর
উত্তরের বিবরণ
'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।
‘সওগাত’ পত্রিকাটি ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সাল) কলকাতা থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় প্রকাশিত হয়।
এর প্রধান লেখকদের মধ্যে অন্যতম ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় তিনি ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামক একটি ছোট গল্প পাঠিয়েছিলেন, যা তার সওগাতে প্রকাশিত প্রথম রচনা ছিল।
সওগাত পত্রিকার অন্যান্য প্রখ্যাত লেখকদের মধ্যে ছিলেন বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ এবং আবুল ফজল।
এছাড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখা প্রকাশ করেছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
Related MCQ
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
দীনেশরঞ্জন দাস
C
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
D
প্রেমেন্দ্র মিত্র
'কল্লোল' পত্রিকা:
-
প্রকাশকাল: ১৯২৩ খ্রিষ্টাব্দে কলকাতা থেকে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত।
-
প্রথম সম্পাদক: দীনেশরঞ্জন দাস
-
সাহিত্যিক গুরুত্ব: রবীন্দ্র-রোমান্টিক ধারার বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনার ক্ষেত্রে পত্রিকার ভূমিকা অনস্বীকার্য।
-
প্রকাশকাল: সাত বছর ধরে প্রকাশিত হয়।
-
অন্যান্য সম্পাদক: অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
Created: 2 months ago
A
বুদ্ধদেব বসু
B
দীনেশরঞ্জন দাশ
C
সজনীকান্ত দাস
D
প্রেমেন্দ্র মিত্র
কল্লোল পত্রিকা ও সম্পাদকবৃন্দ
বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ হিসেবে ‘কল্লোল’ পত্রিকার গুরুত্ব অপরিসীম।
-
১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক ‘কল্লোল’ পত্রিকার সূচনা হয়।
-
এর প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
-
এই পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়সহ অনেক সাহিত্যিক।
একই সময়ে অন্য কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকার সাথেও খ্যাতনামা সাহিত্যিকেরা যুক্ত ছিলেন—
-
বুদ্ধদেব বসু সম্পাদনা করতেন ‘কবিতা’ ও ‘প্রগতি’।
-
সজনীকান্ত দাস সম্পাদনা করতেন ‘বঙ্গশ্রী’।
-
প্রেমেন্দ্র মিত্র সম্পাদনা করতেন ‘কালিকলম’।
এভাবে দেখা যায়, একাধিক সাহিত্যপত্রিকাকে ঘিরে তৎকালীন বাংলা সাহিত্য নতুন দিকনির্দেশনা পেয়েছিল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
Created: 3 months ago
A
তত্ত্ববোধিনী
B
সবুজপত্র
C
কল্লোল
D
ধূমকেতু
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। ১৯১৪ সালে (বাংলা ১৩২১ সালের ২৫ বৈশাখ) এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 3 months ago