মুক্তিযুদ্ধকালীন 'জেড' ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
A
মেজর কে. এম সফিউল্লাহ
B
মেজর আবু ওসমান চৌধুরী
C
মেজর খালেদ মোশাররফ
D
মেজর জিয়াউর রহমান
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স এবং মুক্তিবাহিনী
-
মুক্তিযুদ্ধকালীন ‘জেড’ ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান।
ব্রিগেড ফোর্স:
-
১১টি সেক্টর ও তার অধীন অনেক সাব-সেক্টর ছাড়াও রণাঙ্গনকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়।
-
মে ও জুন ১৯৭১ মাসে মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়।
-
ফোর্সের নামকরণ করা হয় অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে।
-
ব্রিগেড ফোর্সের নাম ও অধিনায়করা:
-
‘কে’ ফোর্স: মেজর খালেদ মোশাররফ
-
‘এস’ ফোর্স: মেজর কে. এম সফিউল্লাহ
-
‘জেড’ ফোর্স: মেজর জিয়াউর রহমান
-
মুক্তিবাহিনী:
-
গঠন: ১৯৭১ সালের ১১ জুলাই, সামরিক ও বেসামরিক জনগণকে একত্রিত করে।
-
বিভাগ: নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী; অনিয়মিত বাহিনীকে গণবাহিনী বলা হতো।
-
গণবাহিনী: ছাত্র, কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দিয়ে সেক্টরে নিয়োগ করা হতো। বাংলাদেশ অভ্যন্তরে গেরিলা যুদ্ধ পরিচালনা করত।
-
নিয়মিত বাহিনী: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পূর্ব পাকিস্তান রাইফেলসের সৈন্যরা, যারা প্রথাগত যুদ্ধে অংশগ্রহণ করত।
-
প্রধান সেনাপতি: ১৪ এপ্রিল, কর্নেল এম. এ. জি. ওসমানী নিযুক্ত হন।
-
হেড কোয়ার্টার: কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে স্থাপিত হয়।
0
Updated: 1 month ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে 'অপারেশন কিলো ফ্লাইট' পরিচালনা করে কোন বাহিনী?
Created: 2 months ago
A
নৌবাহিনী
B
সেনাবাহিনী
C
বিমান বাহিনী
D
কিলো কমান্ডো
-
অপারেশন কিলো ফ্লাইট:
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম সামরিক আকাশ অভিযান।
-
ভারত সরকারের দেওয়া তিনটি সিভিলিয়ান বিমানকে যুদ্ধবিমানে রূপান্তর করে এই অভিযান পরিচালনা করা হয়।
-
স্কোয়াড্রন লিডার বদরুল আলমসহ মুক্তিযোদ্ধা পাইলটরা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাকিস্তানি তেলের ডিপোতে সফল হামলা চালান।
-
এই আক্রমণ পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ও রসদ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে।
-
স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান হামলা হিসেবে এটি এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মাইলফলক।
-
সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিবিসি নিউজ
0
Updated: 2 months ago
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রথম বিদেশি মিশন কোথায় স্থাপন করা হয়?
Created: 1 month ago
A
কলকাতা
B
ওয়াশিংটন
C
লন্ডন
D
নিউইয়র্ক
মুজিবনগর সরকার বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিযুক্ত করে।
-
বিচারপতি আবু সাঈদ চৌধুরীর প্রচেষ্টায় জাতিসংঘে ৪৭টি দেশের প্রতিনিধি বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনা করে।
-
এর ফলে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বাধ্য হয়।
মুক্তিযুদ্ধের প্রথম দিকেই মুজিবনগর সরকার দিল্লি ও কলকাতায় দুটি মিশন স্থাপন করে।
-
কলকাতায় স্থাপিত হয় প্রথম বাংলাদেশ মিশন।
-
এছাড়া সরকার ওয়াশিংটন, নিউইয়র্ক ও লন্ডনেও মিশন স্থাপন করে।
-
এই মিশনগুলো মিছিল, সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, পার্লামেন্ট সদস্যদের সমর্থন আদায় এবং বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে জনমত গড়ে তোলা-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago
মুজিবনগর সরকার গঠিত হয় -
Created: 2 months ago
A
১০ এপ্রিল ১৯৭১
B
২৬ মার্চ ১৯৭১
C
১৭ এপ্রিল ১৯৭১
D
২১ এপ্রিল ১৯৭১
-
মুজিবনগর সরকার
-
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
-
গঠন: ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল।
-
শপথ গ্রহণ: ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে অনুষ্ঠিত।
-
কার্যক্রম: বাংলাদেশের ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত হওয়ায় এটিকে প্রবাসী মুজিবনগর সরকারও বলা হয়।
-
শপথ গ্রহণ অনুষ্ঠানের বিস্তারিত:
-
পরিচালনা: আবদুল মান্নান এম.এন.এ
-
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ: অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ
-
-
অন্য তথ্য:
-
নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়।
-
মন্ত্রীদের দপ্তর বণ্টন ১৮ এপ্রিল করা হয়, যদিও সরকার গঠন ও শপথ গ্রহণ ১০ ও ১৭ এপ্রিল সম্পন্ন হয়।
-
-
সূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago