মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী ও বরিশাল কোন সেক্টরে ছিল?
A
৮ নং সেক্টর
B
৯ নং সেক্টর
C
২ নং সেক্টর
D
১ নং সেক্টর
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ১১টি সেক্টর:
-
১ নং সেক্টর: ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও ফেনী
-
২ নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, আখাউড়া–ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের অংশ
-
৩ নং সেক্টর: হবিগঞ্জ, আখাউড়া–ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকের কুমিল্লা ও ঢাকার অংশ
-
৪ নং সেক্টর: সিলেট জেলার অংশবিশেষ
-
৫ নং সেক্টর: বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা এবং সিলেটের অংশ
-
৬ নং সেক্টর: দিনাজপুরের ঠাকুরগাঁও এবং রংপুর (ব্রহ্মপুত্র নদ ছাড়া)
-
৭ নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুরের দক্ষিণ অঞ্চল
-
৮ নং সেক্টর: কুষ্টিয়া, যশোর এবং খুলনার কিছু অংশ
-
৯ নং সেক্টর: পটুয়াখালী, বরিশাল ও খুলনার অংশ
-
১০ নং সেক্টর: সমুদ্র উপকূল, নৌ কমান্ডো ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন
-
১১ নং সেক্টর: ময়মনসিংহ ও টাঙ্গাইল
0
Updated: 1 month ago
ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
Created: 1 month ago
A
৬ নম্বর
B
৭ নম্বর
C
৮ নম্বর
D
৯ নম্বর
বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মাননা প্রাপ্ত বীরযোদ্ধা। তাঁরা তাঁদের দায়িত্বপ্রাপ্ত সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হন। নিচে তাঁদের নাম ও দায়িত্বরত সেক্টর উল্লেখ করা হলো।
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ১নং সেক্টর
-
সিপাহী মোস্তফা কামাল : ২নং সেক্টর
-
সিপাহী হামিদুর রহমান : ৪নং সেক্টর
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ৭নং সেক্টর
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৮নং সেক্টর
-
ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন : ১০নং সেক্টর
-
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : পশ্চিম পাকিস্তান
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?
Created: 1 week ago
A
১নং সেক্টর
B
৬নং সেক্টর
C
৮নং সেক্টর
D
৯নং সেক্টর
উত্তর: ঘ) ৯নং সেক্টর
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দেশটি ১১টি সেক্টরে বিভক্ত ছিল, যার প্রতিটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল এবং দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের অধীনে পরিচালিত হয়। বরিশাল অঞ্চলটি মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরের অধীনে ছিল।
এই সেক্টরটি ছিল দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যা বর্তমান বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ উপকূলীয় এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করেছিল। এর মূল দায়িত্ব ছিল শত্রু বাহিনীর নৌ-যোগাযোগ ব্যাহত করা এবং দক্ষিণাঞ্চলকে মুক্তাঞ্চলে পরিণত করা।
৯নং সেক্টরের মূল তথ্যসমূহ:
-
সেক্টর সদর দপ্তর: কালাইয়া (পরে পটুয়াখালী অঞ্চলে স্থানান্তরিত হয়)
-
সেক্টর কমান্ডার: মেজর জিয়াউদ্দিন (Major Ziauddin)
-
অঞ্চল: বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ইত্যাদি এলাকা এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
-
যুদ্ধ কৌশল: এই অঞ্চলে মুক্তিবাহিনী নৌপথের মাধ্যমে গেরিলা আক্রমণ ও নদীপথের কৌশল ব্যবহার করেছিল। কারণ দক্ষিণাঞ্চল নদীবেষ্টিত হওয়ায় নৌ-যুদ্ধ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
-
গুরুত্ব: বরিশাল ও তার আশেপাশের অঞ্চল ছিল শত্রু বাহিনীর জন্য অত্যন্ত কৌশলগত স্থান। মুক্তিযোদ্ধারা এই এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করে শত্রুদের ক্ষতিগ্রস্ত করেছিল।
অন্যদিকে—
-
১নং সেক্টর ছিল চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম এলাকা।
-
৬নং সেক্টর অন্তর্ভুক্ত করেছিল রংপুর ও দিনাজপুর অঞ্চল।
-
৮নং সেক্টর ছিল খুলনা ও যশোর অঞ্চলের জন্য নির্ধারিত।
অতএব, বরিশাল অঞ্চল মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরের অধীনে ছিল এবং সেখানে বীর মুক্তিযোদ্ধারা দেশের দক্ষিণাঞ্চলকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
0
Updated: 1 week ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Created: 1 month ago
A
৭ নং
B
১০ নং
C
৬ নং
D
৪ নং
বীরশ্রেষ্ঠ হলো বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক, যা যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস, ত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদকে ভূষিত করা হয়েছে।
-
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
সেক্টর: ৭ নং
-
মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে শেষ শহীদ)
-
সমাধিস্থল: চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ
-
-
সিপাহী হামিদুর রহমান
-
সেক্টর: ৪ নং
-
মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১
-
সমাধিস্থল: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
-
-
মোহাম্মদ রুহুল আমিন
-
সেক্টর: ১০ নং
-
মৃত্যু: ১০ ডিসেম্বর, ১৯৭১
-
সমাধিস্থল: রূপসা ফেরিঘাটের লুকপুর
-
-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
-
সেক্টর: ১ নং
-
মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ)
-
সমাধিস্থল: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে, কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে
-
0
Updated: 1 month ago