'সোহরাই' বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব?
A
মারমা
B
খাসিয়া
C
সাঁওতাল
D
গারো
উত্তরের বিবরণ
সোহরাই উৎসব হলো বাংলাদেশের সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব।
-
সাঁওতালরা বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায় বসবাস করে।
-
তাদের সবচেয়ে বড় উৎসবের নাম ‘সোহরাই’ বা ‘সহরায়’।
-
শব্দের উৎপত্তি: শাহার থেকে এসেছে, যার অর্থ বৃদ্ধি হওয়া।
-
উৎসবে মূলত ধনসম্পত্তি ও গরু-বাছুরের বৃদ্ধি কামনায় বিশেষ আচারের মাধ্যমে বোঙ্গা (দেবতা) নিকট প্রার্থনা করা হয়।
-
প্রতি পৌষ মাসে সাঁওতাল গ্রামগুলোতে উৎসবটি ধুমধামের সঙ্গে পালিত হয়।

0
Updated: 1 day ago
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে?
Created: 1 month ago
A
১০টি
B
১১টি
C
১৬টি
D
১৩টি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী:
-
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে।
-
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক; এখানে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে।
-
এই অঞ্চলের উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী: চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া।
-
-
আবস্থান ও সংখ্যা:
-
সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাস করে রাঙামাটিতে।
-
জেলার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে খাগড়াছড়ি।
-
সংখ্যার দিক থেকে:
-
সর্ববৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা
-
দ্বিতীয় মারমা
-
তৃতীয় ত্রিপুরা
-
-
-
বিভাগ অনুযায়ী বণ্টন:
-
রাজশাহী: ১৪.৮২%
-
সিলেট: ৮.২৮%
-
রংপুর: ৫.৫২%
-
ঢাকা: ৪.৯৯%
-
সূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ।

0
Updated: 1 month ago
বাংলাদেশের ক্ষুদ্র নৃগােষ্ঠীর সংখ্যা-
Created: 3 days ago
A
২০
B
৪৮
C
২৫
D
৩২
বাংলাদেশে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে বিশ্লেষণ করা যায়। সরকার, আদিবাসী ফোরাম এবং আদমশুমারি অনুযায়ী সংখ্যা ভিন্ন হতে পারে।
-
বাংলাদেশে উপজাতির সংখ্যা ৫০ টি।
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা ১৯ এর অধীনে সরকার ১৯ মার্চ ২০১৯ সালে গেজেট আকারে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে তালিকাভুক্ত করেছে, যা পূর্বে ২৭টি ছিল।
-
আদিবাসী ফোরামের মতে এই সংখ্যা ৪৫টি।
-
আদমশুমারি-২০১১ অনুসারে সংখ্যা ২৭টি।
-
বিভিন্ন তথ্য ও প্রশ্নের অপশন বিশ্লেষণ করলে বাংলাদেশে উপজাতির সংখ্যা ৪৮টি হিসেবে ধরা যেতে পারে।

0
Updated: 3 days ago
‘সাংলান’ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব?
Created: 2 weeks ago
A
খিয়াং
B
মুরং
C
লুসাই
D
ত্রিপুরা
খিয়াং জনগোষ্ঠী
-
অবস্থান: খিয়াং পার্বত্য চট্টগ্রামের একটি নৃগোষ্ঠী। এরা মূলত আরাকান-ইয়োমা উপত্যকার অববাহিকা অঞ্চল থেকে আগত। বর্তমানে এদের বসবাস রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় বিস্তৃত।
-
ভাষা: খিয়াংরা চীনা-তিববতীয় ভাষাগোষ্ঠীর তিব্বতি-ব্রহ্ম শাখার কুকি-চীন দলের অন্তর্ভুক্ত ভাষায় কথা বলে।
-
ধর্ম:
-
প্রধানত বৌদ্ধধর্মে দীক্ষিত।
-
আদি দেব-দেবীদের পূজার প্রচলনও আছে।
-
বর্তমানে অনেকেই খ্রিস্টধর্মে দীক্ষিত।
-
-
সংস্কৃতি ও উৎসব:
-
খিয়াংদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ‘সাংলান’।
-
-
আবাস ও বসতি:
-
পাহাড়ের ওপর খোলা জায়গা এবং ছোট খাল বা ঝর্ণাধারার পাশে গ্রাম স্থাপন করে।
-
ঘরকে বলা হয় ‘ইম’ এবং গ্রামকে বলা হয় ‘নাম’।
-
-
সমাজব্যবস্থা:
-
খিয়াংদের সমাজ পিতৃতান্ত্রিক।
-
সমাজে একজন নেতা থাকেন, যাকে বলা হয় কার্বারী।
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago