কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
A
বাউণ্ডেলের আত্মকাহিনী
B
মুক্তি
C
হেবা
D
বিদ্রোহী
উত্তরের বিবরণ
নজরুলের সাহিত্য জীবন শুরু হয় করাচি সেনানিবাস থেকে, যেখানে তিনি রচনা করেছিলেন ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ নামে একটি গদ্য, যা প্রথমবার ১৯১৯ সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশ পায়।
কাজী নজরুল ইসলামের সাহিত্যিক পথচলার প্রথম ধাপগুলো হলো:
-
তাঁর প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’, যা ১৯১৯ সালের জুলাই মাসে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় ছাপা হয়।
-
প্রথম গ্রন্থ ‘অগ্নি-বীণা’ (১৯২২) প্রকাশিত হয়, যা তার প্রথম কাব্যসংগ্রহ।
-
নজরুলের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’ ১৯২৭ সালে প্রকাশিত হয়।
-
তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধের শিরোনাম ‘তুর্কিমহিলার ঘোমটা খোলা’।
-
১৯৩০ সালে তিনি প্রথম নাটক ‘ঝিলিমিলি’ রচনা ও প্রকাশ করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
জসীমউদ্দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Created: 3 months ago
A
তত্ত্ববোধিনী পত্রিকা
B
ধুমকেতু
C
কল্লোল
D
কালি ও কলম
● ‘কবর’ কবিতা
প্রখ্যাত পল্লিকবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কবিতাটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (প্রকাশকাল: ১৯২৭) -তে সংকলিত একটি অনন্য সৃষ্টি। তবে এই কবিতাটি সর্বপ্রথম ‘কল্লোল’ সাহিত্যপত্রিকায় প্রকাশিত হয়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি আবেগঘন কবিতা, যার পঙক্তি সংখ্যা ১১৮টি।
কবিতার সূচনায় কবি বলেন:
“এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।”
এই পঙক্তিগুলোর মাধ্যমে কবি এক চিরন্তন বেদনাবিধুর পারিবারিক সম্পর্ক ও শোকের চিত্র তুলে ধরেছেন, যা বাংলা সাহিত্যে এক অপূর্ব সংযোজন।
● কবি জসীমউদ্দীন সম্পর্কে
জসীমউদ্দীন বাংলা সাহিত্যের এক অমর নাম। তিনি কেবল একজন কবিই নন, ছিলেন একজন শিক্ষাবিদ ও পল্লিসাহিত্যের সংগ্রাহক। তাঁর জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর মাতুলালয়ে।
গ্রামীণ জীবনের হৃদয়ছোঁয়া চিত্র তুলে ধরার জন্য তিনি পরিচিত ‘পল্লিকবি’ নামে। তাঁর লেখায় বাংলার মাঠ-ঘাট, নদী, গাছপালা, সম্পর্ক, প্রেম ও বিচ্ছেদের সৌন্দর্য সহজ ভাষায় অনুরণিত হয়েছে।
● অন্যান্য সাহিত্যকর্ম
জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা ‘নিমন্ত্রণ’, তাঁর ‘ধানখেত’ নামক কাব্যগ্রন্থে স্থান পেয়েছে, যা ১৯২৭ সালে প্রকাশিত হয়।
তাঁর নির্বাচিত কবিতার একটি উল্লেখযোগ্য সংকলনগ্রন্থ হলো ‘সুচয়নী’।
তিনি সংগীতচর্চাতেও পিছিয়ে ছিলেন না। তাঁর রচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
রঙ্গিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
● উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
জসীমউদ্দীন বাংলা সাহিত্যে অসংখ্য কাব্যগ্রন্থ উপহার দিয়েছেন, যেগুলোর প্রতিটিতেই গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
রাখালী
-
ধানখেত
-
বালুচর
-
রূপবতী
-
নক্সী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
কল্লোল
B
মোহাম্মদী
C
ভারতী
D
বেগম
• ‘তাহারেই পড়ে মনে’ কবিতা
-
প্রথম প্রকাশিত: মাসিক মোহাম্মদী পত্রিকায়, ১৯৩৫ সালে
-
বিষয়বস্তু: কবিজীবনের খ্যাতির অন্তরালে বেদনাকে স্মরণ
-
কাঠামো: ৫টি স্তবক, ৩০টি পঙ্তি
-
উল্লেখিত বাংলা মাস: মাঘ ও ফাল্গুন
• সুফিয়া কামাল
-
জন্ম: ১৯১১ সালের ২০ জুন, বরিশাল জেলার শায়েস্তাবাদ
-
পৈতৃক নিবাস: কুমিল্লা
-
১৯১৮ সালে কলকাতায় বেগম রোকেয়ার সঙ্গে সাক্ষাৎ
-
খ্যাতি: ‘জননী সাহসিকা’, প্রধানত কবি
-
সম্পাদকীয় কার্যক্রম: বেগম পত্রিকার প্রথম সম্পাদক
-
পুরস্কার: ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার
-
মৃত্যু: ১৯৯৯ সালের ২০ নভেম্বর, ঢাকায়
• সৃজনকর্ম:
-
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মোর যাদুদের সমাধি পরে, মায়া কাজল ইত্যাদি
-
গল্পগ্রন্থ: কেয়ার কাঁটা
-
শিশুতোষগ্রন্থ: ইতল বিতল, নওল কিশোরের দরবারে
-
আত্মজীবনী: একালে আমাদের কাল
-
ডায়েরি: একাত্তরের ডায়রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
১৮৬০
B
১৮৬৫
C
১৮৫৯
D
১৮৬১
মেঘনাদবধ কাব্য
-
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশ: ১৮৬১ সালে
-
উৎস: সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে কাহিনি নেওয়া হয়েছে।
-
গঠন: কাব্যটি নয়টি সর্গে বিভক্ত।
-
ঘটনাবলি: কাব্যে তিনদিন ও দুই রাতের ঘটনা বর্ণিত।
-
মূল বিষয়বস্তু: বীরত্ব, অভিমান, আক্ষেপ, ট্রাজেডি ইত্যাদি।
-
নায়ক ও চরিত্র: রাবণকে কেন্দ্র করে ট্রাজেডি সৃষ্টি হয়েছে। কাব্যের প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago