কোন আদিবাসী জনগোষ্ঠী 'বৈসাবি' উৎসব পালন করে?
A
চাকমা
B
মারমা
C
ত্রিপুরা
D
উপরোক্ত সবাই
উত্তরের বিবরণ
বৈসাবি হলো বাংলাদেশের তিন আদিবাসী জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব, যা পাহাড়ি অঞ্চলের প্রধান সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান।
-
এটি পাহাড়ে বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধানতম উৎসব।
-
ত্রিপুরা, মারমা ও চাকমা সম্প্রদায় এই উৎসব পালন করে।
-
নামের উৎপত্তি:
-
‘বৈ’ – ত্রিপুরাদের বৈসু
-
‘সা’ – মারমাদের সাংগ্রাই
-
‘বি’ – চাকমাদের বিজু
-
-
চৈত্র মাসের শেষ দুটি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিন দিন উৎসব পালিত হয়।
-
প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব বিশ্বাস ও সংস্কার অনুযায়ী প্রার্থনা করে যাতে নতুন বছর সুখ-শান্তিতে কেটে যায়।

0
Updated: 1 day ago
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী কোনটি? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 week ago
A
চাকমা
B
মারমা
C
গারো
D
সাঁওতাল
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা প্রধানত পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি-তে বসবাস করে। তাদের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ:
-
মারমা জনগোষ্ঠীকে প্রায়শই আলাদা আদিবাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।
-
১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী মারমা জনসংখ্যা ছিল ১,৫৭,৩০১।
-
২০২২ সালের আদমশুমারিতে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২,২৪,২৯৯ জন হয়েছে।
-
মারমারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত।
-
তাদের নিজস্ব ভাষা রয়েছে, যা ভাষাতাত্ত্বিকদের মতে ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত ভাষা।
-
মারমাদের বর্ণমালার নাম ম্রাইমাজা, যা বাম থেকে ডান দিকে লেখা হয়।
-
এই বর্ণমালা উপমহাদেশীয় প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত।

0
Updated: 1 week ago
বাঙালি জাতির প্রধান অংশ কোন জনগোষ্ঠী থেকে গড়ে উঠেছে?
Created: 1 week ago
A
নেগ্রিটো
B
দ্রাবিড়
C
অস্ট্রিক
D
আর্য
বাঙালি জাতি মূলত সংকর জাতি, যার গঠন প্রক্রিয়ায় বিভিন্ন জাতিগোষ্ঠীর অবদান থাকলেও প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে, যাদের অন্য নাম নিষাদ জাতি। এই জনগোষ্ঠী প্রায় ৫০০০ বছর আগে ইন্দোচীন থেকে বাংলায় এসে বসতি স্থাপন করে।
-
বাঙালি জাতিধারার নৃতাত্ত্বিক গঠনে বিভিন্ন জাতির অবদান থাকলেও অস্ট্রিক জাতির প্রভাব সর্বাধিক।
-
ইন্দোচীন থেকে আগত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত অস্ট্রিক জাতি প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে।
-
বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক নরগোষ্ঠীর মাধ্যমে।
-
অস্ট্রিক নরগোষ্ঠীর সঙ্গে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে।
-
ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাঙালি রক্তপ্রবাহে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্তার সংমিশ্রণ ঘটেছে।
-
বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।

0
Updated: 1 week ago
লুসাইদের শস্য কাটার উৎসব কোনটি?
Created: 3 weeks ago
A
শর্মাকূত
B
পলকূত
C
মীমতূত
D
চাপচারকৃত
বাংলাদেশ বিষয়াবলি
উৎসব
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
লুসাই নৃগোষ্ঠী
-
উত্পত্তি: লুসাই নৃগোষ্ঠীর মূল উৎস বার্মা বলে ধারণা করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশের উত্তরসূরি হিসেবে পরিচয় দেয়।
-
আবাসস্থল: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
উৎসব: ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রধান তিনটি উৎসব পালন করে—
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
-
পলকূত – শস্য কাটার উৎসব
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago