মুক্তিযুদ্ধ চলাকালীন সর্বপ্রথম কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির জন্য প্রস্তাব দেয়?
A
যুক্তরাষ্ট্র
B
সোভিয়েত ইউনিয়ন
C
আর্জেন্টিনা
D
চীন
উত্তরের বিবরণ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির জন্য একাধিক প্রস্তাব উত্থাপিত হয়, তবে ভৌগোলিক ও রাজনৈতিক প্রভাবের কারণে সেগুলো বাস্তবায়ন সম্ভব হয়নি।
-
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় আসন্ন অবস্থায় তিনবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়।
-
৪ ডিসেম্বর ১৯৭১: পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র প্রথমবার প্রস্তাব দেয়।
-
৫ ডিসেম্বর: আর্জেন্টিনার নেতৃত্বে নিরাপত্তা পরিষদের ৮টি দেশ প্রস্তাব উত্থাপন করে।
-
১৩ ডিসেম্বর: যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।
-
-
তিনবারই সোভিয়েত ইউনিয়নের ভেটো প্রয়োগের কারণে প্রস্তাব বাস্তবায়িত হয়নি।
-
পাশাপাশি, আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নির্দেশে ৭টি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে প্রেরণ করা হয়।
-
তবে সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক তৎপরতা ও হুমকির কারণে মার্কিন রণতরিগুলি গতি পরিবর্তন করে।

0
Updated: 1 day ago
টেসলা কোন দেশের প্রতিষ্ঠান?
Created: 4 weeks ago
A
কানাডা
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
সিঙ্গাপুর
টেসলা (Tesla)
-
টেসলা একটি আমেরিকান প্রতিষ্ঠান।
-
এটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক যান এবং পরিচ্ছন্ন জ্বালানি ভিত্তিক কোম্পানি।
-
সদর দপ্তর: অস্টিন, টেক্সাস।
-
পূর্বে সদর দপ্তর ছিল ক্যালিফোর্নিয়ায়।
উৎস: Tesla ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
ফ্রান্স
C
রাশিয়া
D
যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি
-
যুক্তরাষ্ট্র চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে।
-
নাসা লক্ষ্য রেখেছে এটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।
-
চুল্লিটি প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।
-
পারমাণবিক চুল্লির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ চাঁদে আবাসস্থল, জীবনধারণ ও খনিজ সম্পদ আহরণের সরঞ্জামের জন্য অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ করবে।
-
এই উদ্যোগ মূলত চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার এবং চীন ও রাশিয়ার সঙ্গে চলমান মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 2 weeks ago
জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য ছিল না -
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জাপান
D
জার্মানি
লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে।
-
গঠিত: ১৯২০ সালের ১০ জানুয়ারি, প্যারিস শান্তি সম্মেলনে
-
প্রধান উদ্যোক্তা: মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্য রাষ্ট্র সংখ্যা: ৬৩টি
-
উদ্দেশ্য:
-
সদস্য রাষ্ট্রের রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা
-
একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা
-
কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করলে সমবেতভাবে সহায়তা করা
-
সংখ্যালঘু সমস্যা ও ম্যান্ডেট বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান
-
যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অবস্থান:
-
যুক্তরাষ্ট্র লীগ অব নেশনসের প্রধান উদ্যোক্তা, তবে কখনো সদস্য হয়নি
-
১৯১৯ সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের সিনেট এটি প্রত্যাখ্যান করে
-
প্রধান কারণ: যুক্তরাষ্ট্রের নীতি ছিল বাইরের রাষ্ট্রগুলোর বিষয়ে হস্তক্ষেপ না করা, যা আন্তর্জাতিক সংস্থার অংশ হওয়ার সাথে সাংঘর্ষিক ছিল
-
পরবর্তীতে, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময় যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেয়
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
-
ফ্রান্স, জাপান, জার্মানি লীগ অব নেশনসের সদস্য ছিল
-
লীগ অব নেশনস বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ (জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে, ব্রিটানিকার মতে ১৯ এপ্রিল)

0
Updated: 1 week ago