ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয়?
A
বিষের বাঁশী
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি গ্রন্থ ব্রিটিশ শাসনামলে রাজনৈতিক ও বিপ্লবী চেতনার কারণে নিষিদ্ধ করা হয়েছিল। মোট পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, যেগুলো নিচে দেওয়া হলো—
-
যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ। এটি ছিল নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, যা নিষিদ্ধ করা হয় ২৩ নভেম্বর, ১৯২২ সালে। পরবর্তীতে এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ১৯৪৭ সালে।
-
বিষের বাঁশী: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ২৭ এপ্রিল, ১৯৪৫।
-
ভাঙার গান: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ করা হয় ১১ অক্টোবর, ১৯২৪।
-
প্রলয় শিখা: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
-
চন্দ্রবিন্দু: গানের সংকলন। নিষিদ্ধ ঘোষণা করা হয় ১৪ অক্টোবর, ১৯৩১।
উৎস:

0
Updated: 1 day ago
’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
শামসুর রাহমান
D
নির্মলেন্দু গুণ
- ’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের রচিতা কাজী নজরুল ইসলাম।
- এই কাব্যগ্রন্থে তাঁর রচিত বিখ্যাত রণসংগীত অন্তর্ভুক্ত।
- জাগরণ, জীবন, যৌবন, তরুণের গান, চল্ চল্ চল্, ভােরের সানাই ইত্যাদি কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-----------------------------
• কাজী নজরুল ইসলাম:
• কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
• বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি' এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি. লিট 'উপাধি' বা সম্মাননা প্রদান করেন কত সালে?
Created: 3 days ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৬ সালে
D
কোনোটিই নয়
কবি কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ
-
ঢাকায় আগমন: মোট ১৩ বার; প্রথমবার ১৯২৬ সালে; ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৫ বার আসেন
-
স্বদেশে পুনরাগমন: ১৯৭২ সালের ২৪ মে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়
-
সম্মাননা:
-
১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে 'ডি. লিট' উপাধি প্রদান
-
১৯৭৬ সালের জানুয়ারি: বাংলাদেশি নাগরিকত্ব
-
১৯৭৬ সালের ফেব্রুয়ারি: একুশে পদক
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ), ঢাকার পিজি হাসপাতাল
-
সমাধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত

0
Updated: 3 days ago
কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
Created: 6 days ago
A
ব্যথার দান
B
দোলনচাঁপা
C
সোনার তরী
D
শিউলিমালা
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি বাংলা সাহিত্যে “বিদ্রোহী কবি” হিসেবে খ্যাত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত।
কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল দুখু মিয়া।
-
কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
সাম্যবাদী
-
ঝিঙে ফুল
-
দোলনচাঁপা
-
সিন্ধু হিন্দোল
-
চক্রবাক
-
নতুন চাঁদ
-
মরুভাস্কর
-
-
গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
-
নাটক:
-
ঝিলিমিলি
-
আলেয়া
-
উল্লেখযোগ্য, “সোনার তরী” রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।

0
Updated: 6 days ago