'কপোতক্ষ নদ' কোন জাতীয় কবিতা?
A
সনেট
B
গদ্য কবিতা
C
গীতি কবিতা
D
কাব্য নাট্য
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কপোতাক্ষ নদ’ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘চতুর্দশপদী কবিতাবলী’ থেকে নেওয়া হয়েছে। কবি যখন ফ্রান্সে অবস্থান করছিলেন, তখনই তিনি এ কবিতাটি রচনা করেন।
‘কপোতাক্ষ নদ’ কবিতার মূলভাব হলো স্মৃতিকাতরতা। যদিও কবিতাটি ব্যক্তিগত স্মৃতিকে কেন্দ্র করে রচিত, তবুও এর মধ্যে গভীর স্বদেশপ্রেম প্রতিফলিত হয়েছে। কবি বিদেশ বিভূঁইয়ে থেকেও শৈশবের আপন ভূমি ও প্রিয় নদীর স্মৃতিচারণ করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago
চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
Created: 5 months ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
0
Updated: 5 months ago
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলি কাব্য কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯১০ সালে
B
১৯১১ সালে
C
১৯১২ সালে
D
১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গীতাঞ্জলি’ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটি মূলত ১৫৭টি গানের সংকলন, যেগুলো আসলে কবিতা হিসেবেই রচিত হয়েছিল। গানগুলো লেখা হয়েছিল ১৯০৮ ও ১৯০৯ সালে, আর কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয় ১৯১০ সালে।
‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ হলো Song Offerings, যা প্রকাশিত হয় ১৯১২ সালে। এর ভূমিকা লেখেন খ্যাতনামা ইংরেজ কবি W.B. Yeats। এই অনুবাদগ্রন্থের মাধ্যমেই রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে অমরত্ব লাভ করেন। Song Offerings-এর জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা তাঁকে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী করে তোলে।
রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
-
কবি-কাহিনী ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
“সততা হে নদ তুমি পড় মোর মনে” পঙক্তিটির রচিতা কে?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন দত্ত
C
কাজী নজরুল ইসলাম
D
অমিয় চক্রবর্তী
কবিতা: কপোতাক্ষ নদ
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
অন্তর্গত: চতুর্দশপদী কবিতাবলী
-
ধরণ: সনেট
-
উল্লেখযোগ্য পঙক্তি: "সততা হে নদ তুমি পড় মোর মনে"
মাইকেল মধুসূদন দত্ত
-
মহাকবি, নাট্যকার
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, সাগরদাঁড়ি, কপোতাক্ষ নদ, যশোর
-
বাংলা ভাষায় সনেটের ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
রচিত কাব্য:
তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী
0
Updated: 2 months ago