'কপোতক্ষ নদ' কোন জাতীয় কবিতা?
A
সনেট
B
গদ্য কবিতা
C
গীতি কবিতা
D
কাব্য নাট্য
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কপোতাক্ষ নদ’ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘চতুর্দশপদী কবিতাবলী’ থেকে নেওয়া হয়েছে। কবি যখন ফ্রান্সে অবস্থান করছিলেন, তখনই তিনি এ কবিতাটি রচনা করেন।
‘কপোতাক্ষ নদ’ কবিতার মূলভাব হলো স্মৃতিকাতরতা। যদিও কবিতাটি ব্যক্তিগত স্মৃতিকে কেন্দ্র করে রচিত, তবুও এর মধ্যে গভীর স্বদেশপ্রেম প্রতিফলিত হয়েছে। কবি বিদেশ বিভূঁইয়ে থেকেও শৈশবের আপন ভূমি ও প্রিয় নদীর স্মৃতিচারণ করেছেন।
উৎস:

0
Updated: 1 day ago
চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন -
Created: 1 week ago
A
লুইপা
B
ভুসুকুপা
C
সরহপাভাদেপা
D
ভাদেপা
ভুসুকুপা চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানের অধিকারী ছিলেন। তাঁর রচিত ৮টি পদ চর্যাপদ গ্রন্থে সংরক্ষিত আছে। নানা কিংবদন্তি অনুসারে, ভুসুকুপা নামটি ছন্দের নাম হিসেবে ধরা হয়। তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, শান্তিদেব বা ভুসুকুপা ৭ শতকের দ্বিতীয়ার্ধে জীবনযাপন করতেন। তাঁর জীবৎকাল সর্বশেষ পর্যন্ত ৮০০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ধর্মপালের রাজত্বকাল (৭৭০-৮০৬ সাল)েও সক্রিয় ছিলেন।

0
Updated: 1 week ago
কবে 'রোকেয়া দিবস’ পালন করা হয়?
Created: 2 weeks ago
A
১ ডিসেম্বর
B
৫ ডিসেম্বর
C
৯ ডিসেম্বর
D
১০ ডিসেম্বর
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০–১৯৩২)
জন্ম: ৯ ডিসেম্বর ১৮৮০, রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে।
মৃত্যু: ৯ ডিসেম্বর ১৯৩২।
তাঁর জন্মদিনে বাংলাদেশে “রোকেয়া দিবস” পালন করা হয়।
তিনি ছিলেন বাংলার নারী জাগরণের পথিকৃৎ এবং বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে এক অম্লান নাম।
১৯১৬ সালে মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠা করেন
👉 আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (Muslim Women’s Association)।
সমাজ-সংস্কারক হিসেবে তিনি নারী শিক্ষা, নারী অধিকার ও নারী স্বাধীনতা নিয়ে আজীবন সংগ্রাম করেছেন।
তাঁর রচনা Sultana’s Dream পরবর্তীতে বাংলায় অনুবাদ করেন তিনি নিজেই, নাম দেন সুলতানার স্বপ্ন।
এখানে বর্ণিত Lady Land (নারীস্থান) আসলে রোকেয়ার কল্পিত নারী-শাসিত, বৈষম্যহীন সমাজব্যবস্থার প্রতীক।
উল্লেখযোগ্য রচনা
মতিচূর (প্রবন্ধগ্রন্থ, ২ খণ্ড)
Sultana’s Dream / সুলতানার স্বপ্ন (প্রতীকী গল্প)
পদ্মরাগ (উপন্যাস)
অবরোধবাসিনী (প্রবন্ধগ্রন্থ)
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলি কাব্য কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 day ago
A
১৯১০ সালে
B
১৯১১ সালে
C
১৯১২ সালে
D
১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গীতাঞ্জলি’ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটি মূলত ১৫৭টি গানের সংকলন, যেগুলো আসলে কবিতা হিসেবেই রচিত হয়েছিল। গানগুলো লেখা হয়েছিল ১৯০৮ ও ১৯০৯ সালে, আর কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয় ১৯১০ সালে।
‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ হলো Song Offerings, যা প্রকাশিত হয় ১৯১২ সালে। এর ভূমিকা লেখেন খ্যাতনামা ইংরেজ কবি W.B. Yeats। এই অনুবাদগ্রন্থের মাধ্যমেই রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে অমরত্ব লাভ করেন। Song Offerings-এর জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা তাঁকে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী করে তোলে।
রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
-
কবি-কাহিনী ইত্যাদি
উৎস:

0
Updated: 1 day ago