বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প কোনটি?
A
দেনাপাওনা
B
ভিখারিণী
C
সমাপ্তি
D
শাস্তি
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে ছোটগল্প রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তাঁকে বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক বলা হয়। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প ছিল ‘ভিখারিণী’, যা একই সঙ্গে বাংলা সাহিত্যেরও প্রথম ছোটগল্প। তবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প হিসেবে ধরা হয় ‘দেনাপাওনা’-কে।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন সাহিত্যিক ও সংস্কৃতিসাধক।
-
তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্মগ্রহণ করেন ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি ছিলেন এশিয়ার প্রথম ব্যক্তি যিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) কলকাতার জোড়াসাঁকোতে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।
উৎস:
0
Updated: 1 month ago
'কপোতক্ষ নদ' কোন জাতীয় কবিতা?
Created: 1 month ago
A
সনেট
B
গদ্য কবিতা
C
গীতি কবিতা
D
কাব্য নাট্য
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কপোতাক্ষ নদ’ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘চতুর্দশপদী কবিতাবলী’ থেকে নেওয়া হয়েছে। কবি যখন ফ্রান্সে অবস্থান করছিলেন, তখনই তিনি এ কবিতাটি রচনা করেন।
‘কপোতাক্ষ নদ’ কবিতার মূলভাব হলো স্মৃতিকাতরতা। যদিও কবিতাটি ব্যক্তিগত স্মৃতিকে কেন্দ্র করে রচিত, তবুও এর মধ্যে গভীর স্বদেশপ্রেম প্রতিফলিত হয়েছে। কবি বিদেশ বিভূঁইয়ে থেকেও শৈশবের আপন ভূমি ও প্রিয় নদীর স্মৃতিচারণ করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago
“দিগ্দর্শন” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
ভবানীচরণ ব্যানার্জি
C
জেমস অগাস্টাস হিকি
D
জেমস সিল্ক বাকিংহাম
দিগ্দর্শন
-
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
-
প্রকাশক: শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন
-
সম্পাদক: জন ক্লার্ক মার্শম্যান (বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র)
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল
-
নামপত্রে উল্লেখ: “যুবলোকের কারণে সংগৃহীত নানা উপদেশ”
-
ধরণ: মাসিক পত্রিকা
0
Updated: 2 months ago
ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয়?
Created: 1 month ago
A
বিষের বাঁশী
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি গ্রন্থ ব্রিটিশ শাসনামলে রাজনৈতিক ও বিপ্লবী চেতনার কারণে নিষিদ্ধ করা হয়েছিল। মোট পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, যেগুলো নিচে দেওয়া হলো—
-
যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ। এটি ছিল নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, যা নিষিদ্ধ করা হয় ২৩ নভেম্বর, ১৯২২ সালে। পরবর্তীতে এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ১৯৪৭ সালে।
-
বিষের বাঁশী: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ২৭ এপ্রিল, ১৯৪৫।
-
ভাঙার গান: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ করা হয় ১১ অক্টোবর, ১৯২৪।
-
প্রলয় শিখা: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
-
চন্দ্রবিন্দু: গানের সংকলন। নিষিদ্ধ ঘোষণা করা হয় ১৪ অক্টোবর, ১৯৩১।
উৎস:
0
Updated: 1 month ago