বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প কোনটি?
A
দেনাপাওনা
B
ভিখারিণী
C
সমাপ্তি
D
শাস্তি
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে ছোটগল্প রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তাঁকে বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক বলা হয়। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প ছিল ‘ভিখারিণী’, যা একই সঙ্গে বাংলা সাহিত্যেরও প্রথম ছোটগল্প। তবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প হিসেবে ধরা হয় ‘দেনাপাওনা’-কে।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন সাহিত্যিক ও সংস্কৃতিসাধক।
-
তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্মগ্রহণ করেন ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি ছিলেন এশিয়ার প্রথম ব্যক্তি যিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) কলকাতার জোড়াসাঁকোতে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।
উৎস:

0
Updated: 1 day ago
চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন -
Created: 1 week ago
A
লুইপা
B
ভুসুকুপা
C
সরহপাভাদেপা
D
ভাদেপা
ভুসুকুপা চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানের অধিকারী ছিলেন। তাঁর রচিত ৮টি পদ চর্যাপদ গ্রন্থে সংরক্ষিত আছে। নানা কিংবদন্তি অনুসারে, ভুসুকুপা নামটি ছন্দের নাম হিসেবে ধরা হয়। তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, শান্তিদেব বা ভুসুকুপা ৭ শতকের দ্বিতীয়ার্ধে জীবনযাপন করতেন। তাঁর জীবৎকাল সর্বশেষ পর্যন্ত ৮০০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ধর্মপালের রাজত্বকাল (৭৭০-৮০৬ সাল)েও সক্রিয় ছিলেন।

0
Updated: 1 week ago
ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয়?
Created: 1 day ago
A
বিষের বাঁশী
B
যুগবাণী
C
ভাঙার গান
D
প্রলয় শিখা
কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি গ্রন্থ ব্রিটিশ শাসনামলে রাজনৈতিক ও বিপ্লবী চেতনার কারণে নিষিদ্ধ করা হয়েছিল। মোট পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, যেগুলো নিচে দেওয়া হলো—
-
যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ। এটি ছিল নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, যা নিষিদ্ধ করা হয় ২৩ নভেম্বর, ১৯২২ সালে। পরবর্তীতে এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ১৯৪৭ সালে।
-
বিষের বাঁশী: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ২৭ এপ্রিল, ১৯৪৫।
-
ভাঙার গান: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ করা হয় ১১ অক্টোবর, ১৯২৪।
-
প্রলয় শিখা: কবিতাগ্রন্থ। নিষিদ্ধ হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
-
চন্দ্রবিন্দু: গানের সংকলন। নিষিদ্ধ ঘোষণা করা হয় ১৪ অক্টোবর, ১৯৩১।
উৎস:

0
Updated: 1 day ago
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলি কাব্য কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 day ago
A
১৯১০ সালে
B
১৯১১ সালে
C
১৯১২ সালে
D
১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গীতাঞ্জলি’ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটি মূলত ১৫৭টি গানের সংকলন, যেগুলো আসলে কবিতা হিসেবেই রচিত হয়েছিল। গানগুলো লেখা হয়েছিল ১৯০৮ ও ১৯০৯ সালে, আর কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয় ১৯১০ সালে।
‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ হলো Song Offerings, যা প্রকাশিত হয় ১৯১২ সালে। এর ভূমিকা লেখেন খ্যাতনামা ইংরেজ কবি W.B. Yeats। এই অনুবাদগ্রন্থের মাধ্যমেই রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে অমরত্ব লাভ করেন। Song Offerings-এর জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা তাঁকে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী করে তোলে।
রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
-
কবি-কাহিনী ইত্যাদি
উৎস:

0
Updated: 1 day ago