বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে?
A
২১নং অনুচ্ছেদ
B
২৩(ক) নং অনুচ্ছেদ
C
২৫নং অনুচ্ছেদ
D
১৮(ক) নং অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান দেশের প্রাতিষ্ঠানিক ও সামাজিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিভিন্ন সম্প্রদায়ের অধিকার, পরিবেশ সংরক্ষণ ও আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ২৩ক: রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে।
-
অনুচ্ছেদ ১৮ক: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।

0
Updated: 1 day ago
সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
১১নং অনুচ্ছেদে
B
১৪নং অনুচ্ছেদে
C
২২নং অনুচ্ছেদে
D
১৬নং অনুচ্ছেদে
সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতী মানুষ—কৃষক, শ্রমিক এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা।
-
সংবিধানের ১১ নং অনুচ্ছেদে উল্লেখ আছে: “গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা।”
-
সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে: “গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।”
-
সংবিধানের ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে: “নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ।”
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 week ago
'আন্তর্জাতিক চুক্তি' সংক্রান্ত বিধান কোন অনুচ্ছেদে রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ১৪৬ক
B
অনুচ্ছেদ ১৪৫ক
C
অনুচ্ছেদ ১৪৩ক
D
অনুচ্ছেদ ১৪২ক
আন্তর্জাতিক চুক্তি (অনুচ্ছেদ ১৪৫ক)
-
আন্তর্জাতিক চুক্তি, যা বিদেশের সঙ্গে সম্পাদিত হয়, রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে।
-
রাষ্ট্রপতি চুক্তি সংসদে পেশ করার ব্যবস্থা করবেন।
-
শর্ত হলো, জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা।
-
অনুচ্ছেদ ১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago