বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন কে?
A
আ ক ম আব্দুল রব
B
সিরাজুল আলম খান
C
আ স ম আব্দুর রব
D
তোফায়েল আহমেদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের জাতীয় পতাকা দেশের গর্ব এবং স্বাধীনতার প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ পতাকার নকশা ও ইতিহাসের মধ্যে দেশপ্রেম ও ঐতিহাসিক ঘটনাগুলোর ছাপ প্রতিফলিত।
-
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা কামরুল হাসান করেন।
-
পতাকা বিধি (১৯৭২) অনুযায়ী পতাকার রং গাঢ় সবুজ, আয়তাকার ১০:৬ অনুপাতে এবং সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে।
-
লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
-
প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
-
২রা মার্চ পালন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
-
১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।
-
শিবনারায়ণ দাস ছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

0
Updated: 1 day ago
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?
Created: 1 month ago
A
৮ : ৫
B
১০ : ৬
C
১১ : ৮
D
১১ : ৭
বাংলাদেশের জাতীয় পতাকা
-
নকশা ও রং: বাংলাদেশের জাতীয় পতাকার প্রধান রং গাঢ় সবুজ এবং সবুজের মাঝখানে একটি লাল বৃত্ত। পতাকার আকার অনুপাত ১০:৬ (৫:৩)। লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। প্রথমে পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্রও ছিল। এই চূড়ান্ত রূপ সরকারিভাবে গৃহীত হয় ১৭ জানুয়ারি ১৯৭২।
-
ঐতিহাসিক সূত্রপাত:
-
১৯৭১ সালের ২ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
-
এই পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নকশা নির্ধারণ করে।
-
বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম নকশাকার ছিলেন শিবনারায়ণ দাস, যিনি ছাত্রনেতা ছিলেন এবং স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা স্বাভাবিক হাতেখড়ি দিয়ে করেছেন।
-
১৯৭০ সালের ৬ জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ১১৬ নং কক্ষে রাত ১১টার পর তিনি পুরো পতাকার নকশা সম্পন্ন করেন।
-
চূড়ান্ত নকশা সম্পন্ন করেন কামরুল হাসান।
-
-
উদ্বোধন ও উত্তোলন:
-
২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। একই দিনে সারাদেশে পতাকা উত্তোলিত হয়।
-
বিদেশে প্রথম উত্তোলন হয় কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের কার্যালয়ে।
-
-
আইনি ভিত্তি ও দিবস:
-
বাংলাদেশের সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
-
প্রতিটি বছর ২ মার্চ উদযাপিত হয় জাতীয় পতাকা দিবস।
-
উৎসঃস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Created: 3 months ago
A
কামরুল হাসান
B
জয়নুল আবেদিন
C
হাশেম খান
D
হামিদুর রহমান
জাতীয় পতাকা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার — শিল্পী কামরুল হাসান।
১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
- এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়।
‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০ : ৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
দেশের প্রথম পতাকা ভাস্কর্য 'পতাকা ৭১' কোথায় অবস্থিত?
Created: 10 hours ago
A
ঢাকা
B
গাজীপুর
C
রাজশাহী
D
মুন্সীগঞ্জ
ভাস্কর্য 'পতাকা ৭১'
-
এটি বাংলাদেশের প্রথম পতাকা ভাস্কর্য এবং মুন্সীগঞ্জে অবস্থিত।
-
অবস্থান: মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার লিচুতলায়।
-
ভাস্কর্যের নকশা: মুষ্টিবদ্ধ ছয়টি হাতের চারটি হাত ধরে রেখেছে পতাকাদণ্ড।
-
পতাকা: মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশের মানচিত্রসহ ঐতিহাসিক পতাকা, তবে রংহীন।
-
নির্মাতা: ঘাটশীলার ভাস্কর ইমরান হোসেন।

0
Updated: 10 hours ago