মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তারামন বিবি কোন খেতাবপ্রাপ্ত হন?
A
বীর বিক্রম
B
বীর প্রতীক
C
বীর উত্তম
D
বীরশ্রেষ্ঠ
উত্তরের বিবরণ
তারামন বিবি ছিলেন বাংলাদেশের ইতিহাসে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার একজন। তার অসীম সাহসিকতা ও ত্যাগ মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখে। তার আসল নাম ছিল তারাবানু এবং মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর।
-
তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন, যার সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের (বীর উত্তম)।
-
মুক্তিযুদ্ধে যোগ দিতে তাকে উৎসাহ দেন মুহিব হাবিলদার।
-
শুরুতে তাকে ক্যাম্পে রান্নার কাজ করতে দেওয়া হলেও তার সাহসিকতা দেখে তাকে অস্ত্র চালনা শেখানো হয়।
-
তিনি রাইফেল ও স্টেনগান চালানো শিখেছিলেন।
-
কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় তিনি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন।
-
১৯৭৩ সালে তাকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়।
-
তিনি ২০১৮ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং মারমাকে কোন খেতাব দেওয়া হয়েছিল?
Created: 1 month ago
A
বীর উত্তম
B
বীর প্রতীক
C
বীরশ্রেষ্ঠ
D
বীর বিক্রম
ইউ কে চিং মারমা একজন খ্যাতিমান আদিবাসী বীর মুক্তিযোদ্ধা।
-
জন্ম: ১৯৩৭ সালে বান্দরবানে।
-
সেনা জীবন: ১৯৫২ সাল থেকে ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত।
-
মুক্তিযুদ্ধের অবদান: ১৯৭১ সালের ২৫ মার্চ ইপিআরের নায়েক হিসেবে রংপুর জেলার হাতিবান্ধা বিওপিতে কর্মরত।
-
যুদ্ধদক্ষতা: মেজর বাশারের নেতৃত্বে রংপুর, লালমনিরহাট, পাখিউড়া, কাউয়াহাট এবং বাগভাণ্ডারসহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন।
-
সম্মাননা: মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য ‘বীর বিক্রম’ খেতাব অর্জন করেছেন; একমাত্র আদিবাসী যিনি এই খেতাব পেয়েছেন।
-
মৃত্যু: ২০১৪ সালের ২৫ জুলাই।
0
Updated: 1 month ago
কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য 'বীরপ্রতীক' খেতাব লাভ করেন?
Created: 3 days ago
A
আব্দুস সাত্তার
B
জহির রায়হান
C
শওকত ওসমান
D
গাজীউল হক
যে সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য 'বীরপ্রতীক' খেতাব লাভ করেন, তিনি হলেন আব্দুস সাত্তার। তিনি একজন প্রখ্যাত সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই সম্মাননা অর্জন করেন।
-
আব্দুস সাত্তার সাহিত্য জগতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, এবং তার সাহিত্য কর্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির আত্মপরিচয়ের বিষয়টি ফুটে উঠেছে।
-
মুক্তিযুদ্ধের সময়ে তিনি দেশকে স্বাধীনতা সংগ্রামে সাহিত্যের মাধ্যমে অনুপ্রাণিত করতে সাহায্য করেছিলেন। তার সাহিত্যের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি ভালবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের মনোভাব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে।
-
'বীরপ্রতীক' খেতাব তাকে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও অবদানের জন্য প্রদান করা হয়।
0
Updated: 3 days ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 2 months ago
A
৬৭৫ জন
B
৬৭৬ জন
C
৬৭৭ জন
D
৬৭৮ জন
মুক্তিযুদ্ধের খেতাব
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করে।
বীরত্বসূচক খেতাবসমূহ:
-
বীরশ্রেষ্ঠ – সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৭ জন
-
বীরউত্তম – দ্বিতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৬৮ জন
-
বীরবিক্রম – তৃতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ১৭৫ জন
-
বীরপ্রতীক – চতুর্থ সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৪২৬ জন
-
সাম্প্রতিক পরিবর্তন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামের মুক্তিযুদ্ধে প্রদত্ত খেতাব বাতিল করে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago