In the figure, lines m and n are parallel. If y - z = 60 then what is the value of x?
A
60°
B
120°
C
100°
D
135°
উত্তরের বিবরণ
Question: In the figure, lines m and n are parallel. If y - z = 60 then what is the value of x?
Solution:
যেহেতু একটি সরলরেখার উপর উৎপন্ন কোণগুলোর সমষ্টি 180°,
তাই, z + y = 180........(1)
আবার,
দেওয়া আছে, y - z = 60..........(2)
সমীকরণ দুটি যোগ করে পাই,
z + y + y - z = 180 + 60
⇒ 2y = 240
⇒ y = 120°
যেহেতু m এবং n রেখাদ্বয় সমান্তরাল, তাই বিপরীত বহিঃস্থ কোণ x এবং y পরস্পর সমান। সুতরাং, x এর মান 120°

0
Updated: 1 day ago
সমবাহু ত্রিভুজের একটি বাহু 18 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
32√3
B
64
C
64√3
D
81√3
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহু 18 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের এক বাহু, a = 18 মিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল,
= (√3/4)a2 বর্গমিটার
= (√3/4)(18)2 বর্গমিটার
= (√3/4) × 18 × 18 বর্গমিটার
= 81√3 বর্গমিটার

0
Updated: 1 month ago
নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
Created: 2 weeks ago
A
৪, ৫, ৬
B
৭, ৮, ১০
C
৬, ৭, ৮
D
৮, ১৫, ১৭
প্রশ্ন: নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
সমাধান:
আমরা জানি,
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের (বৃহত্তম বাহুর) বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
অপশন (ক): ৪, ৫, ৬
বৃহত্তম বাহু = ৬২ = ৩৬
অন্য দুই বাহু: ৪২ + ৫২ = ১৬ + ২৫ = ৪১
যেহেতু ৩৬ ≠ ৪১, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।
অপশন (খ): ৭, ৮, ১০
বৃহত্তম বাহু = ১০২ = ১০০
অন্য দুই বাহু: ৭২ + ৮২ = ৪৯ + ৬৪ = ১১৩
যেহেতু ১০০ ≠ ১১৩, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।
অপশন (গ): ৬, ৭, ৮
বৃহত্তম বাহু = ৮২ = ৬৪
অন্য দুই বাহু: ৬২ + ৭২ = ৩৬ + ৪৯ = ৮৫
যেহেতু ৬৪ ≠ ৮৫, তাই এটি সমকোণী ত্রিভুজ নয়।
অপশন (ঘ): ৮, ১৫, ১৭
বৃহত্তম বাহু = ১৭২ = ২৮৯
অন্য দুই বাহু: ৮২ + ১৫২ = ৬৪ + ২২৫ = ২৮৯
যেহেতু ২৮৯ = ২৮৯, তাই এটি সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব।
∴ সঠিক উত্তর : অপশন (ঘ)

0
Updated: 2 weeks ago
একটি সমকোণী ত্রিভুজের দুই সূক্ষ্মকোণের পার্থক্য ২০° হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান কত?
Created: 1 week ago
A
২৫°
B
৩৫°
C
৪৫°
D
৫৫°
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুই সূক্ষ্মকোণের পার্থক্য ২০° হলে, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান কত?
সমাধান:
যেহেতু ত্রিভুজটি সমকোণী। সুতরাং, অপর দুটি কোণের সমষ্টি ৯০°
অপর দুটি কোণের ক্ষুদ্রতম কোণ ক
অপর কোণ ক + ২০°
শর্তমতে,
ক + ক + ২০° = ৯০°
⇒ ২ক = ৭০°
∴ ক = ৩৫°
∴ ক্ষুদ্রতম কোণটির মান = ৩৫°

0
Updated: 1 week ago