The volume of a right circular cylinder is 25π cubic units and its height is 4 units. What is the circumference of its base?
A
5π
B
10π
C
20π
D
10√2π
উত্তরের বিবরণ
Question: The volume of a right circular cylinder is 25π cubic units and its height is 4 units. What is the circumference of its base?
Solution:
আমরা জানি, একটি সিলিন্ডারের আয়তন = πr2h
যেখানে, r হলো ভূমির ব্যাসার্ধ এবং h হলো উচ্চতা।
প্রশ্নমতে,
πr2 × 4 = 25π
⇒ 4r2 = 25
⇒ r2 = 25/4
⇒ r = √(25/4)
⇒ r = 5/2 = 2.5 একক
সিলিন্ডারের ভূমির পরিধি = 2πr
= 2π × 2.5
= 5π একক
∴ সিলিন্ডারটির ভূমির পরিধি হলো 5π একক।

0
Updated: 1 day ago
If
Created: 1 day ago
A
30°
B
45°
C
60°
D
90°
Question: If
Solution:

0
Updated: 1 day ago
একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া দুটি কোণের মধ্যে পার্থক্য ১০°। ঐ দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটির মান কত?
Created: 1 week ago
A
৫০°
B
৬০°
C
৩০°
D
৯০°
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া দুটি কোণের মধ্যে পার্থক্য ১০°। ঐ দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটির মান কত?
সমাধান:
ধরি,
অপর দুইটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ = ক°
∴ বৃহত্তম কোণ = (ক + ১০)°
প্রশ্নমতে,
ক + (ক + ১০) + ৯০ = ১৮০
⇒ ২ক + ১০০ = ১৮০
⇒ ২ক = ১৮০ - ১০০
⇒ ২ক = ৮০
⇒ ক = ৮০/২
∴ ক = ৪০
∴ বৃহত্তম কোণ = (৪০ + ১০)°
= ৫০°

0
Updated: 1 week ago
কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩৪° ও ৫৬°। ত্রিভুজটি কোন ধরনের?
Created: 2 weeks ago
A
স্থূলকোণী
B
সমদ্বিবাহু সমকোণী
C
সূক্ষ্মকোণী
D
সমকোণী
প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩৪° ও ৫৬°। ত্রিভুজটি কোন ধরনের?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°
ধরি,
৩য় কোণটি ‘ক’
প্রশ্নমতে,
⇒ ৩৪° + ৫৬° + ক = ১৮০°
⇒ ৯০° + ক = ১৮০°
⇒ ক = ১৮০° - ৯০°
∴ ক = ৯০°
অর্থাৎ তৃতীয় কোণ ৯০°, যা একটি সমকোণ।
সুতরাং, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।

0
Updated: 2 weeks ago