Find an equation for the line with x-intercept = 5, y-intercept = - 2.
A
2x - 5y - 10 = 0
B
5x - 2y - 10 = 0
C
2x + 5y - 10 = 0
D
2x - 5y + 10 = 0
উত্তরের বিবরণ
Question: Find an equation for the line with x-intercept = 5, y-intercept = - 2.
Solution:
দেওয়া আছে,
রেখাটি x-অক্ষকে ছেদ করে (x1, y1) = (5, 0) বিন্দুতে
এবং y-অক্ষকে ছেদ করে (x2, y2) = (0, - 2) বিন্দুতে।
আমরা জানি,
ঢাল m = (y2 - y1)/(x2 - x1)
= (- 2 - 0)/(0 - 5)
= - 2/- 5
= 2/5.
এখানে,
m = 2/5
c = y এর ছেদক = - 2
∴সরলরেখার ঢালের সমীকরণ হতে পাই,
y = mx + c
⇒ y = (2/5)x + (- 2)
⇒ 5y = 2x - 10
⇒ 2x - 5y - 10 = 0.
∴ নির্ণেয় রেখাটির সমীকরণ হলো 2x - 5y - 10 = 0

0
Updated: 1 day ago
Find the maximum distance between two points on the perimeter of a rectangular garden whose length and breadth are 24 m and 7 m.
Created: 1 day ago
A
25 m
B
17 m
C
31 m
D
62 m
Question: Find the maximum distance between two points on the perimeter of a rectangular garden whose length and breadth are 24 m and 7 m.
Solution:
একটি আয়তক্ষেত্রের পরিসীমার উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে সর্বাধিক দূরত্ব হলো এর কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য পিথাগোরাসের সূত্র ব্যবহার করে নির্ণয় করা যায়।
কর্ণের দৈর্ঘ্য = √(দৈর্ঘ্য২ + প্রস্থ২)
= √(242 + 72)
= √(576 + 49)
= √625
= 25 মিটার
সুতরাং, দুটি বিন্দুর মধ্যে সর্বাধিক দূরত্ব হলো 25 মিটার।

0
Updated: 1 day ago
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রী?
Created: 1 day ago
A
৩০°
B
৪৫°
C
৬০°
D
৯০°
সমাধান:
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
- সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০°।

0
Updated: 1 day ago
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
Created: 4 weeks ago
A
3, 5, 8
B
3, 5, 6
C
3, 4, 5
D
3, 6, 9
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
সমাধান:
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
∴ 32 + 42 = 52
বা, 9 + 16 = 25

0
Updated: 4 weeks ago