Which set of three sides cannot form a triangle?
A
7cm, 10cm, 12cm
B
6cm, 9cm, 16cm
C
5cm, 12cm, 13cm
D
8cm, 15cm, 20cm
উত্তরের বিবরণ
Question: Which set of three sides cannot form a triangle?
Solution:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে।
এখানে, আমরা প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই:
ক) 7 + 10 = 17 > 12; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।
খ) 6 + 9 = 15 < 16; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
গ) 5 + 12 = 17 > 13; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।
ঘ) 8 + 15 = 23 > 20; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।

0
Updated: 1 day ago
A square and a circle have the same perimeter. The side of the length of square is 44 cm, what is the area of the circle?
Created: 1 day ago
A
1456 sq. cm.
B
375 sq. cm.
C
2464 sq. cm.
D
1864 sq. cm.
Question: A square and a circle have the same perimeter. The side of the length of square is 44 cm, what is the area of the circle?
Solution:
Perimeter of the square = 4 × side length
= 4 × 44 cm
= 176 cm
As per the question, the square and circle have the same perimeter.
∴ Circumference of the circle = 176 cm
We know that, Circumference of the circle = 2πr
∴ 2πr = 176
⇒ r = 176 / (2π)
⇒ r = 88 / π
⇒ r = 88 / (22/7)
⇒ r = 88 × 7 / 22
⇒ r = 4 × 7
⇒ r = 28 cm
Area of the circle = πr2
= (22/7) × 282
= (22/7) × (28 × 28)
= 22 × 4 × 28
= 2464 sq. cm
∴ The area of the circle is 2464 sq. cm.

0
Updated: 1 day ago
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 14 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
Created: 1 month ago
A
18 সে.মি.
B
20 সে.মি.
C
21 সে.মি.
D
24 সে.মি.
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 14 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
সমাধান:

আমরা জানি
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে।
∴ EX : EF = 2 : 1
⇒ 14 : EF = 2 : 1
⇒ 14/EF = 2/1
⇒ 2EF = 14
⇒ EF = 14/2
⇒ EF = 7
∴ ত্রিভুজটির মধ্যমা = FX = EX + EF = 14 + 7 = 21 সে.মি.

0
Updated: 1 month ago
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বাড়ালে উৎপন্ন দুটি বহিঃস্থ কোণ পরস্পর সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
Created: 2 weeks ago
A
সমদ্বিবাহু
B
সমকোণী
C
বিষমবাহু
D
উপরের সবগুলো
সমাধান:
- একটি ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে বহিঃস্থ কোণগুলো সমান হলে ত্রিভুজের অন্তস্থ কোণগুলোও সমান হয়।
- এটা নিশ্চিতভাবে বলা যায় যে ত্রিভুজটির অন্তত দুটি বাহু পরস্পর সমান।
সঠিক উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু হতে পারে আবার নাও হতে পারে।

0
Updated: 2 weeks ago