A
সুইডেন
B
নরওয়ে
C
ফিনল্যান্ড
D
পোল্যান্ড
উত্তরের বিবরণ
ফিনল্যান্ড
- ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত।
- ফিনল্যান্ডের সীমানায় রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর।
- রাজধানী: হেলসিঙ্কি।
- আইনসভা: এডুসকুন্টা।
- মুদ্রা: ইউরো।
উল্লেখ্য,
- ফিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয়।
- দেশটি 'হাজার হ্রদের দেশ' হিসেবে পরিচিত। ফিনল্যান্ডে প্রায় ৫৬,০০০ হ্রদ রয়েছে।
অন্যদিকে,
- নরওয়ের রাজধানী অসলো।
- সুইডেনের রাজধানী স্টকহোম।
- পোল্যান্ডের রাজধানী ওয়ারশ।
উৎস: Britannica.

0
Updated: 2 weeks ago