If ABC and PQR are similar triangles in which ∠A = 46° and ∠B = 82°, then ∠C is:
A
50°
B
52°
C
56°
D
60°
উত্তরের বিবরণ
Question: If ABC and PQR are similar triangles in which ∠A = 46° and ∠B = 82°, then ∠C is: 
Solution:
Since ΔABC and ΔPQR are similar triangles.
Then, ∠B = ∠Q = 82° [জ্যামিতির নিয়ম অনুযায়ী, দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয়।]
আমরা জানি, কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°। অর্থাৎ, ΔABC-এর ক্ষেত্রে, ∠A + ∠B + ∠C = 180°।
Thus, in ∆ABC,
∠C= 180° - (∠A + ∠ B)
or, ∠C= 180° - (46° + 82°)
∴ ∠C = 52°
0
Updated: 1 month ago
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বাড়ালে উৎপন্ন দুটি বহিঃস্থ কোণ পরস্পর সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
Created: 2 months ago
A
সমদ্বিবাহু
B
সমকোণী
C
বিষমবাহু
D
উপরের সবগুলো
সমাধান:
- একটি ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে বহিঃস্থ কোণগুলো সমান হলে ত্রিভুজের অন্তস্থ কোণগুলোও সমান হয়।
- এটা নিশ্চিতভাবে বলা যায় যে ত্রিভুজটির অন্তত দুটি বাহু পরস্পর সমান।
সঠিক উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু হতে পারে আবার নাও হতে পারে।
0
Updated: 2 months ago
একটি ত্রিভুজ এবং বৃত্ত ন্যুনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে ?
Created: 4 days ago
A
১
B
৩
C
২
D
৪
একটি ত্রিভুজ এবং বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করতে পারে। কারণ, একটি ত্রিভুজ তিনটি বাহু নিয়ে গঠিত এবং প্রতিটি বাহু একটি সরলরেখা। একটি বৃত্ত কোনো সরলরেখাকে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করতে পারে, তবে ন্যূনতম একটি বাহুর সঙ্গে ছেদ ঘটলে সেটি দুইটি বিন্দুতেই হবে। তাই ন্যূনতম ছেদবিন্দুর সংখ্যা হবে ২।
-
ত্রিভুজের বাহু তিনটি, প্রতিটি বাহু বৃত্তকে সর্বাধিক ২টি বিন্দুতে ছেদ করতে পারে।
-
যদি বৃত্তটি শুধু একটি বাহুর সঙ্গে ছেদ করে, তবে সেই ছেদ হবে ২টি বিন্দুতে।
-
কোনো বাহুর সঙ্গে বৃত্ত যদি স্পর্শক আকারে থাকে, তখন ছেদ হবে ১টি বিন্দুতে, কিন্তু প্রশ্নে “ন্যূনতম” বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ পুরো ত্রিভুজের জন্য সর্বনিম্ন ছেদবিন্দু বিবেচনা করতে হবে।
-
ত্রিভুজ ও বৃত্তের পারস্পরিক অবস্থান অনুযায়ী ছেদবিন্দু সংখ্যা পরিবর্তিত হতে পারে—২, ৪, ৬ ইত্যাদি—but সর্বনিম্ন মান হলো ২টি বিন্দু।
অতএব সঠিক উত্তর হলো গ) ২।
0
Updated: 4 days ago
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেমি। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত কত?
Created: 2 weeks ago
A
১৫.২ সেমি
B
১০.৫ সেমি
C
১০.৭ সেমি
D
১৭.১ সেমি
0
Updated: 2 weeks ago