A
আফ্রিকা
B
ইউরোপ
C
এশিয়া
D
উত্তর আমেরিকা
উত্তরের বিবরণ
পৃথিবীর বৃহত্তম মহাদেশ:
- পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ।
• এশিয়া মহাদেশ:
- এশিয়া মহাদেশ পৃথিবীর মোট ভূপৃষ্ঠের প্রায় ৮.৭% (অথবা মোট ভূমি এলাকার ২৯.৫%) জুড়ে বিস্তৃত।
- এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল মহাদেশ।
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত।
- এশিয়ার আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- এশিয়ার বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর,
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি,
- এশিয়ার গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ,
- সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার),
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
উৎস: World Atlas.

0
Updated: 2 weeks ago