A
হরমুজ
B
বসফরাস
C
পক
D
জিব্রাল্টার
উত্তরের বিবরণ
জিব্রাল্টার প্রণালি হলো সরু জলপথ যা ভূ-মধ্যসাগর (Mediterranean Sea) ও আটলান্টিক মহাসাগরের (Atlantic Ocean) মাঝে সংযোগ স্থাপন করেছে।
- জিব্রাল্টার প্রণালি দক্ষিণ ইউরোপের স্পেন এবং উত্তর আফ্রিকার মরক্কো'র মাঝখানে অবস্থিত।
- এই প্রণালির প্রস্থ প্রায় ১৩ কিলোমিটার (সবচেয়ে সরু অংশে)।
- এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ-প্রবেশদ্বার, যেখান দিয়ে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
- ভূ-মধ্যসাগরের পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় এই প্রণালির মধ্য দিয়ে।
- এটি ভূ-রাজনৈতিক ও সামুদ্রিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান।
বিকল্প ব্যাখ্যা:
- ক) হরমুজ প্রণালি: পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত।
- খ) বসফরাস প্রণালি: কৃষ্ণ সাগর ও মারমারা সাগরের সংযোগস্থল, তুরস্কে অবস্থিত।
- গ) পক প্রণালি (Palk Strait): ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালি।

0
Updated: 2 months ago