Who wrote the novella 'Heart of Darkness'?
A
Joseph Conrad
B
Doris Lessing
C
John Osborne
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
Heart of Darkness একটি novella যা Joseph Conrad রচনা করেন এবং প্রথম প্রকাশিত হয় ১৮৯৯ সালে। এই কাহিনীটি পশ্চিমা ঔপনিবেশিকতার বিভীষিকাগুলোকে বিশ্লেষণ করে, দেখায় যে শোষণ কেবল ভূখণ্ড ও জনগণকে কলুষিত করে না,
বরং যারা এই শোষণ চালায় তাদেরকেও নৈতিকভাবে প্রভাবিত করে। গল্পটি শুরু হয় Thames নদীতে ভাসমান একটি নৌকায় কিছু যাত্রীদের সঙ্গে।
-
লেখক: Joseph Conrad
-
প্রকাশকাল: ১৮৯৯
-
মূল থিম: Western colonialism এর ভয়াবহতা এবং নৈতিক কলুষণ
-
শুরু: Thames নদীতে নৌকায় কিছু যাত্রী
Joseph Conrad (জন্ম: ডিসেম্বর ৩, ১৮৫৭ – মৃত্যু: আগস্ট ৩, ১৯২৪) কে Jozef Teodor Konrad Korzeniowski নামেও জানা যায়। তিনি একজন English novelist ও short-story writer।
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Heart of Darkness
-
Lord Jim
-
Nostromo
-
The Secret Agent
-
Typhoon
-
Under Western Eyes
-
Victory
-
Youth
-
0
Updated: 1 month ago
Who repairs Marlow’s steamboat in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
The cannibals and local workers
B
The Manager alone
C
The Brickmaker
D
Kurtz himself
Marlow–এর স্টিমবোট বারবার ভেঙে যায়। স্থানীয় শ্রমিক ও “cannibals” নামে পরিচিত আফ্রিকান কর্মীরা তার সাথে কাজ করে। Conrad দেখিয়েছেন, যাদের ইউরোপীয়রা অবহেলা করে, তারাই আসলে কাজের মূল ভরসা। এটি ঔপনিবেশিক শোষণের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ করে।
0
Updated: 1 month ago
In Joseph Conrad’s Heart of Darkness, how are the African natives depicted?
Created: 1 month ago
A
As noble savages
B
As passive victims of colonialism
C
As aggressive conquerors
D
As Europeanized citizens
Heart of Darkness এ আফ্রিকার মানুষদের Conrad দেখিয়েছেন colonial exploitation-এর শিকার এবং সামাজিকভাবে নিগৃহীত। তারা কোন সক্রিয় দমনমূলক বা শোষক নয়, বরং আধুনিক উপনিবেশিক লুটপাট এবং নির্যাতনের শিকার। এটি উপন্যাসের মূল সামাজিক ও নৈতিক প্রতীক হিসেবে কাজ করে।
0
Updated: 1 month ago
What lies does Marlow tell Kurtz’s Intended in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
That Kurtz’s last word was her name
B
That Kurtz was a great hero in Africa
C
That Kurtz returned rich with ivory
D
That Kurtz wanted to marry her soon
Marlow Kurtz–এর বাগদত্তাকে বলে যে তার শেষ কথা ছিল তার নাম। আসলে Kurtz বলেছিল — “The horror! The horror!”। Marlow মিথ্যা বলে যাতে নারীটি তার আদর্শ ভেঙে না ফেলে। Conrad এখানে দেখিয়েছেন সত্য লুকানোর মাধ্যমে কিভাবে মানুষ আদর্শ ধরে রাখে।
0
Updated: 1 month ago