The tragedy 'Samson Agonistes' was penned by ______.
A
Christopher Marlowe
B
Henrick Ibsen
C
John Milton
D
Arthur Miller
উত্তরের বিবরণ
Samson Agonistes একটি নাট্যকৃতি যা John Milton রচিত এবং ১৬৭১ সালে প্রকাশিত হয়। এটি গ্রিক মডেলের উপর ভিত্তি করে রচিত এবং অনেক সমালোচক এটিকে “greatest English drama” হিসেবে অভিহিত করেছেন।
নাটকটি মূলত পড়ার জন্য লেখা হয়, মঞ্চে উপস্থাপনার জন্য নয়। কাজটি Samson-এর জীবনের শেষ অধ্যায় নিয়ে এবং এটি বাইবেলীয় Book of Judges এর কাহিনীকে পুনরায় বর্ণনা করে।
-
এটি closet tragedy নামেও পরিচিত।
-
নাটকের বিষয়বস্তু মূলত Samson-এর জীবনের শেষ পর্ব ও তার সংগ্রামকে কেন্দ্র করে।
-
এই ধরনের নাটক সাধারণত পড়ার উপযোগী, সরাসরি মঞ্চস্থ করার জন্য নয়।
John Milton ১৬০৮ সালে লন্ডন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি একজন English poet, pamphleteer এবং historian ছিলেন। শেক্সপিয়ারের পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ English লেখক হিসেবে বিবেচিত।
যদিও তিনি মূলত কবি হিসেবে পরিচিত, তবুও কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও রচনা করেছেন। তাকে বলা হয় the Epic Poet এবং তিনি Blank Verse-এর মহান মাস্টার হিসেবেও পরিচিত।
Milton-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)

0
Updated: 1 day ago
Who created the character Oliver Twist?
Created: 1 month ago
A
Jane Austen
B
Thomas Gray
C
Charles Dickens
D
G.B. Shaw
সংক্ষেপ ব্যাখ্যা:
-
Oliver Twist চরিত্রটি সৃষ্টি করেছেন Charles Dickens।
-
এটি তার দ্বিতীয় উপন্যাস, প্রথম প্রকাশিত ১৮৩৭–১৮৩৯ সালে, এবং Victorian যুগের ইংল্যান্ডে দারিদ্র্য, শিশু শ্রম ও অনাথদের প্রতি অন্যায় চিত্রিত করে।
-
প্রধান চরিত্র: Oliver Twist, Fagin, Bill Sikes, Nancy, Agnes Fleming।
-
Dickens-এর ছদ্মনাম: Boz, তিনি Victorian সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক।

0
Updated: 1 month ago
Choose the correct sentence from the options below:
Created: 3 days ago
A
He left the station before the train arrived.
B
He had left the station before the train had arrived.
C
He had left the station before the train arrived.
D
He had left the station before the train arrive.
প্রশ্নটি Before যুক্ত বাক্যের গঠনের উপর ভিত্তি করে করা হয়েছে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
"Before" conjunction যুক্ত বাক্যে before এর পূর্বে past perfect tense এবং before এর পরে past indefinite tense ব্যবহার করা হয়।
সঠিক বাক্য:
-
He had left the station before the train arrived।
-
এখানে before এর পূর্বে past perfect tense এবং পরে past indefinite tense ব্যবহার হওয়ায় বাক্যটি সঠিক।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He left the station before the train arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past indefinite tense ব্যবহার হয়েছে।
-
-
খ) He had left the station before the train had arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past perfect tense ব্যবহার হয়েছে।
-
-
ঘ) He had left the station before the train arrive।
-
ভুল। কারণ before এর পরে present tense ব্যবহার হয়েছে।
-

0
Updated: 3 days ago
Identify the author of the quote:
"Books, the children of the brain."
Created: 1 week ago
A
William Wordsworth
B
Alexander Pope
C
William Shakespeare
D
Jonathan Swift
উত্তর হবে Jonathan Swift। উক্তিটি তাঁর রচনা A Tale of a Tub থেকে নেওয়া হয়েছে।
A Tale of a Tub
-
এটি ১৬৯৬ থেকে ১৬৯৯ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৭০৪ সালে।
-
তিন খণ্ডে বিভক্ত এই সাহিত্যকর্মটিকে Swift-এর প্রথম প্রধান রচনা হিসেবে ধরা হয়।
-
এটি ছিল সাহিত্য ও ধর্মকে উগ্র পাণ্ডিত্যের হাত থেকে রক্ষার এক প্রাণবন্ত রচনা।
-
তাঁর সকল ব্যঙ্গরচনার মধ্যে এটিই প্রথম এবং সবচেয়ে কঠিন বলে বিবেচিত।
Jonathan Swift
-
তিনি একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ Satirist হিসেবে খ্যাত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত রচনা হলো Gulliver’s Travels, যা ১৮শ শতাব্দীর একটি প্রসিদ্ধ ব্যঙ্গরচনা।
-
Gulliver’s Travels মোট চার খণ্ডে বিভক্ত।
-
তিনি প্রায়ই Isaac Bickerstaff নামে ছদ্মনাম ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ
-
Gulliver's Travels (Novel)
-
The Battle of Books
-
A Tale of a Tub (Prose Satire)
-
A Modest Proposal (Satiric Essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (চিঠির সংকলন)
বিখ্যাত কিছু উক্তি
-
“Every man desires to live long, but no man wishes to be old.”
-
“Books, the children of the brain.”
-
“Poor Nations are hungry, and rich Nations are proud, and Pride and Hunger will ever be at Variance.”
-
“We are so fond of one another because our ailments are the same.”

0
Updated: 1 week ago