The tragedy 'Samson Agonistes' was penned by ______.
A
Christopher Marlowe
B
Henrick Ibsen
C
John Milton
D
Arthur Miller
উত্তরের বিবরণ
Samson Agonistes একটি নাট্যকৃতি যা John Milton রচিত এবং ১৬৭১ সালে প্রকাশিত হয়। এটি গ্রিক মডেলের উপর ভিত্তি করে রচিত এবং অনেক সমালোচক এটিকে “greatest English drama” হিসেবে অভিহিত করেছেন।
নাটকটি মূলত পড়ার জন্য লেখা হয়, মঞ্চে উপস্থাপনার জন্য নয়। কাজটি Samson-এর জীবনের শেষ অধ্যায় নিয়ে এবং এটি বাইবেলীয় Book of Judges এর কাহিনীকে পুনরায় বর্ণনা করে।
-
এটি closet tragedy নামেও পরিচিত।
-
নাটকের বিষয়বস্তু মূলত Samson-এর জীবনের শেষ পর্ব ও তার সংগ্রামকে কেন্দ্র করে।
-
এই ধরনের নাটক সাধারণত পড়ার উপযোগী, সরাসরি মঞ্চস্থ করার জন্য নয়।
John Milton ১৬০৮ সালে লন্ডন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি একজন English poet, pamphleteer এবং historian ছিলেন। শেক্সপিয়ারের পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ English লেখক হিসেবে বিবেচিত।
যদিও তিনি মূলত কবি হিসেবে পরিচিত, তবুও কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও রচনা করেছেন। তাকে বলা হয় the Epic Poet এবং তিনি Blank Verse-এর মহান মাস্টার হিসেবেও পরিচিত।
Milton-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
0
Updated: 1 month ago
The line "Hell is just a frame of mind" is taken from which literary work?
Created: 1 month ago
A
Volpone
B
The Jew of Malta
C
Doctor Faustus
D
Paradise Lost
“Hell is just a frame of mind” লাইনটি নেওয়া হয়েছে Christopher Marlowe-এর বিখ্যাত ট্র্যাজেডি Doctor Faustus থেকে। নাটকটি The Tragicall History of D. Faustus নামে পরিচিত এবং এটি ৫ অঙ্কের (acts) একটি ট্র্যাজেডি, যা প্রথম প্রকাশিত হয় ১৬০৪ সালে।
-
Doctor Faustus-এ মূল চরিত্র Faustus, একজন বিজ্ঞানী, যিনি শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করে।
-
Faustus তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে এবং ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা লাভ করতে চায়।
-
এই সময়ে Faustus বিভিন্ন অলৌকিক ক্ষমতা ব্যবহার করে, কিন্তু তার অন্তরে গভীর অনুশোচনা ও দ্বিধা থাকে।
-
তিনি নিজের আত্মাকে ত্যাগ করতে রাজি হন না এবং নাটকের শেষে নরককুণ্ডে পতিত হন, চিরকাল শাস্তি ভোগ করেন।
প্রধান চরিত্রসমূহ:
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel
-
The Evil Angel
-
Wagner
-
The Old Man
কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি:
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“He that loves pleasure must for pleasure fall.”
-
“The stars move still, time runs, the clock will strike.”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan Period-এর কবি।
-
উপাধি: The Father of English Tragedy
-
তিনি একজন University Wit ছিলেন।
উল্লেখযোগ্য কাজ:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage (প্রথম নাটক)
0
Updated: 1 month ago
Which century does Shakespeare belong to?
Created: 1 month ago
A
14th century
B
15th century
C
16th century
D
17th century
উত্তরটি হলো: ১৬শতক।
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
বানান ভিন্ন রূপ: Shakspere
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
পেশা: ইংরেজি কবি, নাট্যকার, এবং অভিনেতা
-
ইংরেজির জাতীয় কবি হিসেবে অভিহিত এবং বহুজনের মতে সেরা নাট্যকার
-
রচনা: ৩৭টি নাটক
প্রধান রচনা:
-
ট্র্যাজেডি:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet ইত্যাদি
-
-
ট্র্যাজি-কোমেডি:
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
-
কোমেডি:
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
-
ঐতিহাসিক নাটক:
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III
-
0
Updated: 1 month ago
Which option contains only correct spellings?
Created: 1 month ago
A
Ebullance, Ebulliate
B
Ebulense, Ebulant
C
Ebullinse, Ebullint
D
Ebullience, Ebullient
Ebullient একটি adjective, যা বোঝায় উত্তেজিত ও উদ্দীপ্ত মনোভাব, আনন্দ বা উদ্দীপনা প্রকাশ করা। এর সাথে সংশ্লিষ্ট noun Ebullience, যা উচ্ছ্বাস বা উদ্দীপনা বোঝায়।
-
Ebullient (adjective)
English Meaning: Excited and enthusiastic
Bangla Meaning: উচ্ছ্বসিত -
Correct Spellings / Answer: ঘ) Ebullience, Ebullient
-
Other Forms:
-
Ebullience (noun): উচ্ছ্বাস
-
-
Example Sentence:
-
His mood was ebullient, and he had every reason to be satisfied.
-
-
Source:
0
Updated: 1 month ago