'Knowledge comes, but wisdom lingers.' This quote is extracted from Tennyson's poem titled ______ .
A
Morte d' Arthur
B
The Lotos-Eaters
C
Tithonus
D
Locksley Hall
উত্তরের বিবরণ
"Knowledge comes, but wisdom lingers" উক্তিটি Alfred Lord Tennyson-এর কবিতা Locksley Hall থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে জ্ঞান সহজে অর্জন করা যায়,
কিন্তু প্রজ্ঞা বা জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর ক্ষমতা দীর্ঘ অভিজ্ঞতা ও সময়ের সঙ্গে আসে।
-
Locksley Hall:
-
এটি Alfred Lord Tennyson রচিত একটি কবিতা।
-
1842 সালের Poems সংগ্রহে প্রকাশিত।
-
কবিতার বক্তা বস্তুগত লাভ এবং পার্থিব সম্পদ অর্জনের জন্য করা বিবাহের বিরোধিতা করেন।
-
-
Lord Alfred Tennyson:
-
একজন English poet।
-
Victorian যুগের একজন প্রধান কবি।
-
সাধারণভাবে Victorian age-এর প্রধান প্রতিফলক হিসেবে বিবেচিত।
-
-
Notable works:
-
Poems:
-
Crossing the Bar
-
Enoch Arden
-
Locksley Hall
-
In memoriam
-
-
0
Updated: 1 month ago
What does Ulysses say about death?
Created: 2 months ago
A
It is far away
B
It closes all
C
It brings glory
D
It is an illusion
ইউলিসিস বলেন—“Death closes all”। অর্থাৎ মৃত্যু সবকিছুর ইতি টানে। তবে তিনি মনে করেন, মৃত্যুর আগে কিছু মহৎ কাজ করা সম্ভব। মৃত্যু অনিবার্য হলেও মানুষকে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে।
1
Updated: 2 months ago
What does Ulysses say about old age?
Created: 2 months ago
A
It is useless
B
It has honour and toil
C
It brings only despair
D
It must be avoided
ইউলিসিস বার্ধক্য সম্পর্কে বলেন—“Old age hath yet his honour and his toil”। তিনি মনে করেন, বার্ধক্য অকেজো নয়। এ সময়েও মানুষ মহৎ কাজ করতে পারে। বয়স তাকে দুর্বল করলেও ইচ্ছাশক্তি ও অভিজ্ঞতা তাকে এখনও বীরোচিত কাজে অনুপ্রাণিত করে।
1
Updated: 2 months ago
Which classical work inspired “The Lotos-Eaters”?
Created: 1 month ago
A
The Iliad
B
The Aeneid
C
The Divine Comedy
D
The Odyssey
টেনিসনের কবিতা সরাসরি হোমারের Odyssey থেকে অনুপ্রাণিত, বিশেষ করে সেই অংশ থেকে যেখানে ওডিসিউসের সেনারা লোটাস-ভোগীদের দ্বীপে পৌঁছায়। সেখানে তারা লোটাস ফল খাওয়ার পর সব আগ্রহ হারিয়ে ফেলে এবং ঘরে ফিরে যাওয়ার ইচ্ছা বন্ধ হয়ে যায়, বরং আনন্দময় ও ভুলের মধ্যেই স্থায়ী থাকতে চায়।
-
টেনিসন এই অংশটিকে প্রসারিত করেছেন এবং দেখিয়েছেন মনস্তাত্ত্বিক প্রভাব ও প্রলোভনের কৌশল, যা মানুষকে অলসতা ও স্থির অবস্থায় আটকে রাখতে পারে।
-
কবিতায় তিনি মানব মনের দুর্বলতা এবং অন্তর্দৃষ্টি তুলে ধরেছেন, যা লোটাস ফল খাওয়ার মতো আনন্দময় বিস্মৃতির প্রলোভন সৃষ্টি করে।
-
এটি মূলত মানুষের অভিযান ও দায়িত্বের প্রতি আগ্রহ হারানোর ঝুঁকি এবং সেই পরিস্থিতি মোকাবিলার মানসিক চ্যালেঞ্জকে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago