'Cowards die many times before their deaths: The valiant never taste of death but once'. In which play of Shakespeare do you find this quote?
A
Julius Caesar
B
Romeo and Juliet
C
The Tempest
D
Twelfth Night
উত্তরের বিবরণ
"Cowards die many times before their deaths; the valiant never taste of death but once" William Shakespeare-এর নাটক Julius Caesar থেকে নেওয়া হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র Julius Caesar এই উক্তিটি করেছেন,
যা একটি metaphor হিসেবে ব্যবহৃত হয়েছে। এতে বোঝানো হয়েছে যে ভীতুরা মৃত্যুর ভয় অনেকবার অনুভব করে, কিন্তু সাহসীরা শুধুমাত্র একবারই মৃত্যুর স্বাদ পায়।
-
Julius Caesar:
-
এটি William Shakespeare-এর একটি Historical Play এবং Tragedy।
-
১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
Julius Caesar ছিলেন রোমের একজন রাজা ও সামরিক নেতা।
-
তার betrayer ছিলেন Brutus।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে ঘিরে আবর্তিত হয়, যা Caesar-এর হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে তাদের হত্যার পরিকল্পনায় যোগ দিতে রাজি করায়।
-
Caesar-এর অত্যধিক ক্ষমতা অর্জন প্রতিরোধ করতে Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং তাদের সাথে লড়াই করে।
-
-
এই tragedy-এর বিখ্যাত উক্তি:
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" ("You too, Brutus?") – Julius Caesar-এর শেষ কথা
-
-
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
জন্মস্থান: Stratford Avon
-
তিনি একজন English poet, dramatist, এবং actor
-
পরিচিতি: English national poet, Bard of Avon, বা Swan of Avon
-
লিখেছেন মোট ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnet
-
-
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous poems: Sonnet 18 (Shall I Compare Thee to a Summer Day), The Rape of Lucrece, Venus and Adonis
-
0
Updated: 1 month ago
Who is the central character of 'Wuthering Heights' by Emily Bronte?
Created: 3 months ago
A
Mr. Earnshaw
B
Catherine
C
Heathcliff
D
Hindley Earnshaw
Heathcliff ও 'Wuthering Heights'
‘Wuthering Heights’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে, লেখিকা Emily Bronte এর ছদ্মনাম Ellis Bell ব্যবহার করে।
-
এটি একটি গথিক (Gothic) উপন্যাসের চমৎকার উদাহরণ।
-
এই উপন্যাসের ভাষা খুবই নাটকীয় ও কবিতার মতো সুন্দর। এখানে লেখিকা নিজে কোন মন্তব্য করেন না, বরং কাহিনীর চরিত্রদের মাধ্যমে গল্প সামনে এগিয়ে নিয়ে যান।
-
উপন্যাসটির গঠন বা স্ট্রাকচার অন্যদের থেকে আলাদা এবং ব্যতিক্রমধর্মী।
Heathcliff – উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র
-
Heathcliff একজন এতিম ছেলে, যাকে Earnshaw পরিবার আশ্রয় দেয়।
-
সেখানে সে Catherine Earnshaw নামের মেয়ের সাথে বড় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
-
কিন্তু Catherine ধনী Edgar Linton কে বিয়ে করে, যার ফলে Heathcliff হৃদয়ভঙ্গ হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
কয়েক বছর পর সে ফিরে আসে অঢেল টাকা ও ক্ষমতা নিয়ে।
-
সে তখন Catherine-এর ভাই Hindley-এর কাছ থেকে Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
এরপর Catherine-এর ননদকে প্রেমের ভান করে বিয়ে করে, কারণ তার সম্পত্তির প্রতি আকর্ষণ ছিল।
-
তবে এই বিয়েটি বেশিদিন টেকে না।
-
এদিকে Catherine অসুস্থ হয়ে মারা যায় এবং তার ভাই Hindley-ও মারা যায়।
-
এরপর কাহিনী তাদের পরবর্তী প্রজন্মকে ঘিরে এগিয়ে চলে, যেখানে Heathcliff-এর সন্তান এবং Catherine-এর মেয়ে Cathy Linton–এর জীবন নিয়ে নতুন অধ্যায় শুরু হয়।
উপন্যাসের প্রধান চরিত্র
-
Heathcliff (মূল চরিত্র)
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Lockwood (গল্পের কথক)
Emily Bronte
-
তিনি ভিক্টোরিয়ান যুগের একজন গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
-
বিখ্যাত লেখিকা Charlotte Bronte-এর ছোট বোন।
-
তার একমাত্র উপন্যাস ‘Wuthering Heights’–এর মাধ্যমেই তিনি বিখ্যাত হন।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
গুরুত্বপূর্ণ রচনাবলি
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
0
Updated: 3 months ago
What role does the motif of “blood” play in the play?
Created: 2 months ago
A
It represents courage
B
It symbolizes guilt
C
It means revenge
D
It shows royal power
Macbeth-এ “রক্ত” মূলত অপরাধবোধের প্রতীক। হত্যাকাণ্ডের পর Macbeth এবং Lady Macbeth বারবার রক্তের কল্পনা করে। Lady Macbeth-এর “Out, damned spot!” সংলাপ রক্তের এই প্রতীকী অর্থকে দৃঢ় করে, যা তাদের অন্তর্দহন ও অপরাধবোধকে প্রকাশ করে।
0
Updated: 2 months ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 months ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
দ্বিতীয় ভবিষ্যদ্বাণীতে এক আবির্ভাব (Apparition) Macbeth-কে আশ্বস্ত করে যে “নারীর গর্ভে জন্মানো কেউ” তাকে ক্ষতি করতে পারবে না। এটি আংশিক সত্য হলেও বিভ্রান্তিকর, কারণ Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল।
1
Updated: 2 months ago