'Our sweetest songs are those that tell of saddest thought.' -This oft-quoted line occurs in Shelley's notable poem _____ .
A
To a Skylark
B
Ode to the West Wind
C
Adonais
D
The Cloud
উত্তরের বিবরণ
P.B. Shelley-এর "To a Skylark" কবিতার বিখ্যাত লাইন "Our sweetest songs are those that tell of saddest thought." মানুষের অনুভূতির গভীরতা এবং দুঃখভরা স্মৃতি থেকে উৎসারিত সঙ্গীতের গুরুত্বকে তুলে ধরে।
কবি Skylark-কে আনন্দ, স্বাধীনতা এবং স্বর্গীয় সঙ্গীতের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন এবং মানুষের গান প্রায়ই দুঃখের ভাব থেকে আসে, তাই এই লাইনটি বিশেষ অর্থ বহন করে।
-
To a Skylark একটি lyric poem।
-
কবি Skylark-কে চাঁদের আলোর সাথে তুলনা করেছেন।
-
কবির মতে Skylark-এর গান joyous spirit of the divine-এর প্রতীক।
-
তিনি Skylark হয়ে ওঠার ইচ্ছা প্রকাশ করেছেন।
-
Skylark-এর গান থেকে কবি আত্মার প্রেরণা পান এবং এটি স্বর্গীয় মনে করেন।
কিছু বিখ্যাত উক্তি:
-
"Our sweetest songs are those that tell of saddest thought" (To A Skylark)
-
"If Winter comes, can spring be far behind?" (Ode to the West Wind)
-
"The more we study, the more we discover our ignorance" (Queen Mab)
P.B. Shelley:
-
একজন English Romantic poet।
-
ব্যক্তিগত ভালোবাসা এবং সামাজিক ন্যায়ের জন্য তার passionate search ক্রমশ কবিতার মাধ্যমে প্রকাশ পায়। তার কাজগুলো ইংরেজি সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
প্রধান কাজগুলো:
কবিতা:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
নাটক:
-
Prometheus Unbound
-
The Cenci

0
Updated: 1 day ago
What imagery is used in “The moon rains out her beams”?
Created: 3 weeks ago
A
Olfactory imagery
B
Visual imagery
C
Auditory imagery
D
Tactile imagery
“The moon rains out her beams” একটি শক্তিশালী Visual Imagery। Shelley চাঁদের আলোকে বৃষ্টির মতো বর্ষিত হতে দেখিয়েছেন। এই চিত্রকল্প পাঠকের চোখে এক জীবন্ত দৃশ্য তৈরি করে। এখানে চাঁদের আলো প্রকৃতিকে ভরিয়ে তোলে, যেমন Skylark-এর গান চারপাশ ভরিয়ে তোলে। এটি কবিতার সৌন্দর্য ও সঙ্গীতধর্মিতা বৃদ্ধি করে।

1
Updated: 3 weeks ago
Which human songs are considered inferior to Skylark’s?
Created: 3 weeks ago
A
Hymns of sorrow
B
Chorus hymeneal and triumphal chants
C
War cries
D
Lullabies
Shelley বলেন, বিবাহের সঙ্গীত (chorus hymeneal) এবং বিজয়সঙ্গীত (triumphal chant) Skylark-এর গানের কাছে তুচ্ছ। এগুলো মানুষের আনন্দ প্রকাশ করলেও তাতে একধরনের অপূর্ণতা থাকে। Skylark-এর গান নিখুঁত ও সীমাহীন আনন্দের প্রতীক।

1
Updated: 3 weeks ago
What comparison does Shelley reject when he hears Skylark’s song?
Created: 3 weeks ago
A
Praise of love or wine
B
Praise of war
C
Praise of nature
D
Praise of glory
Shelley বলেন, তিনি কখনও প্রেম বা মদের প্রশংসায় এত আনন্দময় সঙ্গীত শোনেননি। Skylark-এর গান প্রেমের সঙ্গীত ও উৎসবের গান থেকেও শ্রেষ্ঠ। এটি দেখায় যে প্রকৃতির গান মানুষের কৃত্রিম আনন্দের চেয়ে গভীর ও খাঁটি।

1
Updated: 3 weeks ago