'বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ?
A
পাকিস্তান
B
কেনিয়া
C
পাপুয়া নিউগিনি
D
বাংলাদেশ
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
UNFPA - এর ২০০০ সালের রিপোর্ট অনুসারে নারী নির্যাতনে শীর্ষে ছিল পাপুয়া নিউগিনি।
উৎস: UNFPA ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
UNFPA কী ধরনের সংস্থা?
Created: 2 days ago
A
জাতিসংঘের মানব ও প্রজনন স্বাস্থ্য সংস্থা
B
জাতিসংঘের খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচি
C
জাতিসংঘের প্রজনন ও সংস্কৃতি বিষয়ক সংস্থা
D
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা
UNFPA (United Nations Population Fund) হলো জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
-
পূর্ণরূপ: United Nations Population Fund
-
আনুষ্ঠানিক নাম: জাতিসংঘের জনসংখ্যা তহবিল
-
প্রতিষ্ঠার সাল: ১৯৬৯
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
কার্যক্রমের দেশ সংখ্যা: ১৫০টি দেশ
-
মূল কার্যক্রম: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করা

0
Updated: 2 days ago