'For God's sake hold your tongue, and let me love.' This line is taken from the poem ______.
A
To His Coy Mistress
B
The Canonization
C
The Definition of Love
D
The Sun Rising
উত্তরের বিবরণ
John Donne-এর লেখা কবিতা "The Canonization" থেকে নেওয়া লাইন 'For God's sake hold your tongue and let me love' তার কবিতার একটি বিখ্যাত উদ্ধৃতি। এই কবিতায় কবি তার ভালোবাসার সম্পর্ককে আধ্যাত্মিক এবং পবিত্র হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, যা প্রায় সন্তসুলভ মর্যাদা ধারণ করে।
-
The Canonization:
-
এটি John Donne লিখিত একটি কবিতা।
-
লেখা হয়েছে 1590 সালে এবং প্রকাশিত হয়েছে 1633 সালে।
-
কবিতাটি Songs and Sonnets-এর প্রথম সংস্করণে প্রকাশিত হয়।
-
কবিতার বক্তা ধর্মীয় শব্দ ব্যবহার করে প্রমাণ করার চেষ্টা করেন যে তার ভালোবাসার সম্পর্ক একটি উচ্চ মর্যাদাপূর্ণ বন্ধন।
-
-
Famous Quotations from The Canonization:
-
"For God's sake hold your tongue, and let me love"
-
"As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs."
-
-
John Donne:
-
জন্ম: 1572, মৃত্যু: 1631।
-
Renaissance যুগের একজন বিশিষ্ট কবি।
-
Metaphysical poetry-এর জনক হিসেবে পরিচিত।
-
আধ্যাত্মিক কবিতার সূচনাকারী হওয়ায় তাকে Father of Metaphysical Poetry বলা হয়।
-
এছাড়াও তাকে Poet of Love and Religious হিসেবেও অভিহিত করা হয়।
-
বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে:
-
Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
-
-
0
Updated: 1 month ago
Use the appropriate article- I saw ____ one-eyed man when I was walking on the road.
Created: 2 months ago
A
a
B
an
C
the
D
no article is needed
"a" বা "an" ব্যবহারের নিয়ম
উদাহরণ বাক্য:
I saw a one-eyed man when I was walking on the road.
নিয়ম:
-
ইংরেজিতে ‘a’ এবং ‘an’ হল indefinite article।
-
সাধারণত, vowel (a, e, i, o, u) দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘an’, এবং consonant দিয়ে শুরু হওয়া শব্দের আগে ‘a’ বসে।
-
কিন্তু লক্ষ্যণীয়: article নির্ধারণ হয় শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ অনুযায়ী, না যে অক্ষরটি লিখিত আছে তার ভিত্তিতে।
বিশেষ নিয়ম:
-
যদি শব্দটি “O” দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ‘ওয়া’ (wa) এর মতো হয়, তখন ‘a’ ব্যবহার করতে হয়।
-
উদাহরণ:
-
a one-eyed man
-
a one-taka note
-
a one-room house
-
অর্থাৎ: মূল বিষয় হলো শব্দের ধ্বনির উপর নির্ভর করে article নির্বাচন।
অতিরিক্ত উদাহরণ:
-
The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
-
Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.
0
Updated: 2 months ago
He had written the book before he-
Created: 3 months ago
A
retired
B
had retired
C
has retired
D
will be retired
Before দিয়ে যুক্ত দুটি clause-এর টেন্স ব্যবহারের সহজ নিয়ম
যদি দুটি clause "before" দিয়ে যুক্ত হয়, তাহলে টেন্সের নির্দিষ্ট নিয়ম থাকে।
প্রথম নিয়ম: যদি "before" এর আগের অংশে Past Perfect Tense থাকে, তাহলে পরের অংশে Past Indefinite Tense হয়।
যেমন: He had written the book before he retired.
এখানে “had written” হলো Past Perfect এবং “retired” হলো Past Indefinite।
আরেকটি উদাহরণ: We had reached the school before the bell rang.
দ্বিতীয় নিয়ম: যদি "before" দিয়ে যুক্ত প্রথম অংশ Future Perfect Tense হয়, তাহলে পরের অংশে Present Indefinite Tense হয়।
যেমন: We shall have reached the school before the bell rings.
এইভাবে before দিয়ে যুক্ত দুই অংশের মধ্যে কোন টেন্স বসবে তা নির্ভর করে প্রথম অংশের টেন্সের উপর।
0
Updated: 3 months ago
The children studied in a class room ____ windows were never opened.
Created: 3 months ago
A
that
B
which
C
where
D
whose
সম্পূর্ণ বাক্য:
The children studied in a classroom whose windows were never opened.
বাংলা অর্থ:
শিশুরা এমন একটি ক্লাসরুমে পড়াশোনা করেছিল, যার জানালা কখনোই খোলা হয়নি।
Relative Pronoun ব্যাখ্যা:
-
দুটি বাক্য একত্রিত করার জন্য relative pronoun যেমন who, which, whose, whom, that ইত্যাদি ব্যবহার করা হয়।
-
এখানে প্রথম বাক্যের অর্থ হলো: শিশুরা একটি ক্লাসরুমে পড়াশোনা করছিল।
-
দ্বিতীয় বাক্যের অর্থ হলো: জানালা কখনোই খোলা হয়নি।
-
যেহেতু জানালা ক্লাসরুমের মালিকানাধীন (possessive relationship), তাই relative pronoun হিসেবে ‘whose’ ব্যবহার করতে হবে।
-
‘whose’ নির্দেশ করে কার/কোন বস্তু বা ব্যক্তির মালিকানা বা সম্পর্ক।
-
তাই ‘whose windows’ দিয়ে বোঝানো হয় সেই ক্লাসরুম যার জানালা খোলা হয়নি।
-
এভাবে দুটি বাক্য যুক্ত হয়ে অর্থবোধক ও প্রাঞ্জল একটি বাক্য রচিত হয়।
0
Updated: 3 months ago