Choose the antonym of 'controversy':
A
contention
B
bickering
C
unanimity
D
dispute
উত্তরের বিবরণ
‘Controversy’ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো unanimity। Controversy সাধারণত কোনো বিষয় নিয়ে বিরোধ, তর্ক বা মতানৈক্য বোঝায়।
-
Controversy (noun)
-
English Meaning: a discussion marked especially by the expression of opposing views; dispute; a disagreement, quarrel, strife.
-
Bangla Meaning: বিতর্ক; বিরোধ; মতান্তর; কোনো সামাজিক, নৈতিক বা রাজনৈতিক প্রশ্ন নিয়ে দীর্ঘস্থায়ী বাদানুবাদ।
-
-
Given options:
• ক) Contention-
English Meaning: a point advanced or maintained in a debate or argument.
-
Bangla Meaning: তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।
• খ) Bickering
-
English Meaning: petty and petulant quarreling especially when prolonged or habitual.
-
Bangla Meaning: খুঁটিনাটি বা গুরুত্বহীন বিষয় নিয়ে ঝগড়া করা।
• গ) Unanimity
-
English Meaning: agreement by all people involved; consensus; the quality or state of being unanimous.
-
Bangla Meaning: ঐকমত্য; মতৈক্য।
• ঘ) Dispute
-
English Meaning: to engage in argument; debate.
-
Bangla Meaning: বিতর্ক; বিরোধ; যুক্তি।
-
-
Conclusion: অপশনগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়, ‘controversy’ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো unanimity।

0
Updated: 1 day ago
Which of these is not an antonym of "frugal"?
Created: 1 month ago
A
Wasteful
B
Inhibitive
C
Extravagant
D
Spendthrift
Word: Frugal
-
English Meaning: 1. Using only as much money or food as is necessary. 2. (of meals) Small, plain, and not costly.
-
Bangla Meaning: সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের
Synonyms:
-
Careful, Prudent, Stingy (সতর্ক, মিতব্যায়ী)
-
Economical (মিতব্যয়ী, কম খরুচে)
-
Heedful (সতর্ক)
Antonyms:
-
Wasteful (অপব্যয়ী)
-
Extravagant (অপচয়কারী)
-
Generous (উদার)
-
Spendthrift (প্রচুর টাকা-পয়সা খরচকারী)
-
Benevolent (উদার)
Incorrect Option Explanation:
-
খ) Inhibitive (নিবারক, প্রতিরোধক) means "restrictive or preventive," which is not an opposite of "frugal."
Other Forms:
-
Frugally (adverb) → মিতব্যয়িতার সঙ্গে; হিসাব করে
-
Frugality (noun) → মিতব্যয়িতা
Example Sentences:
-
He has always been hard-working and frugal.
-
His father was a frugal farmer.
Correct Answer: খ) Inhibitive (Not an antonym)
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Identify the antonym of "telltale":
Created: 1 month ago
A
Cackle
B
Chatter
C
Quadrate
D
Unrevealing
Correct Answer: Unrevealing
Telltale (adjective)
English Meaning:
-
Disclosing unintentionally something that was concealed.
-
Showing that something exists or has happened.
Bangla Meaning:
গোপন কথা ফাঁসকারী।
Synonyms: Disclosing, Revealing (গোপন কথা ফাঁস করা/উন্মোচন করা), Blabber (অনর্থক কথা বলা), Chatter (আগড়ম বাগড়ম), Cackle (বোকার মতো বকবক করা)।
Antonyms: Uninformative (তথ্যবিহীন), Unrevealing (অপ্রকাশ্য), Uninstructive (অনির্দেশক), Unhelpful (অসহায়ক), Useless (অকেজো)।
Other Forms:
-
Telltale (noun): Someone who gossips indiscreetly (গোপন কথা ফাঁসকারী/অতিবাচাল ব্যক্তি)।
-
Telltalely (adverb)
Other Options:
-
Quadrate → বর্গাকার; চার কোণবিশিষ্ট; কোণাকৃতি।
Example Sentences:
-
The telltale smell of cigarettes told her that he had been in the room.
Bangla Meaning: সিগারেটের গন্ধ ফাঁস করে দিল যে সে ঘরে ছিল। -
His feet are swollen, and his skin cracked, both telltale signs of malnutrition.
Bangla Meaning: তার পা ফুলে গেছে এবং ত্বক ফেটে গেছে—দুটোই অপুষ্টির সুস্পষ্ট লক্ষণ।
Source: Live MCQ lecture

0
Updated: 1 month ago
Choose the correct antonym for 'Oblige'-
Created: 1 month ago
A
Bind
B
Require
C
Bother
D
Censure
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago