Which sentence is correct?
A
One of my sisters are a nurse.
B
One of my sister is a nurse.
C
One of my sisters is a nurse.
D
One of my sister's are a nurse.
উত্তরের বিবরণ
সঠিক বাক্যটি হলো “One of my sisters is a nurse।” এটি বোঝার জন্য subject-verb agreement কিভাবে কাজ করে তা গুরুত্বপূর্ণ। One of এর পরে plural noun এবং singular verb ব্যবহার করতে হয়, কারণ "one of" মানে হলো “অনেকের মধ্যে একজন”।
অর্থাৎ, বাক্যের subject হলো "One" (singular), আর of my sisters হলো prepositional phrase যা verb এর উপর প্রভাব ফেলে না। প্রদত্ত বাক্যে plural noun 'sisters' এর পরে singular verb 'is' বসানো হয়েছে, তাই এটি সঠিক।
Other options:
• One of my sisters are a nurse – ভুল, কারণ verb হিসেবে "are" ব্যবহার করা হয়েছে; সঠিক verb হলো "is"।
• One of my sister is a nurse – ভুল, কারণ "sister" singular noun; নিয়ম অনুযায়ী plural noun 'sisters' ব্যবহার করতে হবে।
• One of my sister's are a nurse – ভুল, কারণ possessive form "sister's" ব্যবহার করা হয়েছে এবং verb হিসেবে "are" ব্যবহার করা হয়েছে, যা grammatically ভুল।
0
Updated: 1 month ago
Which one is the correct sentence?
Created: 6 days ago
A
He is boast of his wealth
B
He is proud on his wealth
C
He boasts of his wealth
D
He is boastful in his wealth
“Boast” শব্দটি ইংরেজিতে একটি verb, যার অর্থ হলো নিজের কোনো গুণ, অর্জন বা সম্পদ নিয়ে অহংকারীভাবে কথা বলা। যখন আমরা বলি “He boasts of his wealth”, এটি বোঝায় যে সে তার ধনসম্পদ নিয়ে গর্বের সঙ্গে বা অহংকারের সঙ্গে কথা বলছে। ইংরেজিতে “boast” ক্রিয়ার সাথে সাধারণত “of” preposition ব্যবহার হয়, কারণ এটি নির্দেশ করে যে গর্ব বা অহংকারের বিষয়টি ঠিক কী।
বিস্তারিতভাবে বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আকারে আলোচনা করা হলো:
-
Boast + of + noun/ pronoun:
“Boast” ক্রিয়ার সাথে “of” প্রিপোজিশন ব্যবহার করলে বোঝায় যে কেউ কোনো বিষয় নিয়ে অহংকার করছে। উদাহরণ:-
He boasts of his achievements.
(সে তার অর্জন নিয়ে গর্ব করে।) -
She boasts of her intelligence.
(সে তার বুদ্ধিমত্তা নিয়ে গর্ব করে।)
-
-
বাক্য গঠন বিশ্লেষণ:
-
Subject: He → বাক্যের কর্তা বা কর্মরত ব্যক্তি।
-
Verb: boasts → ক্রিয়া যা কাজ বা কার্যাবলী প্রকাশ করছে।
-
Preposition + Object: of his wealth → এখানে “his wealth” হলো সেই বিষয় যা নিয়ে অহংকার প্রকাশ করা হচ্ছে।
-
-
Preposition “of” কেন ব্যবহার হয়:
অনেক ক্রিয়ার সাথে নির্দিষ্ট preposition যুক্ত থাকে। “Boast” ক্রিয়ার ক্ষেত্রে “of” ব্যতীত বাক্য অসম্পূর্ণ বা অgrammatical মনে হবে।-
ভুল উদাহরণ: He boasts his wealth → ইংরেজিতে এটি formal writing এ ভুল।
-
সঠিক উদাহরণ: He boasts of his wealth → সম্পূর্ণ ও সঠিক।
-
-
“Wealth” শব্দের ব্যাখ্যা:
-
Wealth অর্থ সম্পদ, ধন-সম্পদ বা অর্থনৈতিক সম্পদ।
-
এটি noun এবং sentence-এ “of” preposition-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
এখানে দেখা যায় যে subject (He) তার object (wealth) নিয়ে boast করছে।
-
-
Usage in real-life sentences:
-
People often boast of their wealth on social media.
(মানুষ প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পদ নিয়ে গর্ব করে।) -
He boasts of his new car and big house.
(সে তার নতুন গাড়ি এবং বড় বাড়ি নিয়ে গর্ব করে।) -
She boasts of her academic success.
(সে তার শিক্ষাগত সফলতা নিয়ে গর্ব করে।)
-
-
Grammar tip:
-
“Boast” + of + noun/ pronoun সবসময় singular বা plural noun হতে পারে।
-
Verb agreement: subject অনুযায়ী “boasts” (He/She/It) এবং “boast” (I/They/We) ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He boasts of his wealth. (সঠিক)
-
They boast of their achievements. (সঠিক)
-
-
-
Meaning nuance:
-
“Boast of” implies pride or showing off।
-
এটি সাধারণভাবে অহংকারী বা গর্ব প্রকাশের অর্থ বোঝায়।
-
তবে এটি কখনো কখনো neutral বা positive context-এও ব্যবহার হতে পারে।
-
-
Exam perspective:
-
অনেকবার preposition error, subject-verb agreement, বা verb-object mismatch প্রশ্নে আসে।
-
এই বাক্যটি formal এবং grammatically correct, তাই exam-ready।
-
পরীক্ষা হলে তুমি সহজেই লিখতে পারবে, কারণ structure পরিষ্কার:
-
Subject → Verb → Preposition → Object
-
-
-
Sentence importance:
-
এটি student-friendly উদাহরণ।
-
Preposition “of” এর ব্যবহার স্পষ্ট বোঝায়।
-
Verb “boast” এবং noun “wealth” এর সম্পর্ক বোঝায়।
-
Formal writing বা communication-এ এটি standard usage।
-
0
Updated: 4 days ago
Pick the correct sentence.
Created: 1 month ago
A
Three-fifths of the voters oppose the new law.
B
Three-fifths of the voters is opposing the new law.
C
Three-fifths of the voter oppose the new law.
D
Three-fifths of the voters opposes the new law
Correct Sentence: Three-fifths of the voters oppose the new law.
-
ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds)।
-
প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর subject singular হলে verb singular হবে, আর plural হলে verb plural হবে।
-
ভুল অপশন বিশ্লেষণ:
খ) Three-fifths of the voters is opposing the new law → ভুল। কারণ "voters" বহুবচন, তাই verb হবে বহুবচন (are opposing)।
গ) Three-fifths of the voter oppose the new law → ভুল। "Voter" একবচন, কিন্তু fraction অর্থ বহুবচন, তাই হবে voters।
ঘ) Three-fifths of the voters opposes the new law → ভুল। "Voters" বহুবচন, তাই verb হবে বহুবচন (oppose) নয় "opposes"।
0
Updated: 1 month ago
Identifying correct sentences.
Created: 1 month ago
A
Neither the chairman nor the members were present yesterday.
B
Neither the chairman nor the members are present yesterday.
C
Not the chairman definitely nor the members were present yesterday.
D
Neither the chairman or the members were present yesterday.
সঠিক বাক্য হলো Neither the chairman nor the members were present yesterday. এখানে “Neither --- nor” Co-relative Conjunction হিসেবে ব্যবহার করা হয়েছে, যা দুটি উপাদানের মধ্যে নেতিবাচক সম্পর্ক প্রকাশ করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Neither --- nor ব্যবহারের নিয়ম
-
যখন দুটি Noun/Pronoun যুক্ত হয়, তখন Verb নির্ভর করে শেষের Noun/Pronoun এর ওপর।
-
উদাহরণে শেষের Noun হলো the members (plural), তাই Verb হলো were।
-
-
Structure:
-
[Either/Neither] + singular noun + [or/nor] + singular noun + singular verb
-
উদাহরণ: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
-
-
[Either/Neither] + singular/plural noun + [or/nor] + plural noun + plural verb
-
উদাহরণ: Neither John nor his friends are going to the beach today.
-
-
-
ভুল অপশনগুলো:
-
(খ) Neither the chairman nor the members are present yesterday.
-
ভুল কারণ yesterday নির্দেশ করছে Past Tense, তাই are নয়, were হবে।
-
-
(গ) Not the chairman definitely nor the members are present.
-
ভুল কারণ "Nor" ব্যবহার করলে বাক্যের শুরুতে অবশ্যই Neither বসতে হবে।
-
-
(ঘ) Neither the chairman or the members are present.
-
ভুল কারণ Neither এর সাথে or নয়, nor ব্যবহার করতে হবে।
-
-
0
Updated: 1 month ago