A
১২,৮০০ টন
B
১৩,৯০০ টন
C
১৪,২০০ টন
D
১৫,০০০ টন
উত্তরের বিবরণ
রাশিয়ার কুরস্ক (Kursk) সাবমেরিন: এক গৌরবের নাম, এক করুণ অধ্যায়
কুরস্ক (K-141) ছিল একটি রাশিয়ান পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যার ওজন ছিল প্রায় ১৪,২০০ টন। এটি ২০০০ সালের ১২ আগস্ট রাশিয়ার উত্তরের বারেন্টস সাগরে ডুবে গিয়ে এক হৃদয়বিদারক বিপর্যয়ের জন্ম দেয়।
এই সাবমেরিনের নামকরণ ছিল একটি ঐতিহাসিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে—দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত কুরস্ক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে। ফলে এটি ছিল রাশিয়ার গৌরব ও বীরত্বের এক প্রতীক।
তবে সেই গর্বময় নামটি এক ভয়ংকর দুর্ঘটনার স্মারক হয়ে ওঠে। একটি রুটিন নৌ মহড়ার সময় সাবমেরিনটির ভেতরে বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তেই পুরো জাহাজটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই মর্মান্তিক ঘটনায় ১১৮ জন সাহসী নাবিক প্রাণ হারান, যাঁরা সকলেই সাবমেরিনের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
তথ্যসূত্র:
i) BBC
ii) Mammoet

0
Updated: 2 weeks ago