রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
A
১২,৮০০ টন
B
১৩,৯০০ টন
C
১৪,২০০ টন
D
১৫,০০০ টন
উত্তরের বিবরণ
রাশিয়ার কুরস্ক (Kursk) সাবমেরিন: এক গৌরবের নাম, এক করুণ অধ্যায়
কুরস্ক (K-141) ছিল একটি রাশিয়ান পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যার ওজন ছিল প্রায় ১৪,২০০ টন। এটি ২০০০ সালের ১২ আগস্ট রাশিয়ার উত্তরের বারেন্টস সাগরে ডুবে গিয়ে এক হৃদয়বিদারক বিপর্যয়ের জন্ম দেয়।
এই সাবমেরিনের নামকরণ ছিল একটি ঐতিহাসিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে—দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত কুরস্ক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে। ফলে এটি ছিল রাশিয়ার গৌরব ও বীরত্বের এক প্রতীক।
তবে সেই গর্বময় নামটি এক ভয়ংকর দুর্ঘটনার স্মারক হয়ে ওঠে। একটি রুটিন নৌ মহড়ার সময় সাবমেরিনটির ভেতরে বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তেই পুরো জাহাজটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই মর্মান্তিক ঘটনায় ১১৮ জন সাহসী নাবিক প্রাণ হারান, যাঁরা সকলেই সাবমেরিনের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
তথ্যসূত্র:
i) BBC
ii) Mammoet

0
Updated: 2 months ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 5 days ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:

0
Updated: 5 days ago
বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 day ago
A
চীন
B
রাশিয়া
C
জার্মানি
D
দক্ষিণ কোরিয়া
রাশিয়া বর্তমানে ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস-এর প্রতিরোধে প্রথম কার্যকর টিকা তৈরি করছে।
-
প্রকল্পের লক্ষ্য: বিশ্বে এইডসের জন্য প্রথম কার্যকর টিকা তৈরি করা
-
উন্নয়ন সংস্থা: গামালিয়া ন্যাশনাল সেন্টার, রাশিয়ার চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান
-
প্রক্রিয়া: টিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে
-
সম্ভাব্য বাজারজাতকরণ: সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে বাজারে আসার সম্ভাবনা
উল্লেখযোগ্য তথ্য:
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি
-
তারা করোনার প্রথম টিকা স্পুটনিক ৫ আবিষ্কার করেছিল
-
স্পুটনিক ৫-এর করোনা প্রতিরোধী সক্ষমতা ছিল ৯৭ শতাংশেরও বেশি
-
এই টিকা বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় ব্যবহৃত হয়েছে
অতিরিক্তভাবে বলা যায়, এই নতুন এইডস টিকা গ্লোবাল স্বাস্থ্য নিরাপত্তা এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিপ্লবী পরিবর্তন আনতে পারে।

0
Updated: 1 day ago
'কুড়িল দ্বীপপুঞ্জ' নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
Created: 5 days ago
A
চীন ও কোরিয়া
B
রাশিয়া ও জাপান
C
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড
D
জাপান ও চীন
কুরিল দ্বীপপুঞ্জ হলো রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপসমূহ, যা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
-
কুরিল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত
-
অবস্থান: জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে
-
প্রশান্ত মহাসাগরের চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে, যার মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ অন্যতম
-
এই বিতর্কিত দ্বীপগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হলো কুনাশির
-
চারটি দ্বীপকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে পারেনি
তথ্যসূত্র:

0
Updated: 5 days ago